
ওয়েভ মেকারসে চ্যাং ইয়া-চিং একজন লেসবিয়ান (নারীকামী) রাজনৈতিক পরামর্শদাতা ওয়েং ওয়েন-ফ্যাংয়ের সহায়তায় তার #আমিও গল্পটি প্রকাশ করেছেন। নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেল থেকে নেওয়া পর্দাছবি।
একটি বিলম্বিত #আমিও ঝড় তাইওয়ানে আঘাত হেনে যৌন হয়রানির শিকার একটি ফেসবুক পোস্ট প্রকাশ করেছে কীভাবে ক্ষমতাসীন গণতান্ত্রিক প্রগতিশীল পার্টি (ডিপিপি) দলের ভেতর থেকে অভিযোগগুলিকে অবহেলা বা এমনকি দমন পর্যন্ত করেছে৷
ঝড়ের মধ্যেই আসন্ন ইউয়ান বিধানসভা নির্বাচনে ইয়ংহে জেলা আসনের জন্যে প্রাক্তন কুওমিংটাং (কেএমটি) মুখপাত্র লি চেং-হাও এর প্রার্থীতা সমর্থন করার পার্টির সিদ্ধান্তের বিরোধিতা করে প্রায় ৮০০ ডিপিপি কর্মী একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। লির বিরুদ্ধে তার প্রাক্তন বান্ধবীর নগ্ন ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল ও কার্যসিদ্ধিতে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। সমালোচনার জবাবে লি জোর দিয়ে বলেছেন সমস্যাটি নিয়ে তিনি আদালতের মামলায় জিতেছেন।
ডিপিপি কর্মীরা আদালতের নথির উদ্ধৃতি দিয়ে তার মামলাটির অভিসংশনে ব্যবহৃত নগ্ন ছবি ও চ্যাটের রেকর্ডসহ আদালতে উপস্থাপিত নিরেট প্রমাণগুলি এড়ানোর নিন্দা করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে যৌন হয়রানির অভিযোগে তার প্রতিক্রিয়া বিভ্রান্তিকর, অনৈতিক এবং অনুতাপহীন।
লির ঘটনার কিছু কিছু বিবরণ তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচনের পটভূমিতে রাজনীতিতে লিঙ্গ ও যৌন গতিশীলতা অন্বেষণকারী একটি জনপ্রিয় নেটফ্লিক্সের কাল্পনিক নাটক “ওয়েভ মেকারস” এর সাথে সাদৃশ্যপূর্ণ। প্রদর্শনীটিতে ক্ষমতাসীন দলের একজন রাজনীতিবিদ চাও চ্যাং-জে তার কর্মী-উপপত্নী চ্যাং ইয়া-চিংয়ের নগ্ন ছবি দিয়ে কারসাজি করে। ভুক্তভোগী কর্মী অবশেষে বিরোধী দলের লেসবিয়ান রাজনৈতিক পরামর্শদাতা ওয়েং ওয়েন-ফ্যাংয়ের সাহায্যে তার #আমিও গল্পটি প্রকাশ করতে সাহসী হন।
ডিপিপি কর্মীদের বিবৃতিটি নেটফ্লিক্স নাটকের দিকে ইঙ্গিত করে পার্টিকে প্রগতিশীল মূল্যবোধ সমুন্নত করে গোপনীয়তা বা “অভ্যন্তরীন বিষয়” অজুহাতে পার্টির ভেতরের যৌন হয়রানি উপেক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সমসাময়িককালে ডিপিপির মধ্যেকার যৌন হয়রানির বিষয়ে মূল সত্য প্রকাশকারী অ্যাম্বার চেন উন্মোচনটি করেন ৩১ মে তারিখে। চেন তার ব্যক্তিগত ফেসবুক পৃষ্ঠায় তার #আমিও গল্পটি বলেন। তিনি ছিলেন নারী বিভাগের একজন প্রাক্তন ডিপিপি কর্মী। তাইওয়ানের জেলা নির্বাচনের জন্যে কাজ করার সময় ২০২২ সালের সেপ্টেম্বরে একটি গাড়িতে যৌন হয়রানির ঘটনাটি ঘটেছিল। তিনি তার সুপারভাইজারের কাছে অভিযোগ করলে তাকে উপেক্ষা করে হয়রানির সময় “সাহায্যের জন্যে চিৎকার না করা” বা “গাড়ি থেকে লাফ না দেওয়ার জন্যে” দোষারোপ করা হয়।
