গ্লোবাল ভয়েসেস সামিট ২০১৫ এর ঘোষণা: জানুয়ারীর ২৪-২৫ তারিখে আমরা আসছি ফিলিপাইনের সেবুতে!

Cebu's Provincial Capitol, venue for the 2015 Global Voices Summit on January 24-25

সেবুর প্রাদেশিক আইনসভা, যেখানে আগামী জানুয়ারি মাসের ২৪-২৫ তারিখে গ্লোবাল ভয়েসেস সামিট ২০১৫ অনুষ্ঠিত হবে। ছবিঃ মাইক গোঞ্জালে। সিসি বাই-এসএ ৩.০

আমরা রোমাঞ্চের সাথে ঘোষণা করছি যে আগামী জানুয়ারী মাসের ২৪-২৫ তারিখে ফিলিপাইনের সেবু শহরে গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

প্রথমবারের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের কোন সামিট অনুষ্ঠিত হচ্ছে। এটি হবে গ্লোবাল ভয়েসেসের ষষ্ঠ সিটিজেন মিডিয়া সামিট যেখানে আমরা দুই দিন ধরে সেবু শহরের মধ্যে সেবু প্রাদেশিক আইনসভা ভবনে নাগরিক মিডিয়ার অবস্থা, ইন্টারনেট এবং অনলাইনে অংশগ্রহণ সম্পর্কে ব্লগার, কর্মী এবং প্রযুক্তিবিদদের সঙ্গে এক পাবলিক কথোপকথন ও কর্মশালার জন্য মিলিত হব। পূর্বের সব সামিটের মত ২০১৫ সালের এই সামিটটি হবে শেখার এবং একটি অবিশ্বাস্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তা ভাগাভাগি করে নেওয়ার একটি বড় রকমের সুযোগ।

ইভেন্ট, নিবন্ধন তথ্যের বিস্তারিত বিবরণ এবং আরও অনেক কিছু জানতে আগামী সপ্তাহে সামিটের ওয়েব সাইট উদ্বোধনের জন্য অপেক্ষা করুন এবং –  তারিখটি সংরক্ষণ করুন!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .