নির্বাচনের দিন সাইবার হামলায় মোজাম্বিকের @ভেরদাদে নামক সংবাদপত্র সাইট বন্ধ হয়ে গেছে

@Verdade logo

@ভেরদাদের লোগো

@ভেরদাদে হচ্ছে মোজাম্বিকের এক সাপ্তাহিক পত্রিকা এবং গ্লোবাল ভয়েসেস-এর পার্টনার, ১৫ অক্টোবর, ২০১৪ তারিখে সাইটটি ব্যাপক সাইবার হামলার শিকার হয়, গত সপ্তাহের যে দিনটিতে মোজাম্বিকের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রাক্কালে এই হামলা চালানো হয় এবং এর ফলে তা ঠিক ভোট প্রদান শেষ হবার মুহূর্ত থেকে সাইটটিকে বন্ধ করে ফেলতে সমর্থ হয় আর এরপর থেকে আফ্রিকার দক্ষিণের এই বিশাল দেশ জুড়ে ভোট গণনা শুরু হয়।

এদিকে @ভেরদাদে, এ বছর অর্থের অভাবে তার নাগরিক সাংবাদিক নেটওয়ার্কের মাধ্যমে রিয়ালটাইমে নির্বাচনী সংবাদ প্রদান করতে পারেনি (গতবছর ২০১৩ সালে এই সাইট যেমনটা করতে সক্ষম হয়েছিল), এই সাইটের কর্মীরা বিশ্বাস করে যে বিদায়ী রাষ্ট্রপতি আরমান্ডো গুয়েবুজা এবং তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন এবং খনির প্রতি তাদের আগ্রহ নিয়ে সংবাদ প্রদান করার কারণে এই সাইট উক্ত হামলার শিকার হয়।

গুয়েবুজার বিভিন্ন ব্যবসায়িক স্বার্থ নিয়ে প্রকাশ করা @ভেরদাদের এক প্রবন্ধ ইংরেজিতে অনুবাদ করা হয় এবং একই দিনে আফ্রিকা জুড়ে তা প্রকাশিত হয়:

ইনটেলেক হোল্ডিং এবং টাটা মোসাম্বিকের মাধ্যমে গুয়েবুজা পরিবার মোজাম্বিকে সম্ভাবনা এবং খনি গবেষণার জন্য সাতটি লাইসেন্সের অধিকারী, যেখানে মোট ২৭,১৬০ হেক্টর তফসিল ভুক্ত ভূমি খনির জমি হিসেবে নিবন্ধন করা হয়েছে।

তাদের সবার মিল এক জায়গায় যে তাদের সবাইকে এই দায়িত্ব প্রদান করেছে জাতীয় খনি পরিচালক, আর তা তখন থেকে করা হয় যখন গুয়েবুজা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন।

দুর্ভাগ্যজনক ভাবে, @ভেরদাদের বিরুদ্ধে চালানো এই হামলার কারণে মোজাম্বিকের পাঠকদের মূল পর্তুগীজ ভাষায় লেখাটি পাঠ করতে অসুবিধার সম্মুখীন হতে হয়।

তবে সংবাদপত্রটি দাবী করে যে তারা এই বড় আকারে চালানো ডডস (ডিস্ট্রিবিউটেট ডেনিয়েল অফ সার্ভিসেস) হামলার মূল উৎপত্তি স্থল কোথায় তা জানতে পেরেছে, কিন্তু এখনো সে এই তথ্য জনতার কাছে প্রকাশ করেনি। মোজাম্বিকের নির্বাচন নিয়ে লেখা এক প্রবন্ধে আফ্রিকা কনফিডেনশিয়াল এই ঘটনা উল্লেখ করেছে, যদিও উক্ত নির্বাচন দু এক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা এবং জাল ভোট প্রদানের প্রচেষ্টা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে।

সাব সাহারা আফ্রিকায় ডডস হামলা ক্রমশ বাড়তে থাকা সমস্যা হয়ে দাড়িয়েছে, যদিও তা বাকী বিশ্বের মত এত ঘন ঘন ঘটে না। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবচেয়ে অতি পরিচিত ডডস হামলার ঘটনাটি ঘটেছিল দক্ষিণ আফ্রিকায়, ২০১৩ সালে আফ্রিকার জাতীয় সম্মেলনের ওয়েবসাইটে এই হামলা চালানো হয়। “অ্যানোনিমাস আফ্রিকা” এই হামলার দায়িত্ব স্বীকার করে, তাতে তারা উল্লেখ করে যে জাম্বিয়ার রাষ্ট্রপতি রবার্ট মুগাবের প্রতি এএনসির সমর্থন এই হামলার কারণ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .