২৫ অক্টোবরে অনুষ্ঠিত তাইওয়ানের এলজিবিটি প্রাইড প্যারেডে প্রায় ৭০ হাজার লোক অংশ নিয়েছেন। যৌনতা ভিত্তিক বৈষম্য এবং লিঙ্গ পরিচিতি উদযাপন করতে এবং একই কাজে জনগণকে অনুপ্রাণিত করতেই তারা এই প্যারেডের আয়োজন করেন।
২০০৩ সালে প্রথম যে প্যারেড অনুষ্ঠিত হয় তার পর থেকে এবারই সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী এতে অংশ নিলেন। সাম্প্রতিক বছরগুলোতে এটি এশিয়ার অন্যতম বৃহৎ এক প্রাইড প্যারেডে পরিণত হয়েছে। এমনকি এতে অনেক বিদেশিরাও অংশ নিয়েছেন।
২০১৪ সালে আয়োজিত প্যারেডের মূল বিষয় ছিল ‘সমকামীদের জুতা পরে পদযাত্রা’। এটি মূলত এলজিবিটি সম্প্রদায়ের প্রান্তিক লোকেদের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। এদের মধ্যে আছেন শারীরিকভাবে প্রতিবন্ধী লোক, এইচআইভি আক্রান্ত লোক এবং যৌনকর্মীরাও।
প্যারেডে অংশ নেওয়া বেশিরভাগ অংশগ্রহণকারী সম লিঙ্গের মধ্যে বিবাহ বৈধতা দেয়ার জন্য তাদের সমর্থনে আওয়াজ তুলেছেন। তাইওয়ান জোট ২০১২ সালে নাগরিক অংশীদারিত্ব অধিকারের প্রচার করতে তাইওয়ানের সংসদ ইয়ুয়ানে একটি সমকামী বিবাহ বিল উপস্থাপন করেন। আইনপ্রনেতারা গত ২৫ অক্টোবর, ২০১৩ তারিখে প্রস্তাবের প্রথম শুনানি পাস করেন। তবে সম-লিঙ্গ বিবাহের বিরোধীতাকারীদের গণ আন্দোলনের প্রতিক্রিয়া স্বরূপ তারা এই আইন প্রণয়নের প্রক্রিয়াটি স্থগিত করেছেন।
সমকামী অধিকার আদায়ের সক্রিয় কর্মীরা এ বছরের অক্টোবর মাসে তাদের কাজ সম্পন্ন করে দেওয়ার জন্য আইন প্রনেতাদের উপর চাপ প্রয়োগ করতে শুরু করেছেন। আর এ কারনেই ১৬ অক্টোবর তারিখে বিলটির জন্য একটি গণ শুনানির আয়োজন করা হয়। এলজিবিটি সম্প্রদায়ের অনেক জুটিই অন্যদের সাথে তাদের গল্প এবং আশা শেয়ার করতে এ বছরের প্রাইড প্যারেডকে বিশাল একটি সুযোগ হিসেবে বেছে নিয়েছেন।
এই প্যারেডের কয়েকটি ছবি নিচে দেয়া হল।
1 টি মন্তব্য
সমকামী বিয়েকে বৈধতা দেওয়া উচিৎ।