তার চ্যানেলটি বাদ দিতে যে লঙ্ঘনটি ভূমিকা রেখেছে সেটি হলো একইসঙ্গে হাজার হাজার ভিডিও প্রকাশ। তার চ্যানেলটি চুরি করা হয়েছিল বলে একটি সাম্প্রতিক ভিডিওতে তিনি দাবি করেছেন।
আর্সেনিও অথবা “বেলেজা ইম পেসোয়া” নামে পরিচিত মোজাম্বিকের অন্যতম বিখ্যাত ইউটিউবারের চ্যানেলটির – সাময়িকভাবে স্থগিত হয়ে যাওয়ার আগে – ৮০ হাজারেরও বেশি অনুসারী ছিল।
ফেব্রুয়ারির প্রথম দিকে পুলিশ তাকে মুক্ত করার আগে তাকে ২৪ ঘণ্টার জন্যে অপহরণ করা হয়েছিল। নিজেকে নবি দাবি করা জো উইলিয়ামস তাকে অপহরণের আদেশ প্রদানের সন্দেহভাজন হিসেবে আজ অবধি আটক রয়েছে।
অপহরণের কিছুদিন আগে আর্সেনিও মোজাম্বিকের স্ব-ঘোষিত নবীকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ভিডিওগুলোর একটিতে তিনি জো উইলিয়ামসের ধর্মীয় কর্মকাণ্ডে বিভিন্ন অনিয়ম তুলে ধরেছেন।
২২ মার্চ তারিখে ইউটিউব চ্যানেলটি পুনরায় চালু করার পূর্ব পর্যন্ত অ্যাকাউন্টটি যে স্থগিত করা হয়েছে এমন একটি সতর্কতা প্রদর্শন করেছিল।
বেশিরভাগ ভিডিও সরিয়ে দিয়ে কেবল দুটি ভিডিও দিয়ে চ্যানেলটি পুনরায় চালু করা হয়েছে। তিনি এখনো চ্যানেলটিতে ভিডিও আপলোড করার জন্যে ইউটিউবের অনুমতির অপেক্ষায় আছেন।
মূলত আর্সেনিওকে তার কাজ চালিয়ে যেতে সহায়তা করার জন্যে এই ইউটিউবারের চ্যানেল স্থগিতের বিষয়ে অনেকে মন্তব্য করেছেন।
তবে অন্যান্যরা বলেছেন যে জো উইলিয়ামসকে অপমান করার জন্যে শাস্তি দেওয়া হচ্ছে এই ইউটিউবারকে:
Valeu para tanto. O mal paga-se a mal. Quando prejudica a vida de alguém sem motivo, Deus usa uma outra pessoa para recompensar e pagar teus erros. Se vivias a custa deste canal, dias tens para viver momentos ruins. Finalmente pagaste teus erros.
এতো কিছুর জন্যে অনেক ধন্যবাদ। আপনি আপনার ভুলের মাশুল প্রদান করছেন। অকারণে আপনি কারো জীবন ক্ষতিগ্রস্ত করলে আপনার ভুলের জন্যে ঈশ্বর অন্য কাউকে পুরষ্কার দেন। আপনি এই চ্যানেলের উপর নির্ভরশীল হয়ে থাকলে আপনাকে খারাপ সময় থেকে বেঁচে থাকতে হবে। শেষ পর্যন্ত আপনি আপনার ভুলের জন্যেই মূল্য দিচ্ছেন।
১২ মার্চ তারিখে এই ইউটিউবার ফেসবুকে ঘোষণা করেছেন যে তিনি একটি নতুন চ্যানেল তৈরি করেছেন যার অনুসারী এখন পর্যন্ত প্রায় দুই হাজার:
As nossas quedas servem de combustível para revelar o quão fortes nós somos e o quão capazes somos de quebrar uma montanha ?.
Olha para a sua tristeza como uma grande porta ? pra a felicidade.
A sua cabeça fica em cima ? e nunca em baixo ?
Por isso, foco nos sonhos, projectos etc e vamos a luta.
Inscreva-se no meu mais recente canal
আমাদের পরাজয়গুলি আমরা কতটা শক্তিশালী এবং কোন পর্বত ভাঙতে আমরা কতটা সক্ষম তা প্রকাশ করার জ্বালানী হিসেবে কাজ করে।
আপনার দুঃখকে দুর্দান্ত সুখের দরজা হিসেবে দেখুন।
(সবসময়) আপনার মাথা উপরে এবং কখনও নিচে নয়
সুতরাং স্বপ্ন, প্রকল্প এসবের উপর মনযোগ দিন এবং লড়াই করুন।
আমার সর্বশেষ চ্যানেলটির গ্রাহক হোন