এই পোস্টটি সিরিয়া আনটোল্ড থেকে নেওয়া বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একটি পোস্ট এবং গ্লোবাল ভয়েসেস আরবি দ্বারা অনুদিত।
জয়তোন, ছোট্ট এক সিরীয়-ফিলিস্তিনি উদ্বাস্তু বালক। সে সিরীয়, ফিলিস্তিনি এবং স্প্যানিশ একটিভিস্টদের তৈরী এক ভিডিওগেমের মূল চরিত্র।
জয়তোন যে সমস্ত বাঁধার মধ্যে দিয়ে যায়, আর তাতে সে যে পথ বেছে নেয় ও পথে যাদের সাথে তার সাক্ষাৎ হয়, তার মধ্যে দিয়ে ভিডিও গেম-এর খেলোয়াড়রা একই সাথে ফিলিস্তিন এবং সি্রীয় নাগরিকদের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট উপলব্ধি করতে পারে। এই প্রকল্পের মধ্যে একটি ওয়েবসাইট অন্তর্ভুক্ত, যেখানে সিরিয়া এবং লেবাননের ভিন্ন ভিন্ন উদ্বাস্তু শিবির সম্বন্ধে তথ্য সংগ্রহ করে এক সংগ্রহশালা তৈরী করা হবে, যে সব হবে সিরীয় গণজাগরণ এবং এই অঞ্চলের মানবাধিকারের কাহিনী। কাজটি সম্পূর্ণ করার জন্য এর নির্মাতা সবাইকে অবদান রাখার আহ্বান জানিয়েছে।
এখানে এই প্রকল্পের পাঁচ মিনিটের একটি ভিডিও প্রিভিউ রয়েছে:
এই ভিডিও গেম জয়তোনের কাহিনী তুলে ধরে, যে কিনা এক ছোট্ট উদ্বাস্তু বালক। যখন সিরীয় সরকার ইয়ারমোক উদ্বাস্তু শিবির অবস্থিত বাসা ধবংস করে দেয় এবং তার অনেক সিরীয় বন্ধুকে হত্যা করে, তখন সে ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়। উদ্বাস্তু শিবিরের যে পথ দিয়ে সে বের হয়ে আসে,পথে যে সমস্ত বন্ধুদের সাথে তার দেখা হয় এবং সে সমস্ত ঘটনার সে মুখোমুখি হয়, ভিডিও গেমের খেলোয়াড়দের ঠিক সেই একই বিষয়াবলিকে অনুসরণ করতে হয়। বিভিন্ন নথি এবং সিরিয়ার রাষ্ট্রীয় মানচিত্রে অঙ্কিত রাস্তা, শহর ও হাসপাতালের সাহায্যে তাকে সামনে কোথায় যেতে হবে এবং পথে পথিকদের সাথে কি ধরনের আচরণ করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। সে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে কি পারবে না, তা নির্ভর করে সিরিয়া এবং ফিলিস্তিন বিষয়ে প্রশ্নের সঠিক উত্তরের প্রদানের মাধ্যমে।
জয়তোনের কাহিনী হচ্ছে ফিলিস্তিনি অনেক নাগরিকের কাহিনী , যারা ইজরায়েলি দখলদারিত্বের কারণে স্বদেশ থেকে বিতাড়িত হয়ে এখন সিরিয়ায় বসবাস করছে, যেখান ইয়ারমোক এবং অন্য উদ্বাস্তু শিবির তাদের গৃহে পরিণত হয়। গণ জাগরণের শুরু থেকে দামেস্কর অন্য এলাকা থেকে পালিয়ে আসা যে কাউকে ইয়ারমোক স্বাগত জানাত। সেখানে সরকার বিক্ষোভকারী একটিভিস্টদের উপর হামলা করে, তাদের গ্রেফতার করে তাদের উপর নির্যাতন চালায় এবং তাদের হত্যা করে। বিপ্লবের এবং যারা নির্যাতনের শিকার হচ্ছিল শিবিরে তাদের প্রতি একাত্মতা দ্রুত বাড়ছিল, যার ইতি ঘটে শাসকের বিমান হামলার মধ্যে দিয়ে।
সিরীয়-ফিলিস্তিনি এক ডিজাইনার মোকাহ-এর ভাষায় সিরীয় বিপ্লব অনেক ফিলিস্তিনিকে তাদের সিরীয় পরিচয় ফিরিয়ে দিয়েছে।
“আমরা কেবল ফিলিস্তিনী নই, আমরা একই সাথে সিরীয় নাগরিক। এখন সিরীয় নাগরিকরা যেভাবে যন্ত্রণা ভোগ করছে, আমরাও ঠিক সেভাবে যন্ত্রণা ভোগ করি। অনেক বছর আমার কাছে এই বিষয়টি এক বিস্ময় হয়েছিল যে, কেন সিরীয় নাগরিকরা তাদের স্বৈরশাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না, এখন তারা যা করছে। আমি আমার সিরীয় জনগণের জন্য গর্ব অনুভব করি, যেমনটা আমি আমার ফিলিস্তিনি নাগরিকদের জন্য অনুভব করে থাকি”।
সিরীয় ফটোগ্রাফার হাস-এর মতে:
“এই বিষয়টি উপলব্ধি করা অত্যন্ত জরুরী যে, ফিলিস্তিন এবং সিরীয় আন্দোলন একই সাথে চলছে এবং উভয় আন্দোলনই সমানভাবে বৈধ। উভয় জনগোষ্ঠীর নাগরিকরা নিপীড়নের শিকার এবং তারা তাদের স্বাধীনতা, ন্যায়বিচার আর মর্যাদার জন্য লড়াই করছে। স্বশাসনের অধিকার এবং স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের সমর্থন করা, আর অন্যদিকে আসাদের অন্যায়কে যৌক্তিক হিসেবে তুলে ধরা, হয় বিষয়টিকে উপেক্ষা করা কিংবা এক ধরনের গোঁড়ামি।”
স্পেন থেকে সারা কারাসকো লিখেছে:
আমি প্রতিটি নাগরিকের স্বনির্ধারণী ক্ষমতা এবং স্বায়ত্বশাসনের অধিকারকে সমর্থন করি। সিরিয়া এবং ফিলিস্তিন উভয় এলাকার নাগরিকরা এমন এক একচ্ছত্র শাসনের অধীনে বসবাস করছে যা সরাসরি ঔপনিবেশিক সময় এবং স্বৈরতান্ত্রিক আগ্রহের সাথে যুক্ত। আমি একই সাথে আমাদের প্রতিবেশীদের লড়াই সম্বন্ধে আমাদের খুবই সামান্য জ্ঞান নিয়ে উদ্বিগ্ন। স্পেন এবং ইউরোপে আমাদের যে লড়াই, সে বিষয়ে উপলব্ধি করার জন্য বাকী বিশ্বে যা ঘটছে সে সম্বন্ধে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আরব ও মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকাকে আমাদের প্রচার মাধ্যম ভুলভাবে উপস্থাপন করে, আর এই ধরনের ভুলভাবে উপস্থাপন করাকে চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মাধ্যম ও প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ”।
এই পোস্টটি সিরিয়া আনটোল্ড থেকে নেওয়া বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একটি পোস্ট এবং গ্লোবাল ভয়েসেস আরবি দ্বারা অনুদিত।