Tu legado estará siempre con nosotros. Descanse en Paz Roberto Gómez Bolaños #OrgulloTricolor pic.twitter.com/8S9ovLusPS
— Selección Mexicana (@miseleccionmx) November 28, 2014
আপনার রেখে যাওয়া কাজ সবসময় আমাদের সাথে থাকবে। শান্তিতে ঘুমাও রবার্তো গোমেজ বোলানিওস।
ক্রিস্টিয়ান ফার্নান্দো তার সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোকে একটি ছবিতে প্রদর্শন করছেন:
Murió Roberto Gómez Bolaño. Los personajes de Chespirito en una foto. http://t.co/R49u5rfvS9 pic.twitter.com/wSQO7n3jbe“
— Cristian FernandoBSC (@cristianfer27) November 28, 2014
রবার্তো গোমেজ বোলানিওস মৃত্যুবরণ করেছেন। এক ছবিতে দেখুন চেসপিরাতোস-এর চরিত্রগুলোকে।
এ্যাডুয়ার্ডো মারিন বর্ণনা করছে তিনি চাপুলিন কলোরাডো চরিত্রটিকে কতটা ভালবাসেন:
Aquí queremos más al Chapulín que a Batman. Qué triste noticia, descanse en paz.
— Eduardo Marin (@Ed_Marin) November 28, 2014
এখানে আমরা চাপুলিনকে ব্যাটম্যানের চেয়েও বেশী পছন্দ করি। দারুণ এক বেদনাদায়ক সংবাদ। শান্তিতে ঘুমাও।
একই সময়ে, সের্গিও মারেন্তেস এবং রাউল রামিরেজ এই দুজনে সংক্ষেপে চেসপিরিতোর প্রাপ্তিকে তুলে ধরেছেন:
Murió Roberto Gómez Bolaños, pero Chespirito es inmortal…
— Raúl Ramírez (@isopixel) November 28, 2014
রবার্তো গোমেজ বোলানিওস মৃত্যুবরণ করেছে, কিন্তু চেসপিরিতো অমর ।
¿Quién dijo que los inmortales se mueren?
— Épico bicho agónico (@SergioMarentes) November 28, 2014
কে কবে বলেছিল,অমর যারা তাদের মৃত্যু আছে?