হংকং-এ ৫০০'রও বেশি মানুষ কেন অবস্থান করে গ্রেপ্তার হতে উৎসুক

২রা জুলাইয়ের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ গ্রেপ্তার করার অপেক্ষায় চেটার রোডের প্রতিবাদী মানুষেরা। inmediahk.net থেকে প্রাপ্ত ফটো। অবাণিজ্যিক ব্যবহারের জন্য।

২রা জুলাইয়ের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ গ্রেপ্তার করার অপেক্ষায় চেটার রোডের প্রতিবাদী মানুষেরা। ইনমিডিয়াএইচকে.নেট (inmediahk.net) থেকে প্রাপ্ত ফটো। অবাণিজ্যিক ব্যবহারের জন্য।

গত সপ্তাহে ইঞ্জিনিয়ার আহ টো হংকং-এর কেন্দ্রে শান্তিপূর্ণ অবস্থানে যোগদান করেছিলেন এই দাবি জানিয়ে যে চীন যেন তাদের শহরের নেতা মনোনয়ন করার অধিকার দেয়। তার পূর্বে কোন অপরাধমূলক ইতিহাস না থাকলেও তখন তিনি জানতেন যে তার গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি নিজেকে জিজ্ঞাসা ও করেছিলেন যে এমন একটা প্রতিবাদ যেটা প্রমাণ মাপেরও নয়, আর ভবিষ্যতের একটা বৃহত্তর প্রতিবাদের মহড়া মাত্র, সেটার জন্য একটা ভাল চাকরি আর নিজের ভবিষ্যতকে ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হচ্ছে কিনা।

তখনি তিনি পিছনে একটি মেয়েকে ফোনে জোরে কথা বলতে শুনছিলেন। এরপর যেটা হয়েছিল সেটার বিবরণ তিনি ফেসবুকের একটা পোস্টে দিয়েছেন যা তার অনুমতি নিয়ে নাগরিক মাধ্যম মঞ্চ ইনমিডিয়াএইচকে.নেট (inmediahk.net)-এ পুনর্মুদ্রিত হয়েছে:

咁上下又聽到幾行後嘅果個女仔用爆大聲嘅語氣對住個電話「我又唔係為自己又唔係去玩, 我係為香港呀!!」 之後cut 左線。我見到附近啲人都好似眼濕濕咁。其實係我眼濕濕咁。最怕嘅未必係俾人拉俾人政治檢控,而係怕屋企人擔心難過。

“আমি এটা আমার জন্য করছি না, আমার মজা হচ্ছে না, আমি এটা হংকং-এর জন্য করছি!!” এরপর সে ফোনটা কেটে দিয়েছিল। আমার চারদিকের মানুষের চোখে জল ছিল, আসলে আমার চোখেও জল ছিল। আমি গ্রেপ্তার হবো বা আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা করা হবে সেটা আমার সবচেয়ে বড় ভয় নয়, আমার ভয় হল আমার পরিবার আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে।  

২রা জুলাইয়ের ভোরে সেই অবস্থানের দরুন আহ টো সহ পাঁচশ এগারো জন মানুষ গ্রেপ্তার হয়েছিলেন। উনি বলেছেন যে ওনাকে  বেআইনি জমায়েতে অংশগ্রহণ এবং সার্বজনীন স্থানে বাধা সৃষ্টি করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল।

এই অবস্থানের ঠিক আগে, ১লা জুলাই, প্রাক্তন ব্রিটিশ কলোনি হংকং-এর ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তরিত হওয়ার বার্ষিকীতে পাঁচ লক্ষ হংকংবাসী মিছিলে সামিল হয়েছিলেন  । চীন হংকং কে কথা দিয়েছিল যে ২০১৭ সালে পরবর্তী মুখ্য আধিকারিককে কমিটি দ্বারা নির্বাচন করার পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে, কিন্তু এখনো চীন জোর দিচ্ছে যে একটা কমিটি প্রার্থীদের মনোনয়ন করবে। 

