তিউনিসিয়ার বিরোধী দলীয় সংসদ সদস্যের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে বিক্ষোভ অব্যাহত

বিরোধী দলীয় সংসদ সদস্য সমাজতান্ত্রিক ও আরব জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ ব্রাহমির রাস্ট্রীয় অন্তেস্টিক্রিয়াকে কেন্দ্র করে তিউনিসিয়ায় বিক্ষোভ চলছে। প্রজাতন্ত্র দিবসে [২০ জুলাই] নিজ বাড়ির বাইরে তিনি গুলিবিদ্ধ হন।

বামপন্থী বিরোধী দলের মোর্চা পপুলার ফ্রন্ট- এর নেতা ব্রাহমিকে দুইজন বন্দুকধারী গুলি করে মোটরবাইকে করে পালিয়ে যায়। ৬ ফেব্রুয়ারি ধর্ম নিরপেক্ষ বিরোধী দলীয় নেতা চকরি বেলাইদকে মারাত্বক গুলির আঘাতে হত্যার পর গত পাঁচ মাসে এটা দ্বিতীয় গুপ্ত হত্যা।

এনহুদার প্রতি অভিযোগ

এ গুপ্তহত্যা ইসলাম পন্থী এনহুদা মুভমেন্টের নের্তৃত্বাধীন ত্রি দলীয় কোয়ালিশন সরকার [ত্রইকা নামে পরিচিত] এবং অক্টোবর ২০১১ সালে খসড়া সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত জাতীয় গণপরিষদ ভেঙ্গে দেওয়ার দাবিতে রাজপথে বিক্ষোভের সূচনা করে। বিক্ষোভকারীরা এনহুদার দিকে আঙ্গুল তোলে যদিও এনহুদা গুপ্তহত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে।

Brahmi's widow leading her husband's funeral procession

অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলের নেতৃত্ব দেন ব্রাহমির বিধবা স্ত্রী

তিউনিসিয়ায় ত্রোইকা শাসনামলে বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সক্রিয়তাবাদী এবং ইসলামপন্থীদের কড়া সমালোচকদের উপর সহিংস আক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৫ জুলাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে: “বিরোধী দলের সদস্যদের উপর আক্রমণের বিষয়ে কর্তৃপক্ষ পর্যাপ্ত তদন্তের ব্যবস্থা করে নি এবং দোষীদের বিচারের আওতায় আনে নি, বরঞ্চ অব্যাহতির পরিবেশ তৈরীতে ইন্ধন যুগিয়েছে এবং রাজনৈতিক মেরুকরণ ঘটিয়েছে। যদিও চকরি বেলাইদ হত্যাকাণ্ড নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চলমান এবং কিছু সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে তবুও এখন পর্যন্ত কেউ বিচারের সম্মুখীন হয় নি।” তিউনিসীয় কর্তৃপক্ষকে “ন্যায় বিচার” প্রদানের জন্য অনুরোধ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ব্রাহমির পরিবার এনহুদাকে অভিযুক্ত করেছে।

ব্রাহমির বিধবা স্ত্রী বলেনঃ “এনহুদা ও ত্রৈকাকে আমি মোবারকবাদ জানাই। আপনারা আবারো একটি মুক্ত ও ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে চুপ করিয়ে দিলেন”

নিরাপত্তা বাহিনীর সমালোচনাঃ

স্বরাস্ট্র মন্ত্রী লোতফি জেদু সংবাদ সম্মেলনে বলেন যে ইসলামী দল গত ৬ ফেব্রুয়ারিতে চকরি বেলাইদ হত্যাকাণ্ডে জড়িত ছিল সেই একই ইসলামি দল এ সপ্তাহের ব্রাহমি হত্যাকাণ্ডের সাথে জড়িত। মন্ত্রী দাবি করেন বিরোধী দলের নেতাদের হত্যা করতে একই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় এবং ইতোমধ্যে কর্তৃপক্ষ ১৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে, এদের অনেকেই আনসার আল- শরিয়া তিউনিসিয়া- এর সদস্য। এ দলটি এ ধরণের গুপ্ত হত্যাতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বিবৃতি [আরবি] প্রদান করেছে।

বেলাইদকে হত্যার জন্য দোষীদের বিচারের আওতায় আনতে ব্যর্থতা ও দ্বিতীয় হত্যাকাণ্ড প্রতিরোধে ব্যর্থতার জন্য নিরাপত্তা বাহিনীকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে।

হাফিংটন পোস্ট [ফরাসি] এর মাঘরেব সংস্করনের জন্য সারাহ বেন হামাদি লিখেনঃ

Le ministre de l’intérieur n’a pas divulgué ces détails sur les antécédents du meurtrier présumé de Mohamed Brahmi, mais a déclaré que Boubaker Al Hakim était “activement recherché dans des affaires d’introduction et trafic d’armes sur le territoire tunisien”, et “est lié à Kamel Gadhgadhi” l’assassin présumé de Chokri Belaid, toujours en fuite.