চেন বলেছেন “ওয়েভ মেকারস” থেকে অনুপ্রাণিত হলেও পার্টিতে তাকে সমর্থন করার জন্যে ওয়েং ওয়েন-ফ্যাংয়ের মতো কেউ না থাকায় তিনি হতাশ হয়েছেন৷
অ্যাম্বার চেনের সাক্ষ্য দেওয়ার পর আরো ডিপিপির প্রাক্তন কর্মী সদস্যরা এগিয়ে এসে পার্টির মধ্যেকার তাদের যৌন নিপীড়ন ও হয়রানির গল্প বলে। যুব বিভাগের আরেকজন প্রাক্তন ডিপিপি কর্মী ফেসবুকে প্রকাশ করেন তার সুপারভাইজারের কাছে যৌন হয়রানির অভিযোগ করলে তাকে অপরাধীকে প্রলুব্ধ করার জন্যে দোষারোপ করে পদত্যাগ করতে চাপ দেওয়া হয়।
রাষ্ট্রবিজ্ঞানী সুং ওয়েন-তি তাইওয়ানের #আমিও মুহূর্তটি ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছেন:
Taiwan's #MeToo moment, day 2:
2nd, 3rd, and 4th sexual harassment complaints popped up against ruling party DPP's upper-middle management — the oldest case goes back to 2018.
The power of example and a sense of safety in numbers are encouraging more survivors to come forward. pic.twitter.com/YbCoeD7HOI
— Wen-Ti Sung (@wentisung) June 2, 2023
তাইওয়ানের #আমিও মুহূর্ত, দিন ২:
২য়, ৩য় ও ৪র্থ যৌন হয়রানির অভিযোগগুলি শাসক দল ডিপিপি’র উচ্চ-মধ্যম ব্যবস্থাপনার বিরুদ্ধে উঠে এসেছে – সবচেয়ে পুরনোটি ২০১৮ সালের৷
উদাহরণের শক্তি ও সংখ্যাগত নিরাপত্তার অনুভূতি বেঁচে যাওয়া আরো বেশি ব্যক্তিদের এগিয়ে আসতে উৎসাহিত করছে।
জুনের ৯ তারিখের মধ্যে এক ডজন মধ্য থেকে শীর্ষস্থানীয় ডিপিপি কর্মী যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়। এক সপ্তাহের মধ্যে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জনসাধারণের কাছে দুবার ক্ষমা চেয়ে জোর দিয়ে বলেছেন যৌন হয়রানির ক্ষেত্রে শাসক দলের শূন্য সহনশীলতা রয়েছে। সাইয়ের রাজনৈতিক উপদেষ্টা ইয়ান চিহ-ফাসহ অন্তত তিনজন প্রধান দলীয় কর্মী পদত্যাগ করেছে।
#আমিও ঝড় শুধু ক্ষমতাসীন ডিপিপি নয় চীনপন্থী কেএমটিসহ সুশীল সমাজের খাতকেও প্রভাবিত করেছে।
Taiwan's #MeToo moment, Day 3:
Ruling party DPP's favorability rating drops from 0.53 to 0.21 (only 21% of online comments re DPP are positive).
