
স্ত্রী ও কন্যার সাথে অ্যালেক্স সোডিকভ। ছবিটি www.freesodiqov.org এর মাধ্যমে শেয়ার করা হয়েছে।
এই পোস্টটি আমাদের প্রচারাভিযান #আলেক্সসোডিকভকেমুক্তিদাওঃ তাজিকিস্তানে কারাবন্দী জিভি লেখক এর একটি অংশ।
গ্লোবাল ভয়েসেস আপনাদের জানাতে পেড়ে বেশ শিহরিত যে গ্লোবাল ভয়েসেসের লেখক এবং আমাদের কেন্দ্রীয় এশিয়ার সাবেক সম্পাদক আলেকজান্ডার সোডিকভ টরন্টোতে পৌঁছেছেন। সেখানে তিনি কানাডাতে একজন শিক্ষার্থী হিসেবে যোগ দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে প্রস্তুত। আলেক্স বুধবারে টরন্টোর উদ্দেশ্যে যাত্রা করেন। আজ তিনি তাঁর স্ত্রী মুশাররাফ এবং মেয়ে এরিকাকে নিয়ে সেখানে এসে পৌঁছেন।
সেখানে তিনি ডঃ এডওয়ার্ড স্কাটের তত্ত্বাবধানে টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধীনে তাঁর পিএইচডি ডিগ্রীর পড়াশুনা চালিয়ে যাবেন। ডঃ এডওয়ার্ড স্কাটও আলেক্সসোডিকভকেমুক্তকর প্রচারাভিযানে জন হিদারশয়ের পাশাপাশি থেকে সহযোগিতা করেছেন।
স্কাট ফেসবুকে একটি বার্তা শেয়ার করেছেন, যার কথাগুলো অনেকটা এই রকমঃ
জন হিদারশ এবং আমি অত্যন্ত আনন্দিত যে এখন আলেকজান্ডার সোডিকভ, মুশাররাফ সোডিকভা এবং মেয়ে এরিকা আবার টরন্টোতে ফিরে আসতে পেরেছেন! তাকে ফিরে আসার অনুমতি দিতে কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। অনুরোধটি অনুমোদন দেয়া হয়েছে। নিয়মানুযায়ী আলেকজান্ডার এখনও তদন্তের অধীন আছেন। তবে সত্যি বলতে কি, তাজিক কর্তৃপক্ষ তাকে দেশের বাইরে ভ্রমণের জন্য উপযুক্ত মনে করেই এ সিদ্ধান্ত নিয়েছে। তারা তাকে মুক্তি দেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে রাজী করাতেও পরামর্শ দিয়েছে। আমরা সে সব ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, যারা জনসম্মুখে আলেকজান্ডারের জন্য সুপারিশ করেছেন এবং তাঁর জন্য ব্যক্তিগতভাবে কাজ করেছেন। যেন তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে তাঁর পিএইচডি পড়াশুনা শেষ করতে ফিরে আসতে পারেন। আপনি কল্পনা করতে পারবেন না, এই সময়টি তাদের সবার জন্য কতোটা কঠিন ছিল। যেখানে একজন আশা করছেন যে টরন্টোতে ফিরে যেতে পারলে তাঁর জীবনে এক ক্রান্তিকাল অতিক্রম করা সম্ভব হবে। কেননা কেউ আর তাঁর কাজের জন্য তাকে সন্দেহ করবেন না। দয়া করে তাদের এই ফিরে আসাকে স্বাগত জানান। তবে অনুগ্রহ করে তাদের জীবনে গোপনীয়তার প্রয়োজনীয়তাকেও একটু শ্রদ্ধা করবেন।
সম্পূর্ন রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত তাজিকিস্তানের খরগ শহরে শিক্ষা বিষয়ক গবেষণা কাজ পরিচালনার সময় গত ১৬ জুন তারিখে তাকে গ্রেপ্তার করা হয়। আলেক্স গত ২২ জুলাই জিকেএনবির (সাবেক কেজিবি) মাধ্যমে বন্দী অবস্থা থেকে মুক্তি পান। একজন তাজিক ব্লগার তাজিক সরকারের অভ্যন্তরে তবু যখন তাজিক কর্তৃপক্ষ ১৯ আগস্ট তারিখে তাদের অপরাধী বিষয়ক তদন্তের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেন, তখন তাঁর কপালে গভীর চিন্তার ভাজ পড়ে।
যেহেতু স্কাটের পোস্ট করা অভিযোগ নোট এখনও আনুষ্ঠানিকভাবে দেয়া হয়নি, তবে আলেক্স, মুশাররাফ এবং এরিকার ভয় এবং অত্যন্ত মানসিক চাপের একটি গ্রীষ্ম কাটানোর পর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ক্ষেত্রে এটি একটি সম্ভাবনা হয়ে উদয় হয়েছে। তাই আলেক্স, মুশাররাফ এবং এরিকার জন্য এটি একটি নতুন জীবন বলে মনে হচ্ছে।
সোডিকভের জন্য ১৬ জুলাই তারিখে বিশ্বের বিভিন্ন স্থানে রাত জেগে প্রার্থনা করার কয়েকটি ছবি নিচে দেয়া হলঃ