বৃষ্টিতে ভেসে গেল সৌদি আরবের রাজধানী রিয়াদ

সৌদি আরবের রাজধানী রিয়াদের অধিবাসীরা এই প্রথম গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় খুশি হয়েছেন। এই গুড়ি গুড়ি বৃষ্টি শনিবার বিকেল (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে। কয়েক ঘন্টা পরে এটি আর উপভোগ্য থাকেনি, বরং বৃষ্টিতে যখন শহর ভেসে যায় তখন সবাই ভীত হয়ে পড়ে।

গতকাল শেয়ার করা বন্যার কিছু ছবি এবং টুইট এখানে দেয়া হল। অনেকেই মন্তব্য করেছেন, কীভাবে সৌদি আরবের মতো একটি ধনী রাষ্ট্রে এমনতর দূর্বল অবকাঠামো থাকতে পারে, যে অবকাঠামো বৃষ্টিকে সামলাতে পারে না।

আজ বিকেলে #রিয়াদের আল-ফাইসালিয়া টাওয়ারের অপর বজ্রপাতের আঘাত করার #ভিডিও।   

এখন…রিয়াদে…বজ্রপাত এবং বৃষ্টি

 

উত্তর দিকের রিং রোডে প্রায় এক ঘন্টা ধরে #রিয়াদরেইন আটকে আছে। #রিয়াদ কেন এই সামান্য পরিমাণ বৃষ্টিকে সামলাতে পারছে না ?

মাত্র দু’ঘন্টার ভারী বৃষ্টিতে রিয়াদ পুরোপুরি ভিজে গেছে! কী লজ্জা!#الرياض_تغرق #امطار_الرياض 

এখন…রিয়াদে…বজ্রপাত এবং বৃষ্টি

শনিবারের ভারী বর্ষণের কারনে রিয়াদ বন্যা কবলিত। 

রিয়াদে (সৌদি আরব) ভারী বর্ষণের কারনে সুপার মার্কেট বন্যাকবলিত।

@আলিমহাইদার আজকের বৃষ্টির পর রিয়াদ। মনে করুন, আমি আপনাদেরকে এর অবকাঠামো সম্পর্কে কি বলেছিলাম?

#রিয়াদে কি #নায়াগ্রাফলস? জাতিটি ধনী হতে পারে, তবে যারা দরিদ্র অবস্থায় বাস করে আমার ভালোবাসা তাদের জন্য। #বৃষ্টি

তেল ও টাকার দেশটি কয়েক ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে #রিয়াদ #সৌদিআরব  

#রিয়াদে আরো #বন্যা। আগামীকাল বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে আশা করা হচ্ছে। 

 #রিয়াদ এবং #সৌদি আরবের উত্তর এবং পূর্বাঞ্চলে রবিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .