পূর্ব রাশিয়ার একটি দূরবর্তী শহর হচ্ছে ভ্লাডিভস্টক। এর রাস্তায় অনেক ব্যবহৃত জাপানি গাড়ি দেখা যায়, যেগুলো সম্ভবত দেশের সবচেয়ে বাজে গাড়ি। এ জন্য শহরটির বেশ দুর্নাম রয়েছে। ডান হাতে স্টিয়ারিং ব্যবহৃত যানবাহনের বিরুদ্ধে সরকারের প্রচারণা সত্ত্বেও, স্থানীয়রা রাষ্ট্রের এই উদ্যোগ ক্রমাগত উপেক্ষা করে চলেছেন।
ভ্লাডিভস্টকের অনেক ইন্টারনেট ব্যবহারকারী এখনও এমন গোঁয়ার গোবিন্দ রয়ে গেছেন যে, পুরোনো জাপানি গাড়ি তাঁদের কাছে এখন রাশিয়ায় আসা নতুন মডেলের গাড়িগুলোর চেয়েও বেশি ভালো বলে মনে হয়। কিছু নেটিজেনরা রাশিয়ান গাড়ির মালিক হওয়াকে একটি সামাজিক ভুল পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। রাশিয়ান ফার ইস্টের সংবাদ পোর্টাল ডুইটা.রু তে এক মন্তব্যকারী লিখেছেন:
увы, даже японки собираемые не в Японии как бы это помягче сказать … xpeнового качества. Опять же если сравнивать с праворульной машиной сделаной япами и для япов. Увы … не могут они взять и перенести свой подход к труду на чужую землю без потерь.
দুঃখজনকভাবে, জাপানি গাড়িগুলো এখন আর জাপানে অ্যাসেম্বলিং [একত্র করা] হয় না। আবার, জাপানিদের জন্য তৈরি জাপানিজ ডান হাতে স্টিয়ারিং করা গাড়ির সাথে যখন তুলনা করা হয়, দুঃখজনকভাবে … ক্ষতি ছাড়া [মান] তারা বিদেশে কাজ করে তাদের পদ্ধতির বাস্তবায়ন করতে পারে না।
২০১১ সালে মারাত্মক সুনামির জাপানে আঘাতের পরে এবং ফুকুশিমায় পারমাণবিক ট্রাজেডির কারণে, ভ্লাডিভস্টক বন্দর বেশ কয়েকটি তেজস্ক্রিয় গাড়ি গ্রহণ করেছে। ঐ ঘটনার দুই বছর পরে, তেজস্ক্রিয় গাড়ীর যন্ত্রাংশ এখনও রাশিয়ায় আসছে। রাশিয়ান কাস্টমস কর্তৃপক্ষ ২০১১ সাল থেকে আটক করা ৯৩০ টি তেজস্ক্রিয় গাড়ি জাপানে ফেরত পাঠিয়ে দিয়েছে।
এই ধরণের সমস্যার মুখোমুখি হতে, ভ্লাডিভস্টক বাসিন্দারা বিষাক্ত জাপানি মোটর যানবাহন সম্পর্কে তাঁদের গল্প বিনিময় এবং পরামর্শ [রুশ] অনলাইনে জিজ্ঞাসা করেছেন। ওয়েব ব্যবহারকারি ডামির গাইফুলিন নিম্নলিখিত শব্দগুলো দিয়ে আহ্বান জানিয়েছেন:
Ребят, подскажите, кто-нибудь сталкивался с радиоактивными автомобилями из Японии? Как-то например – выбрал машину на аукционе, а она оказалась радиоактивной и отсюда начались проблемы.
বলছি, আমাকে বলুন, কেউকে কি জাপান থেকে আসা তেজস্ক্রিয় গাড়ির সঙ্গে মোকাবিলা করতে হয়েছে? কেউ হয়তো নিলামে একটি গাড়ী পেয়েছে এবং এর তেজস্ক্রিয়তা দূর করতে হবে। তাঁর সব সমস্যা কি এখানেই শুরু ?
গাইফুলিনের প্রস্তাবে সাড়া দিয়ে কিছু মানুষ কোনো সম্ভাব্য দূষণ এড়ানোর জন্য, ফুকুশিমা থেকে অধিকতর নিলামে কেনাকাটার ব্যাপারে তাঁকে পরামর্শ দিয়েছেন। জাপান ছেড়ে আসার আগে গাড়িগুলোর বিকিরণ মাত্রা পরিমাপ করা একটি ভাল উপায় বলে অন্যান্যরা যুক্তি দেন। দুর্ভাগ্যবশত, জাপানে নিলামে গাড়ি কেনার আগে গাড়ির উপর ব্যাপক ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা চালানো রাশিয়ানদের জন্য দৃশ্যত খুব কঠিন।