But the fire is spreading. New allegation emerge against a very senior figure in opposition party KMT. /1 pic.twitter.com/bb3IhCSei9
— Wen-Ti Sung (@wentisung) June 3, 2023
তাইওয়ানের #আমিও মুহূর্ত, দিন ৩:
ক্ষমতাসীন দল ডিপিপি’র অনুকূলতার মান ০.৫৩ থেকে ০.২১-এ নেমে এসেছে (ডিপিপিতে শুধু ২১% অনলাইন মন্তব্য ইতিবাচক)।
কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। বিরোধী দল কেএমটি’র একজন প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। /১
“ওয়েভ মেকারস”-এর একজন পাণ্ডুলিপি লেখিকা চিয়েন লি-ইং নির্বাসিত মূল ভূখণ্ডের চীনা কবি বেই লিং তাকে যৌন হয়রানি করেছেন বলে ২ জুন তারিখে ফেসবুকে দাবি করেন। বিশিষ্ট লেখক অস্বীকার করে অভিযোগটিকে বানোয়াট বললেও অন্যরা উঠে দাঁড়িয়ে চিয়েনের সাক্ষ্যকে সমর্থন করেছে।
এছাড়াও ২ জুন একজন রাজনৈতিক কর্মী লি ইউয়ান-চুন বিশিষ্ট তিয়ানানমেন কর্মী ওয়াং ড্যানকে ২০১৪ সালে নিউ ইয়র্ক সিটিতে একটি সফরের সময় একটি হোটেল কক্ষে তাকে ধর্ষণের প্রচেষ্টার জন্যে অভিযুক্ত করেন। ঘটনার সময় তার বয়স ছিল ১৯। অভিযোগ অস্বীকার করে ওয়াং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ইঙ্গিত দিলে লি তার নাম স্পষ্ট করার জন্যে মামলাটিকে আদালতে নিয়ে যান।
যৌন হয়রানি থেকে বেঁচে যাওয়া ৩০ জনেরও বেশি ব্যক্তি রাজনৈতিক দল, গণমাধ্যম সংস্থা, বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংস্থা ইত্যাদিতে তাদের বেদনাদায়ক অভিজ্ঞতা ৯ জুন পর্যন্ত প্রকাশ্যে ভাগাভাগি করেছেন।
বর্তমানে #আমিও ঝড়ের প্রভাবের বেশিরভাগ বিশ্লেষণ আসন্ন নির্বাচন কেন্দ্রিক, কারণ #আমিও আন্দোলনের পক্ষে সমর্থন জানানোতে ২০২৪ সালে তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচনে কেএমটি’র সরকারি প্রার্থী হু ইউ-ইহের জনপ্রিয়তা চার পয়েন্টেরও বেশি বেড়েছে।
তবে অনেকেই আরো মৌলিক পরিবর্তন আশা করছেন।
তাইওয়ান অত্যন্ত শক্তিশালী নারীবাদী ও এলজিবিটিকিউ+ আন্দোলন বিশিষ্ট একটি গণতান্ত্রিক দেশ যেখানে যৌন নিপীড়ন ও হয়রানির শিকার ব্যক্তিরা খুব কমই এগিয়ে আসায় বৈশ্বিক #আমিও প্রচারণা অনুপস্থিত ছিল।
সরকারি পরিসংখ্যান অনুসারে তাইওয়ানের কর্তৃপক্ষ ২০২২ সালে প্রাপ্ত ২,০৮৬টি যৌন হয়রানির প্রতিবেদনের মধ্যে প্রায় ৭৩ শতাংশ অনুসরণ করলেও স্থানীয় বেসরকারি সংস্থাগুলির মতে ডেটা শুধু বরফশৈলের অগ্রভাগ প্রতিফলিত করছে। পিতৃতান্ত্রিক চীনা সম্প্রদায়গুলিতে লোকেরা দৈনিক মিথস্ক্রিয়ায় “সম্পর্ক” ও “জ্যেষ্ঠতার” মূল্যকে অগ্রাধিকার দেওয়ার কারণে ভুক্তভোগীকে দোষারোপের প্রবণতা রয়েছে বলে সাধারণত শুধু ১০ শতাংশ যৌন হয়রানির শিকার ব্যক্তিরা তাদের ঘটনা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। তাই, একটি শ্রেণিবদ্ধ অফিস সেটিংয়ে নারী ও অল্প-বয়সীরা খুব ঝুঁকিপূর্ণ। এটি তরুণ প্রজন্মের সম্মিলিত মানসিকতা পরিবর্তনের উদ্যোগের উপর নির্ভর করে, শিক্ষা-পণ্ডিত লি শু-চিং যেমন উল্লেখ করেছেন।