হংকং সরকার পূর্ব-নির্বাচিত প্রার্থী মুক্ত রাজনৈতিক সংস্কার প্রস্তাব পেশ করতে ব্যর্থ হলে, শান্তিপূর্ণ ভাবে শহরের কেন্দ্রীয় জেলা দখল করার পরিকল্পনাকারী শান্তি আর ভালবাসার সঙ্গে সেন্ট্রাল দখল দলের এই অবস্থানকে তাদের বৃহত্তর প্রতিবাদ পরিকল্পনার মহড়া হিসাবে দেখছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সকলকে মুক্তি দেওয়া হয়েছে এবং কিছু ব্যক্তি জামিনে ছাড়া পেয়েছেন যারা পরবর্তী মামলার জন্য অপেক্ষা করছেন। গত কয়েক দিনে আহ টো-র মত বেশ কিছু মানুষ ফেসবুকে তাদের ব্যক্তিগত কাহিনী জানিয়েছেন। তিনি তার জীবন্ত ভাষ্যে তার চারধারে যারা ছিলেন তাদের বর্ণনা দিয়েছেন। তার বাঁ পাশে ছিলেন একজন ১ বছরের শিশুর পিতা যিনি বলেছিলেন,  “আমি আমার ছেলের জন্য এখানে এসেছি।”  ওনার ডান পাশে ছিলেন পঞ্চাশ বছর বয়সের এক ব্যক্তি যিনি জানিয়েছিলেন যে উনি এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য চীনের শেনঝেন থেকে হংকং-এ এসেছেন। 

আহ জোর দিয়ে জানিয়েছেন যে সমাজের সব শ্রেণীর মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন: 

我唔係咩資深社運人士,亦無參加過咩組織。 我只係想講今次俾人拉左嘅,其實好多都唔係啲 超級熱血社運份子。請唔好覺得俾人拉呢班友係怪獸/痴線佬,亦唔好覺得佢哋係英雄。其實大家都係好普通好普通嘅香港市民,可能係學生,可能返緊工,俾人拉完仲要諗辦法打返公司請病假,之後擔心個樣上左電視俾老闆發覺俾人炒。我想講嘅係其實社運並唔係大家想像中咁遙遠嘅。 只要大家有果個心,無需預演,無需準備,一齊坐底,你就已經係一個社運人士。

আমি যেটা বলতে চাইছি সেটা হল গ্রেপ্তার হওয়া বহু মানুষই গোঁড়া সক্রিয়তাবাদী নন। দয়া করে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের দৈত্য বা পাগলের দলে ফেলবেন না, কিন্তু তারা বীরও নন। তারা আসলে হংকং-এর অত্যন্ত সাধারণ নাগরিক, ছাত্র বা অফিস কর্মী। গ্রেপ্তার করা হলে তাদের অফিসে কল করে অসুস্থতার জন্য ছুটি নিতে হয়েছে। আর তাঁরা চিন্তায় আছেন যে যখন তাদের মুখগুলো টিভি-তে দেখানো হবে তখন তাদের মনিবরা তাদের বরখাস্ত করার অজুহাত পেয়ে যাবেন। কিন্তু আমি এটাও বলতে চাই যে সামাজিক আন্দোলন আমাদের নাগালের বাইরের কোন জিনিষ নয়। সেটার জন্য যেটা চাই সেটা হল হৃদয়। কোনও মহড়া, কোনও প্রস্তুতির প্রয়োজন নেই। আপনি অবস্থানে বসা মানেই আপনি একজন সক্রিয়তাবাদী।

সাইকেডেলিক নোমাড নামের একটা স্বাধীন শিল্পকলা গোষ্ঠী সেন্ট্রাল দখলের ওপর একটা ১৫ মিনিটের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র বানিয়েছে এবং হংকং-এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে মতামত জানার জন্য বেশ কয়েক জন প্রতিবাদী মানুষের সাক্ষাৎকার নিয়েছে। 

যদিও বেইজিং ভক্ত রাজনীতিবিদ এবং সমর্থকরা বলে চলেছেন যে মনোনয়ন ক্ষমতা একটা মনোনয়ন কমিটিতে সীমাবদ্ধ রাখার চীনের যে সিদ্ধান্ত সেটা সেন্ট্রাল দখল বদলাতে পারবে না, তবুও আহ টো এবং তার প্রজন্ম এত সহজে হাল ছাড়বেন না। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .