[উল্লেখ ছাড়া সকল লিঙ্ক স্প্যানিশ ভাষার ওয়েবপেজ নির্দেশ করে]
মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪-এ, ৮.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প চিলির উত্তরে এবং পেরুর দক্ষিণে, এবং একই সাথে প্রতিবেশী বলিভিয়ায় আঘাত হানে, যার কারণে উপকূল এলাকায় সুনামি সঙ্কেত জারী করা হয়।
এই ঘটনায় চিলিতে ছয় জন নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে পেরুর এক নাগরিক রয়েছে। পেরুতে এই ভূমিকম্পে সেই তিনটি শহরে উল্লেখযোগ্য কোন ক্ষতি হয়নি, যেগুলোতে সবচেয়ে জোরালো ভাবে ভূকম্প অনুভূত হয়, এই শহর তিনটি হচ্ছে টাকনা, মোকুইয়েগুয়া এবং আরেকুইপা।
ভূকম্প এবং পরবর্তী সময় পেরুর নাগরিকরা টুইট করেছে। সেখানে কয়েকজন জানাচ্ছে যে, বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার কারণে টাকনা শহরে বিদ্যুৎ ছিল না:
En la ciudad de #Tacna se sintió fuerte el movimiento, la ciudad esta sin energía eléctrica #AlertaNoticias
— Danitza Lawless (@danitza_pf) April 2, 2014
টাকনা শহরে প্রবল ভূকম্প অনুভূত হয়েছিল, শহরটি এখন বিদ্যুত বিহীন অবস্থায় রয়েছে।
লা লিনটেরনা রেডিওর সংবাদ এই বিষয়ে আরো বিস্তারিত সংবাদ প্রদান করেছে:
Reporte desde #Tacna a raíz del fuerte sismo que se ha sentido hace instantes https://t.co/WsgiyWVooG
— La Linterna Radio (@LalinternaP) April 2, 2014
টাকনা থেকে সংবাদ এসেছে, কয়েক সেকেন্ড আগে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে।
সংবাদ পাওয়া গেছে, মোকুইয়েগুয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং সেখানে কোন মোবাইল ফোন সেবা পাওয়া যাচ্ছে না:
Regiones Tacna y Moquegua sin luz. Servicios de telefonía celular de Movistar y Claro se han caido tras terremoto… http://t.co/l2J5EiECHW
— Pulso Noticias GG (@pulsonoticias_G) April 2, 2014
টাকনা এবং মোকুইয়েগুয়ায় কোন বিদ্যুৎ নেই। ভূকম্পনের পর মুভিস্টার এবং ক্লারো মোবাইল ফোনের সেবা বন্ধ রয়েছে।…
চিলি থেকে সংবাদ এসেছে সেখানকার শহরগুলো খালি করে দেওয়া হয় এবং সাথে সাথে উত্তর উপকূলে সম্ভাব্য সুনামির শঙ্কা দেখা দেয়।
LO ÚLTIMO – Evacuación en el norte de Chile se realiza con tranquilidad, según reporta corresponsal en Arica. pic.twitter.com/2Rm7qgKPqb
— 24 Horas (@24HorasTVN) April 2, 2014
সাম্প্রতিক সংবাদ- আরিকার সংবাদদাতার দেওয়া সংবাদ অনুসারে উত্তর চিলিতে ঘরসমূহ খালি করার কাজ নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হয়েছে।
EN FOTOS: Así se evacuan las costas de Chile ante Alarma de Tsunami: http://t.co/pr3wv1hlQB pic.twitter.com/uSYH8KTwYB
— 24 Horas (@24HorasTVN) April 2, 2014
ছবি: সুনামি সতর্কতার কারণে যে ভাবে উপকূলীয় এলাকা খালি করে দেওয়া হয়।
একই ভাবে, পেরুর দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি শহরে ঘর থেকে বের হয়ে আসার নির্দেশ প্রদান করা হয়:
URGENTE: Ordenan evacuación de costa sur peruana: Arequipa, Ica, Tacna #Tsunami #Terremoto
— Ferjok Josp (@Ferjosp) April 2, 2014
জরুরী:পেরুর উপকূলীয় এলাকা আরেকুইপা, আইকা, টাকনায় এলাকা খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে
URGENTE – SISMO EN CHILE: Autoridades de Perú le dicen a la agencia AFP que se está evacuando a población en el sur del país.
— World News Update (@AlertaNews24) April 2, 2014
জরুরী –চিলিতে ভূমিকম্প: এএফপিকে পেরুর কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটির দক্ষিণের নাগরিকদের এলাকা খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
URGENTE – SISMO EN CHILE: Cerrados accesos a Costa Verde desde San Miguel, Magdalena, San Isidro, Miraflores y Barranco en Lima.
— World News Update (@AlertaNews24) April 2, 2014
জরুরী –চিলিতে ভূমিকম্প: কোস্টা ভের্দা [লিমার উপকূলীয় এলাকা] থেকে সান মুগুয়েল, মাগদালেনা, সান ইসিদ্রো, মিরাফ্লোরেস এবং লিমার বারানকো যোগাযোগ বিছিন্ন।
দক্ষিণ পেরুর ইলো এবং টাকনায় প্রথম সুনামির ঢেউ-এর আঘাত হানার সংবাদ পাওয়া গেছে:
Olas de Tsunami llegan a La Punta Callao a las 8:31 pm, Ica 7:39, a Tacna y Moquegua ya están llegando
— Patricio Valderrama (@patriciov) April 2, 2014
লা পুনটা কোলোয়ায় সন্ধ্যা ৮.৩১ মিনিট, ইকাতে সন্ধ্যা ৭.৩৯ মিনিটে সুনামি আঘাত হেনেছে। টানকা এবং মোকুইয়েগুয়াতে ইতোমধ্যে সুনামি আঘাত হেনেছে।
এদিকে ইতোমধ্যে চিলিতে ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হবার সংবাদ পাওয়া গেছে।:
#CHILE: Al menos 5 réplicas de 5 grados tras el fuerte terremoto. Estos son los países con alerta de #tsunami: pic.twitter.com/9oKaJKsGVY
— C5N (@C5N) April 2, 2014
চিলি: শক্তিশালী এক ভুমিকম্পের পর ৫ মাত্রার এক কম্পন অনুভূত হয়েছে। বেশ কিছু দেশে সুনামি সতর্কতা জারী করেছে