পুরুষের প্রতি সহানুভূতি বা “হিমপ্যাথি“র ঘটনাটি রাজনৈতিক দলগুলিতে খুবই সাধারণ, যেমনটি ফলিত নীতিশাস্ত্রের একজন পণ্ডিত লি সিন ওয়েনের লেখা একটি বহুল প্রচারিত মন্তব্যে নির্দেশ করা হয়েছে:
Lee draws attention to the issue of “#Himpathy“: whether it's more intuitive for political leaders to empathize with male perpetrators (than with victims/accusers), coz leaders are still disproportionately men and maybe it's easier to put themselves in male perpetrators’ shoes?/2
— Wen-Ti Sung (@wentisung) June 6, 2023
লি “#হিমপ্যাথি” ইস্যুটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন: নেতারা এখনো অসমভাবে পুরুষ এবং হয়ত পুরুষ অপরাধীদের জুতাতে নিজেদের রাখা সহজ বলে পুরুষ অপরাধীদের প্রতি সহানুভূতি দেখানো রাজনৈতিক নেতাদের পক্ষে (ভুক্তভোগী/অভিযুক্তদের চেয়ে) বেশি সহজাত ?/২
লি তার ভাষ্যে জোর দিয়ে বলেছেন সঙ্কট মোকাবেলার একমাত্র উপায় হলো সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির একটি ব্যাপক পরিবর্তন।
তাইওয়ানের একজন লেখক সু চিহ-হেংয়ের আরেকটি ব্যাপকভাবে ভাগাভাগি করা মন্তব্যে দ্বন্দ্বগুলি সমাধানের জন্যে একটি রাজনৈতিক প্রক্রিয়া “ক্রান্তিকালীন ন্যায়বিচার” এবং #আমিও প্রচারে প্রতিফলিত লিঙ্গ ও যৌন অবিচারের সমস্যা মোকাবেলার আহ্বান জানানো হয়েছে:
轉型正義不是加減乘除,不能記功銷過。MeToo 受害者,跟白色恐怖的受難者,所要的都是最基本的「把人當人看」的基本人權,這是不分省籍、族群、性別、性傾向、黨派、國籍的當代民主人都信念的共同體價值。所謂的「和解」,是建立在真相的基礎之上。真正的「和解」需要的,是對於加害者咎責以及對受害者在名譽和生存機會上的補償。要達成真正的「和解」,我們需要對於彼此處境更有好奇心,尋求引導不公義行為的制度設計能夠改變,以預防悲劇的再發生。轉型正義要的,就只是這麼簡單的「再民主化」。
ক্রান্তিকালীন ন্যায়বিচার ভাল ও মন্দ কাজের কোন স্থিতিপত্র নয়। শ্বেত সন্ত্রাসের যুগের [সম্পাদকের দ্রষ্টব্য: তাইওয়ানে শ্বেত সন্ত্রাস ঘটে ১৯৪৭-১৯৮৭-এর মধ্যে যখন কেএমটি’র সামরিক একনায়কত্বের দাবিকে চ্যালেঞ্জ করে দমনের সময় প্রায় ১৮,০০০-২৮,০০০ তাইওয়ানিদের মৃত্যুদণ্ড দেওয়া বা নিহত হয়] #আমিও-এর শিকার ভুক্তভোগীরা সবচেয়ে মৌলিক মানবাধিকার – মানুষের মতো আচরণ দাবি করেছিল। এটি জাতিগত পটভূমি, চীনা বিষয়সম্পত্তি, লিঙ্গ, যৌন অভিমুখীতা, দলীয় সংশ্লিষ্টতা ও জাতীয়তা নির্বিশেষে গণতন্ত্রে বিশ্বাসী লোকেদের মধ্যে ভাগাভাগি করা একটি সর্বজনীন মূল্যবোধ। বিরোধের সমাধান হতে হবে সত্য ভিত্তিক। অপরাধের জন্যে অপরাধীদের জবাবদিহি করতে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। একটি বাস্তব সমাধান অর্জনের জন্যে ব্যবস্থাটিকে ঢেলে সাজাতে এবং দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে আমাদের অন্যায্য সম্পর্কের সুবিধা দেওয়া সেই বিন্যাসটি বুঝতে হবে। ক্রান্তিকালীন বিচারের ধারণায় এটি একটি “পুনঃগণতন্ত্রীকরণ” প্রক্রিয়া।
#আমিও ঝড়ের পরে লি চেং-হাও আইনসভায় প্রতিদ্বন্দ্বিতা থেকে তার সরে যাওয়ার ঘোষণা দেন। প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন স্কুলে লিঙ্গ ও যৌন শিক্ষার উন্নতি, যৌন হয়রানির অভিযোগের প্রক্রিয়া পর্যালোচনা এবং আরো আইনি সংস্কার চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। তাইওয়ানের সমাজ একধাপ এগিয়ে যাচ্ছে।