একটি খসড়া “সন্ত্রাসবাদ বিরোধী” আইন কার্যকর হলেই মিশরে নতুন করে তদন্তের অধীনে ইন্টারনেটের অন্য সাইটগুলোর মধ্যে ফেসবুকও অন্তর্ভুক্ত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা এই খসড়া আইনটি বিচারবিষয়ক মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, যা আবার ঘুরে অনুসমর্থনের জন্য মন্ত্রিপরিষদে যাবে। খসড়া আইনটিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদে প্ররোচিত করা ইন্টারনেট সাইটগুলোকে সেন্সর করা হতে পারে। এর মধ্যে জনপ্রিয় ইন্টারনেট সাইট ফেসবুকও রয়েছে, যেটি ক্রমবর্ধমানভাবে ভিন্নমত পোষণকারী মিশরীয়দের মধ্যে একটি চ্যানেলে পরিণত হয়েছে।
আরব দৈনিক আল শেরক এর মতে [আরবি ভাষায়]:
تضمن مشروع قانون «مكافحة الإرهاب» المرسل من وزارة الداخلية للعدل، قبل إرساله إلى مجلس الوزراء، لإقراره، ولأول مرة موادَّ جديدة لضمان فرض السيطرة على الجرائم «الإرهابية» بشكل أكثر شمولًا من مواد قانون العقوبات، بداية من فرض الرقابة اللازمة على مواقع فيسبوك والإنترنت؛ لمنع استخدامها في الأغراض «الإرهابية» المنصوص عليها
সন্ত্রাসবাদ বিরোধী আইনটি মন্ত্রিপরিষদের অনুমোদনের আগেই প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি বিচারবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে। নতুন আইনে “সন্ত্রাসবাদ” অপরাধের উপর ব্যাপক ভাবে নিয়ন্ত্রণের নিশ্চয়তা রয়েছে, যা ফেসবুক এবং ইন্টারনেট পর্যবেক্ষণ দিয়ে শুরু হবে। সেগুলো যাতে সন্ত্রাসের উদ্দেশ্যে ব্যবহার করা না হয়, সেটাই এই আইনের মূল লক্ষ।
মিশরীয় ব্লগার রামি ইয়াকুব নোট লিখেছেন:
First implementation of article 31 of #Egypt‘s new constitution seen in Anti-terror law bill, proposes monitoring Facebook, blocking sites.
— Ramy Yaacoub (@RamyYaacoub) January 31, 2014
মিশরের নতুন সংবিধানের ৩১ নম্বর অনুচ্ছেদের প্রথম বাস্তবায়ন হচ্ছে সন্ত্রাসবাদ বিরোধী আইন বিলটিতে, যেটিতে ইন্টারনেট সাইট ব্লক করা, ফেসবুক নিরীক্ষণের মত প্রস্তাব করা হয়েছে।
তিনি আরও বলেনঃ
This is becoming ridiculous. There needs to be an international treaty that governs the sanctity of private communication.
— Ramy Yaacoub (@RamyYaacoub) January 31, 2014
ব্যাপারটি হাস্যকর হয়ে উঠছে। ব্যক্তিগত যোগাযোগের পবিত্রতা নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক চুক্তি প্রয়োজন।
ঔপন্যাসিক এজেদিন চউক্রি ফিসের বলেছেন, নতুন বিলটি সন্ত্রাসবাদকে বেশী প্রভাবিত করবে:
الف مبروك يامصر: الإضرار بالبيئة أصبح عمل ارهابي (عوضنا على الله في 3/4 الشعب) — نص مشروع قانون «مكافحة الإرهاب» http://t.co/5yZ6jHsHHA
— C. Fishere شكري فشير (@EzzedineCF) January 30, 2014
অভিনন্দন মিশর! পরিবেশ রক্ষা এখন একটি সন্ত্রাসবাদ আইনে পরিণত হয়েছে।
এবং মাই এল-সাদানি উপসংহার টেনে বলেছেন:
2. New anti-terrorism draft law will incorporate internet and social media monitoring [aka, spying]. #Egypt
— Mai El-Sadany (@maitelsadany) January 29, 2014
নতুন সন্ত্রাসবিরোধী খসড়া আইনটি ইন্টারনেট এবং সামাজিক মিডিয়া পর্যবেক্ষণে [ওরফে, গুপ্তচরবৃত্তি] নিগমবদ্ধ হবে।