Sderot cinema. Israelis bringing chairs 2 hilltop in sderot 2 watch latest from Gaza. Clapping when blasts are heard. pic.twitter.com/WYZquV62O7
— Allan Sørensen (@allansorensen72) July 9, 2014
সডেরটে সিনেমা দেখা চলছে। গাজার সর্বশেষ দুরবস্থা দেখতে সডেরটের পাহাড় চূড়ায় ইজরায়েলের জনগণ উঠে এসেছে। গাজায় বিস্ফোরণের শব্দ শোনামাত্র তাঁরা হাত তালিতে মেতে উঠছে।
ডেনিশ সাংবাদিক অ্যালান সোরেন্সন টুইটারে এই ছবিটি পোস্ট করেছেন, যেখানে অধিবাসীদের গাজার উপর বোমাবর্ষণ করা পর্যবেক্ষণ এবং উদযাপন করতে দেখা যাচ্ছে।
ইসরায়েলি শহর সডেরটের একটি পাহাড়ের চূড়া থেকে (৯ জুলাই) গত বুধবার রাতে ছবিগুলো তুলেছেন বলে সোরেন্সন নিশ্চিত করেছেন।
সোরেন্সন হচ্ছেন ডেনিশ সংবাদপত্র ক্রিস্টেলাইট ডাগব্লাড এর মধ্যপ্রাচ্য সংবাদদাতা।
টেলিগ্রাফের মত কিছু পশ্চিমা সংবাদমাধ্যম বলছে, গাজা থেকে নিক্ষেপিত মিসাইল ও রকেটের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে সডেরট। সোরেন্সনের এই ছবি গ্রহণের সময় গত ৯ জুন তারিখে টেলিগ্রাফে প্রকাশিত “ইসরায়েলের সম্মুখ শহর সডেরট মিসাইলের আঘাতে বিধ্বস্ত” নিবন্ধে বলা হয়েছে, “গাজা থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত ‘রকেটের শহর’ এর অধিবাসীরা মিসাইল গোলাবর্ষণের ভীতিকর বর্ণনা দিয়েছেন।”
সডেরটের জনসংখ্যা ২৪,০০০ জন এবং শহরটি পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
এই সপ্তাহের প্রথম দিকে ইসরাইল গাজার বিরুদ্ধে ব্যাপক “অপারেশন ডিফেন্সিভ এজ” চালু করেছে, যার ফলে এ পর্যন্ত ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশীর ভাগই নারী ও শিশু। ২০০৭ সাল থেকে এ অঞ্চল শাসন করা হামাস গাজা থেকে ইজরায়েলে মিসাইল হামলা করেছে। জুলাই এর তারিখে ইসরাইলী কর্মকর্তারা রিপোর্ট করেছেন, এতে কোন ইজরায়েলি নিহত হননি। যুক্তরাষ্ট্রের সাহায়তায় তৈরি আইরন ডোম বায়বীয় প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইসরাইলে আসা বেশিরভাগ রকেটেই কোন গুরুতর ক্ষতি হয়নি। গার্ডিয়ান অনুযায়ী, প্রতিরক্ষা ব্যবস্থাটি এ পর্যন্ত অন্তত ৭০ টি প্রজেক্টাইলকে রূদ্ধ করেছে।