উগান্ডার কাম্পালায় গ্লোবাল ভয়েসেস আড্ডা

gv-meetup-logo-gvmeetup-400

আমাদের তৃতীয় গ্লোবাল ভয়েসেস আড্ডা আসছে ২৩ নভেম্বর, ২০১৩ তারিখে উগান্ডার কাম্পালায় হাইভ কোলাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সমাবেশটি বিশেষত উগান্ডা জুড়ে ছড়িয়ে থেকে শত শত রাইজিং ভয়েসেস মাইগ্রান্ট আবেদনকারীদের লক্ষ করে পরিকল্পনা করা হয়েছে। গত তিন বছর ধরে পূর্ব আফ্রিকা থেকে আমরা যে আবেদনপত্র পেয়েছি, তাঁর মধ্যে অধিকাংশই উগান্ডার বিভিন্ন জায়গা থেকে করা করেছে। এই সমাবেশ আমাদের মধ্যকার সংযোগ আরও সহজতর করতে সহায়তা করবে বলে আমরা আশা করি।

এই সমাবেশটি এই সম্প্রদায়ের অনেক সদস্যদের তাদের অভিজ্ঞতা শেয়ার করতে একই মঞ্চে তুলে আনবে এবং একই সুবিধা বা লক্ষের অন্যদের মধ্যে সংযোগ সহজতর করতে সাহায্য করবে। আমাদের সম্প্রদায়ের দুই জন সদস্য মাউরিন আজেনা (@মাউরিনআজেনা) এবং রসবেল (@রসবেলকে) এর আতিথেয়তায় ও সেই সাথে অন্য জিভি স্বেচ্ছাসেবকদের আয়োজনে সমাবেশটি নিম্নোক্ত বিষয়গুলোতে দৃষ্টিপাত করবেঃ  

  • গ্লোবাল ভয়েসেস, রাইজিং ভয়েসেস, অ্যাডভোকেসি এবং লিঙ্গুয়ার কাজের ব্যাখ্যা এবং কিভাবে উগান্ডার সম্প্রদায় এতে জড়িত হতে পারেন।
  • স্থানীয় সম্প্রদায় যাতে দক্ষতা এবং সম্পদ ভাগাভাগির মাধ্যমে ও প্রকল্প এবং ধারণার আলোচনা করে একে অপরকে সমর্থন করতে পারে তাঁর নতুন নতুন উপায় অনুসন্ধান করা।
  • অংশগ্রহণকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি তাদের কাজে সামাজিক মিডিয়া কীভাবে ব্যবহৃত হতে পারে সে ব্যাপারে আলোচনা করা।

যেহেতু, এই সমাবেশটি প্রাথমিকভাবে গত মাইক্রোগ্রান্ট আবেদনকারীদের লক্ষ করে আয়োজন করা হয়েছে, সেহেতু এই গ্রুপকেই প্রাথম দিকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল এবং সবগুলো আসনই পূর্ণ হয়ে গেছে।  

#জিভিমিটআপ হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারের মাধ্যমে ইভেন্টটি আপনি অনুসরণ করতে পারেন। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে যোগাযোগ করুন: রাইজিং [অ্যাট] গ্লোবালভয়েসেসঅনলাইন.অর্গ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .