কৌতুক অভিনেতা ‘চেসপিরিতোকে’ ল্যাটিন আমেরিকার বিভিন্ন প্রজন্ম বিদায় জানাচ্ছে

Roberto Gómez Bolaño como El Chavo del Ocho. Imagen publicada bajo licencia Creative Commons
ল্যাটিন আমেরিকার অন্যতম প্রিয় এক কৌতুক অভিনেতা রবার্তো গোমেজ বোলানিওস পরিচিত ছিলেন “চেসপিরিতো” (অথবা “খুদে সেক্সপিয়ার”) নামে, যিনি ২৮ নভেম্বর তারিখে ৮৫ বছর বয়সে মেক্সিকোতে মৃত্যুবরণ করেছেন।
 
চেসপিরিতো ছিলেন মেক্সিকোর অন্যতম সফল এক নির্মাতা। তিনি বিজ্ঞাপনে জগতে সৃষ্টিশীল নির্মাতা হিসেবে তার পেশা শুরু করেন এবং এরপর তিনি রেডিও ও চলচ্চিত্রে চিত্রনাট্য লেখক হিসেবে কাজ করেন।
 
পরবর্তীতে, ৭০ দশক-এর পরে তিনি তার নিজের অনুষ্ঠানের নির্মাতা, অভিনেতা এবং নির্দেশকে পরিণত হন, যেখানে তিনি অজস্র চরিত্র নির্মাণ করেন যা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ল্যাটিন আমেরিকা জনপ্রিয় সংস্কৃতিতে প্রবেশ করে। তার অনুষ্ঠান থেকে প্রথম যে চরিত্রটি বিখ্যাত হয় সেটি ল্যাটিন আমেরিকার হিরো, নাম এল চাপুলিন কলোরাডো” , খুদে এবং বেঢপ এক সুপারহিরো, যার অস্ত্র হচ্ছে প্লাস্টিকের এক হাতুড়ী ( এল চিপেতো চিলন), সে সকল সমস্যার সমাধান করতে পারে কারণ সে “ঠাণ্ডা মাথায় সব হিসেব” করে।
 
চরিত্রের এই মহাবিশ্বে, সিএইচ অক্ষরটার একটা নিজস্বতা রয়েছে। পরবর্তীতে, চেসপিরিতো পুনরায় এক বিনম্র এলাকার ছবি তৈরী করেন এবং তাতে তিনি এল চাভোর-এর জীবন প্রদান করেন, সে হচ্ছে আট বছরের এক এতিম বালক, যে তার জীবন প্রতিবেশীদের সাথে ভাগাভাগি করে নেয়, সে স্কুলে যায় এবং মাংস দিয়ে তৈরী খুব সাধারণ এক “টোরটা” (স্যান্ডউইচ)–এর স্বপ্ন দেখে। তার অন্য সব চরিত্রগুলোর মধ্যে রয়েছে এল ডাক্তার চাপিতান, এল চোম্পিরাস,চাপারোন বানাপারতে বা “খুদে উন্মাদ এক” যা (“লস চিফালাদিতোস) এ প্রদর্শিত হয়েছিল। তার নাটক মেক্সিকোর টেলিভিশন এবং ল্যাটিন আমেরিকার প্রায় সকল দেশে প্রদর্শিত হয়েছে। এমনকি চল্লিশ বছর পরেও তার নাটক বিভিন্ন ভাষা এবং মহাদেশে প্রদর্শন করা হচ্ছে।
 
২০০৯ সালের পর থেকে তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হয়ে পড়ার কারণে দীর্ঘ সময় ধরে বিভিন্ন দফায় স্যোশাল মিডিয়ায় তার মৃত্যু নিয়ে মিথ্যে গুজব ছড়াচ্ছিল। ২০০০-এর মাঝামাঝি সময়ে তিনি দ্বিতীয় দফা জনপ্রিয় হয়ে ওঠেন, যার জন্য তার কাজের ভিত্তিতে তৈরী কার্টুন চরিত্র এবং পরবর্তী টুইটার একাউন্টকে ধন্যবাদ, যার প্রায় চল্লিশ লক্ষ অনুসারী রয়েছে এবং সেখানে তার সকল অর্জনের জন্য তিনি প্রতিদিন অভিনন্দন লাভ করে যাচ্ছিলেন।
 
মেক্সিকোর জাতীয় ফুটবল দল সহ বিভিন্ন নাগরিক স্যোশাল মিডিয়ায় এই প্রবাদ প্রতীম ব্যক্তিকে বিদায় জানান:
 

আপনার রেখে যাওয়া কাজ সবসময় আমাদের সাথে থাকবে। শান্তিতে ঘুমাও রবার্তো গোমেজ বোলানিওস।

ক্রিস্টিয়ান ফার্নান্দো তার সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোকে একটি ছবিতে প্রদর্শন করছেন:

রবার্তো গোমেজ বোলানিওস মৃত্যুবরণ করেছেন। এক ছবিতে দেখুন চেসপিরাতোস-এর চরিত্রগুলোকে।

এ্যাডুয়ার্ডো মারিন বর্ণনা করছে তিনি চাপুলিন কলোরাডো চরিত্রটিকে কতটা ভালবাসেন:

এখানে আমরা চাপুলিনকে ব্যাটম্যানের চেয়েও বেশী পছন্দ করি। দারুণ এক বেদনাদায়ক সংবাদ। শান্তিতে ঘুমাও।

একই সময়ে, সের্গিও মারেন্তেস এবং রাউল রামিরেজ এই দুজনে সংক্ষেপে চেসপিরিতোর প্রাপ্তিকে তুলে ধরেছেন:

রবার্তো গোমেজ বোলানিওস মৃত্যুবরণ করেছে, কিন্তু চেসপিরিতো অমর ।

কে কবে বলেছিল,অমর যারা তাদের মৃত্যু আছে?

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .