কায়রো: “বন্দুকের গুলির বিরামহীন শব্দ”

কায়রোর নাসার সিটির রাবা আল আদাওইয়া মসজিদ এলাকায় ক্ষমতাচ্যুত মিশরীয় রাষ্ট্রপতি মোহাম্মেদ মুরসির সমর্থকদের সাথে সরকার দলের সাথে সংঘর্ষে ১০০ জনেরও বেশি লোক নিহত এবং ১,৫০০ জন আহত হয়েছে।

মিশরের দৈনিক সংবাদ অনুযায়ী, পাবলিক প্রসিকিউশন গত শুক্রবার [২৭,জুলাই] রাতে কি ঘটেছে তাঁর তদন্ত শুরু করেছে।

মিশরীয় ব্লগার মোসাব ইলশামি কিছু দৃশ্য দেখেছেন এবং নিম্নলিখিত টুইটে তিনি কি দেখেছেন তা শেয়ার করেছেন:

Rabaa ... After the clashes. Photograph by Mosa'ab Elshamy. Used with permission.

রাবা…… সংঘর্ষের পরে। ছবিঃ মোশাব ইলশামি। অনুমতি নিয়ে ব্যবহৃত।

বিয়োগান্ত ঘটনার এই ছবিগুলো তিনি ফ্লিকারে শেয়ার করেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .