[গল্প তৈরি] কুর্দিস্তানের স্বাধীন মিডিয়া সেন্টারের মুস্তাফা এল-আনি

রাইজিং ভয়েসেস গত ২৮-৩০ জানুয়ারী, ২০১৪ তারিখে জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত গল্প তৈরির শিবিরে [স্টোরিমেকার ক্যাম্প] অংশ নেয়। প্রকল্পটির একটি অংশীদার হিসাবে অ্যাপ্লিকেশন উন্নয়নে ও প্রশিক্ষণ এবং পরামর্শ প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণকারী মূল কর্মীদের সঙ্গে এটি ছিল সাক্ষাতের একটি সুযোগ।

এছাড়াও দলটি মিশর, তিউনিশিয়া, মরোক্কো এবং ইরাকের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রের সাথে অন্তর্ভুক্ত, যারা প্রাথমিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করে থাকে।

প্রশিক্ষণ কর্মশালাটি ইরাকের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সেন্টার কুর্দিস্তানে (আইএমসিকে) অনুষ্ঠিত হয়েছে, যেটি সারা দেশ থেকে সাংবাদিকদের প্রশিক্ষণের আহ্বান করে থাকেঃ  

LOGO_IMCK

.. সংবাদপত্রের সম্পাদক এবং টিভি স্টেশন ব্যবস্থাপনার জন্য উপদেষ্টা, সংবাদপত্র সাইটের জন্য ইন্টারনেট কোর্স করার পরামর্শ, আলোকচিত্রী ও রাজনীতিবিদদের জন্য মিডিয়া প্রশিক্ষণের জন্য কর্মশালা। ইরাকের গণতন্ত্র বিকাশে দেশটির মিডিয়ার মান উন্নতির লক্ষে ২০০৮ সালের মে মাসে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সেন্টার কুর্দিস্তান স্থাপিত হয়। আইএমসিকে প্রধানত ইরাকি কুর্দিস্তানে দলীয় এবং স্বাধীন উভয় সব ধরণের মিডিয়ার সাথে কাজ করে। বিদ্যমান মিডিয়াগুলোর গুণগতমান, সাংবাদিকতার মান ও ইরাকি কুর্দিস্তান ও ইরাকে সমগ্র মিডিয়ার মান বৃদ্ধিতে আইএমসিকে কঠোর পরিশ্রম করে থাকে। আইএমসিকের লক্ষ্য হচ্ছে, ইরাকে মানুষের জন্য নাগরিক সাংবাদিকতা বা প্রতিবেদন তৈরি করা। 

গল্প তৈরির কর্মশালায় আমরা আইএমসিকের একজন সমন্বয়কারী মুস্তাফা এল-আনি এর সাথে কথা বলার সুযোগ পেয়েছি। তিনি ইরাকে প্রশিক্ষণ চালানোর কিছু চ্যালেঞ্জ এবং প্রশিক্ষণগুলো থেকে পাওয়া কিছু গল্প সম্পর্কে আলোচনা করেছেন। 

ফেসবুকে আইএমসিকেকে অনুসরণ করুন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .