গত ১৯ আগস্ট থেকে কলম্বিয়াতে একটি কৃষি ধর্মঘট চলছে। জমিতে ফসল বুনে কৃষকেরা যাতে সম্মানের সাথে জীবনধারণ করতে পারে, এই ধর্মঘটের মাধ্যমে সরকারের কাছ থেকে তাঁরা সেই নিশ্চয়তাটুকু চায়।
কৃষিক্ষেত্রের সম্ভাবনা অনেক বেশি এমন একটি দেশে একেক জনের একেক মত হয়ে থাকে এবং এটি এমনভাবে আবির্ভুত হয় যেন এক্ষেত্রে কোন সমঝোতাপূর্ণ সমাধান দেখা [স্প্যানিশ ভাষায়] যায় না। এটি নিয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি হওয়ার ব্যাপারে অগণিত মতামত এসেছে।
তাতিয়ানা মিনা (@তাতিয়ানামিনাভি) [স্প্যানিশ ভাষায়] বলেছেনঃ
Debo confesarlo: estoy muy triste por la situacion del pais y es mas triste la situacion que estan viviendo muchas persona, la pobreza…
— TatianaMena☆ (@TatianaMenaV) August 23, 2013
আমাকে স্বীকার করতে হবেঃ আমি দেশের পরিস্থিতি নিয়ে খুব দুঃখিত এবং এমন একটি পরিস্থিতি যেখানে অনেক লোক দরিদ্রতার মধ্যে বসবাস করছে। সেটি এমনকি আরো বেশি দুঃখজনক…
মারিয়া ফারনান্দা ক্যারাস্কেল (@মাফেক্যারাস্কেল) [স্প্যানিশ ভাষায়] কলম্বিয়ার জন্য ভিন্ন ধরনের একটি দৃশ্য কল্পনা করেন। তাই তিনি একটি ছবি সহ তাঁর পোস্টটি একসাথে দিয়েছেনঃ
Que sería de Colombia, de nosotros, sin nuestros campesinos. #LoQueEsConLosCampesinosEsConmigo pic.twitter.com/d6odDRzkK1
— Ma.FernandaCarrascal (@MafeCarrascal) August 22, 2013
কৃষকদের ছাড়া কলম্বিয়ার কি হতে পারে ? আমাদের কি হতে পারে ? (কার্টুনটিতে বলা হচ্ছেঃ “অসুবিধায় ফেলার জন্য দুঃখিত, আমরা আমাদের জীবন ঝুঁকিতে ফেলছি যেন তোমরা তোমাদের টেবিলে খাবার পাও”)
এবং সোনান্দো দেসপিয়ের্তো (@জুয়ানআরএইচসি) [স্প্যানিশ ভাষায়] নিশ্চিত করে বলেছেনঃ
HP Santos Buscando la paz con guerrilleros terroristas y declarandole la guerra a quienes nos dan de comer #LoQueEsConLosCampesinosEsConmigo
— Soñando Despierto! (@juanrhc) August 23, 2013
[প্রেসিডেন্ট] সন্তোষ সন্ত্রাসী গেরিলাদের সাহায্যে শান্তি খুঁজছেন এবং যারা আমাদের খাবারের যোগান দেন তাঁদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
ইন্টারনেটের মাধ্যমে যারা তাঁদের মতামত পোস্ট করে যাচ্ছেন, এই কথোপকথনের মাঝখানে তাঁদের একটি সত্যিকার পদক্ষেপ চাওয়ার কথা উঠে এসেছে।
ম্যালি মেজিয়া (@ম্যালি) [স্প্যানিশ ভাষায়] নিচের মতামতগুলো প্রকাশ করেছেনঃ
#LoQueEsConLosCampesinosEsConmigo nosotros en twitter escribiendo y en la vida real no haciendo nada, así somos.
— Maly (@Maly_Mejia) August 23, 2013
(কৃষকদের অবস্থা হচ্ছে আমার অবস্থা) আমরা শুধু টুইটারে লিখছি কিন্তু বাস্তবে কিছুই করছি না। এতেই বোঝা যায় যে আমরা আসলে কেমন।
এবং রিকার্ডো কাসাস (@বিকজআইএমহাউজেজ) [স্প্যানিশ] ঠাট্টা করে বলেছেনঃ
Los verdaderos campesinos son los que luchan en las redes sociales por mejoras en likes y aumento de favs #LoQueEsConLosCampesinosEsConmigo
— Ricardo Casas (@BecauseImHouses) August 23, 2013
সত্যিকার কৃষক তারাই যারা লাইকের সংখ্যা এবং ভক্ত বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াই করেন।
অন্যদিকে, এল ছুরো [স্প্যানিশ ভাষায়] ব্লগটি ধর্মঘটের চতুর্থ দিনের একটি ছবি শেয়ার করেছেন এবং নিশ্চয়তা দিয়েছেনঃ
Los medios de comunicación nacionales y regionales hasta el momento estigmatizan, opacando la magnitud que ha tenido el paro agrario y popular.
এখন পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক প্রচার মাধ্যম এটিকে কলঙ্কিত করেছে। এটির গুরুত্ব কমিয়ে দিয়েছে এই বলে যে কৃষি ও জনপ্রিয় ধর্মঘট চলছে।
প্রতিবাদের চতুর্থ দিনটি শেষ হলে প্রচার মাধ্যম রিপোর্ট [স্প্যানিশ ভাষায়] করেছে, অভাব এবং কারফিউ থেকে পরিমাপ করে দেখা যায় #LoQueEsConLosCampesinosEsConmigo (কৃষকদের পরিস্থিতি মানে আমার পরিস্থিতি) এবং #YoParoPor (আমি ধর্মঘট করছি কারন) #হ্যাশট্যাগের অধীনে কথোপকথনের অর্থ শেষ হয়নি।
সরকার দেশ জুড়ে ৩০ টির বেশি রাস্তা বন্ধ [স্প্যানিশ ভাষায়] নামে একটি রিপোর্টও করেছে। সাম্প্রতিক সময়ে দাঙ্গা স্কোয়াডের চালানো আক্রমনের সম্পর্কে নাগরিক ভিডিওগুলো কিছু রিপোর্ট করেছে।