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রাহমির কথিত হত্যাকারীর বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি, তিনি শুধু জানিয়েছেন যে বুবাকার আলহাকিম “তিউনিসিয়ায় অস্ত্র চোরাচালানে সক্রিয়ভাবে জড়িত” এবং তিনি “চকরি বেলাইদের কথিত হত্যাকারী কামেল গাদগাধির” সাথে সম্পৃক্ত। কামেল এখনো পলাতক।

গুপ্তহত্যার কয়েকদিন আগে ব্রাহমি যে বাড়িতে থাকতেন ঐ এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশী চালিয়ে অস্ত্র উদ্ধার করে কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। বেন হামাদি লিখেন [ফরাসি]:

Comment Boubaker Al Hakim, activement recherché, a-t-il alors pu revenir dans ce quartier, qui devait être théoriquement, surveillé jour et nuit, tirer 14 balles et s’enfuir?

তাত্বিকভাবে যে এলাকা সারাদিন ধরে নজরদারিতে ছিল ওই এলাকায় যাকে সক্রিয়ভাবে খোজা হচ্ছে [পুলিশ কর্তৃক] সেই বুবাকার আলহাকিম কিভাবে ফিরে এসে ১৪ টা গুলি করে পালিয়ে গেল?

ব্রাহমির গুপ্তহত্যার বিষয়ে জিহাদিদের সম্পৃক্ততার প্রশ্ন তুলেছেন বেন হামাদিঃ

Mais pourquoi les salafistes djihadistes élimineraient Mohamed Brahmi? Un musulman pratiquant, loin de correspondre au profil des “ennemis de l’Islam” que combattent d’habitude les djihadistes. Un militant originaire de Sidi Bouzid, pas très médiatisé et n’ayant pas un grand poids électoral. Le connaissaient-ils vraiment? C’est possible. En véritable militant baâthiste et nassérien, Mohamed Brahmi soutenait le gouvernement du président syrien Bachar Al Assad, dont le régime est combattu depuis maintenant deux ans… par des djihadistes, y compris Tunisiens.

সালাফি জেহাদিরা মোহামেদ ব্রাহমিকে কেন হত্যা করল? জেহাদিরা সাধারনতঃ যাদের বিরুদ্ধে লড়াই করে সে ধরণের ধার্মিক মুসলিমের পরিচিতির সাথে “ইসলামের শত্রু” প্রপঞ্চটি খাপ খায় না। সিদি বৌজিদের একজন সক্রিয়তাবাদীর খুব বেশি পরিচিতি নেই এবং বড় পরিসরে নির্বাচনেও সে তেমন গুরুত্ব বহণ করে না। তারা কি সত্যিই তাকে চিনত? এটা সম্ভব [তারা যা করেছে]। বাথপন্থীনাসিরপন্থী একজন সক্রিয় কর্মী মোহামেদ ব্রাহমি সিরিয়ার বাসার আল আসাদ সরকারের সমর্থক ছিলেন, তিনি দুই বছর যাবত তিউনিসিয় সহ জেহাদিদের বিরুদ্ধে লড়েছিলেন।

গাফসাতে প্রথম মৃত্যুঃ

শুক্রবারে সারারাত ধরে চলা বিক্ষোভে দক্ষিনের শহর গাফসাতে একজন বিক্ষোভকারী নিহত [ সতর্কতাঃ গ্রাফিক ভিডিও] হয়েছে। স্থানীয় গভর্নর অফিসের সামনে জমায়েতকারী বিক্ষোভকারীদের দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে কাঁদানে গ্যাসের ক্যানেস্তরা তার মাথায় আঘাত করলে তাঁর মৃত্যু ঘটে।

ছবিঃ টেলিকম্যুনিকেশন প্রকৌশলী, দুই সন্তানের জনক, পপুলার ফ্রন্ট-এর কর্মী মোহামেদ বেলমুফতি। আজ রাতে #গাফসায় তিনি নিহত হয়েছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .