‘অভিবাসী কর্মীদের টাস্ক ফোর্স (এমডাবলুটিএফ)’ হচ্ছে অভিবাসী শ্রমিক সহ লেবানিজ এবং আন্তর্জাতিক কর্মীদের সমন্বয়ে গঠিত লেবাননের একটি এনজিও। এই এনজিওটি #স্টপকাফালা হ্যাশট্যাগের মাধ্যমে কুখ্যাত কাফালা (বা “জামিনদার”) পদ্ধতিকে মোকাবেলা করার জন্য একটি প্রচারণা চালু করেছে। এই প্রচারণায় শিক্ষার্থী (অভিবাসী) এবং শিক্ষক (লেবানিজ, অভিবাসী এবং আন্তর্জাতিক কর্মী) তাদের বার্তা সম্বলিত ফরাসি, আরবি অথবা ইংরেজি ভাষায় একটি প্রতীক ধারণ করেছেন। এই চিত্রধারণ অল্টসিটি হামরাতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে এমডাবলুটিএফ প্রতি রবিবার (তাদের বন্ধের দিন) অভিবাসী শ্রমিকদের বিনামূল্যে সাপ্তাহিক ইংরেজি এবং ফরাসি ক্লাস নিয়ে থাকে।
তাদের ফেসবুক পাতায়, তারা লিখেছে:
৪র্থ বার্ষিক শ্রমিক দিবস উদযাপন ও ফাই শি ঘালাট [কিছু ভুল আছে] প্রচারণার সমর্থনে, আমাদের ছাত্র এবং শিক্ষকরা গত ৪ মে তারিখে প্যারেডের জন্য তাদের নিজস্ব ব্যানার প্রস্তুত করেছেন। তারা সবাই মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী এই জামিনদার (কাফালা) সিস্টেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, অভিবাসী শ্রমিকরা প্রতিনিয়ত যার সম্মুখীন হন।
পূর্বে উল্লেখিত বার্ষিক শ্রমিক দিবস উদযাপন (ইভেন্ট লিংক) শ্রম দিবস উদযাপনের একটি বার্ষিক অনুষ্ঠান। এমডাবলুটিএফ এর সমর্থনে লেবাননের চারটি সুপরিচিত এনজিও অনুষ্ঠানটির আয়োজন করে। চারটি প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ফাই শি ঘালাত (“কিছু একটা সমস্যা আছে”), কাফা (পর্যাপ্ত), বর্ণবাদ বিরোধী আন্দোলন (এআরএম) এবং কারিতাস লেবানন অভিবাসী কেন্দ্র।
বার্তাটি কর্মের জন্য আহ্বান দ্বারা অনুসৃত:
আপনার পোস্ট করা ছবি এবং পোস্টে #স্টপকাফালা হ্যাশটাগ ব্যবহার করে এবং দৈনিক ভিত্তিতে লেবাননে ঘটে যাওয়া কাফালা সিস্টেম বা অভিবাসী কর্মীদের অধিকার হরণ সম্পর্কে আপনার নিজস্ব বার্তার সঙ্গে আপনার নিজস্ব মতামত পোস্ট করে আমাদের সাথে যোগ দিন।
এখানে কয়েকটি উদাহরণ রয়েছে। আপনি এখানে পুরো প্রচারণা দেখতে পারেন।