বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করলেন চীনের গ্রেট ফায়ারওয়াল এর জনক

একজন তথ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ফ্যাং বিঞ্জিং, যার ডাকনাম “চীনের জাতির পিতা গ্রেট ফায়ারওয়াল”, তিনি বেইজিং পোস্ট ও টেলিকমিউনিকেশন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতা দেয়ার সময় তাঁর পদত্যাগের আকস্মিক সিদ্ধান্ত অনলাইনে গণ্ডগোলকে প্রজ্বলিত করেছে। এ সিদ্ধান্তটি চীনের ইন্টারনেট – কাণ্ডজ্ঞান সম্প্রদায়ের স্নায়ুকে স্পর্শ করেছে।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ভীরে ফ্যাং বলেছেন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর কারন হিসেবে তিনি বলেছেন, প্রচন্ড কাজের চাপ তাঁর স্বাস্থ্যের ওপর খুব বিরূপ প্রতিক্রিয়া ফেলছে।

তিনি স্বীকার করেছেন, “একটি মারাত্বক অসুস্থতা আমাকে আর গভীর রাত পর্যন্ত কাজ করতে দিচ্ছে না। আমি আর আগের মতো গবেষণা ও প্রশাসনিক এই দু’টো কাজ একসাথে করতে পারছি না”।

Screen grab of Fang Binxing's Weibo account

বিঞ্জিং এর ওয়াইবো আকাউন্টের স্ক্রিন শট

৫২ বছর বয়স্ক ফ্যাং বিশ্বের অন্যতম একটি অসাধারন ইন্টারনেট বিবাচন প্রোগ্রামের সভাপতিত্ব করেছেন। এই প্রক্রিয়াটিকে “গ্রেট ফায়ার ওয়াল” উপনামে অভিহিত করা হয়। চীনের সরকার যেসব অনলাইন সূচী প্রচার অনুপযোগী বলে মনে করে সেগুলো এটির মাধ্যমে বন্ধ করে দেয়া হয়। অনলাইন পর্নোগ্রাফি ও জুয়া ছাড়া, আইনের বাইরে রয়েছে এমন সব ক্ষেত্রেও এই “অনুপযোগিতা”, ইন্টারনেট নিয়ন্ত্রকদের দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ইমেজ নষ্ট করতে পারে এমন তথ্যও মাঝে মাঝে প্রচার অনুপযোগিতার আওতায় ফেলা হয়।

যারা তথ্যের অবাধ প্রবাহতে বিশ্বাস করে, গ্রেট ফায়ারওয়ালের প্রতি তাঁদের অনেকেরই চরম ঘৃণা অবশেষে ফ্যাং – এর প্রতি অবাধ্য আক্রমণে পরিনত হয়েছে। আক্রমনের একটি উদাহরণস্বরূপ, তিনি চীনের কেন্দ্রস্থলে অবস্থিত ইউহান বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেয়ার সময় তাঁকে ডিম ও জুতা ছুড়ে মারা হয়। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে অনলাইনেও রোষানলে পরতে হয়।

যেহেতু চীনে গতানুগতিক প্রচার মাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাই তৈরীকৃত শূন্যতা পূরণের জন্য বিকল্প উৎস খুজতে জনগণ উল্লেখযোগ্য হারে অনলাইনে সক্রিয় হচ্ছে। ফলে ইন্টারনেটের ওপর রাষ্ট্রের শক্ত হাতের নিয়ন্ত্রণের কারনে জনগণের হতাশা যতো বিস্তৃত হচ্ছে, ফ্যাং -এর কুখ্যাতিও ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে।

তাই যখন  সেন্সরশিপ ওয়ালের প্রধান স্থপতি হিসেবে ফ্যাং – এর নাম ছড়িয়ে পড়লো, তখন ইন্টারনেট ব্যবহারকারীরা উপহাস করে তাঁদের প্রতিক্রিয়া জানালো।

জনপ্রিয় চীনা মাইক্রোব্লগিং সার্ভিস সিনা ওয়েইবোতে কুয়াইলে ডি মানশেন_অডি মন্তব্য করেছেনঃ

方滨兴:”这次毕业典礼对我来说也是极为特别的,因为这次毕业典礼恰逢本届校行政领导班子履职期满,这是本届领导班子最后一个本科生毕业典礼。(掌声)”——这个掌声意味深长啊!

ফ্যাং বিঞ্জিং বললেন, “এবারের স্নাতক অনুষ্ঠানটি আমার জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। এই স্নাতক অনুষ্ঠানের দিনটি কাকতালীয়ভাবে আমার প্রসাশনের মেয়াদ শেষের দিনও বটে। এই প্রশাসনের অধীনে এটিই শেষ স্নাতক অনুষ্ঠান। (উচ্চ প্রসংশা-ধ্বনি)” —উচ্চ প্রশংসা ধ্বনিটির একটি জটিল অন্তর্নিহিত অর্থ আছে! [এটা বলা খুবই কঠিন যে শিক্ষার্থীরা উচ্চ প্রশংসা ধ্বনিটি তাঁকে ধন্যবাদ দেয়ার জন্য দিয়েছে নাকি তাঁর কাজ অপছন্দ করে বলে দিয়েছে নাকি তাঁরা তাঁর অসুস্থতার কারনে খুশী বলে দিয়েছে।]

লিউ_শু_অয়েই ঠাট্টা করে লিখেছেনঃ

 辞的是时候,斯登诺刚走。用你的技术把中国的信息封闭了多少年了,中国人都变成猪了,每天只能搜索点吃喝玩乐的事情了。

তাঁর প্রস্থানের সময় প্রায় এসে গেছে, এই মাত্র স্নোডেন চলে গেছেন। অনেক বছর ধরেই আপনার প্রযুক্তি তথ্য প্রবাহে বাঁধা দিয়ে আসছে। বহু বছর ধরে চীনারা শুকরে পরিনত হয়েছে। প্রতিদিন তাঁরা নির্ভেজাল বিনোদনের খোঁজে কোথায় রাতে খেতে যাওয়া যায় এবং কোথায় আড্ডা দেওয়া যায়, কেবলমাত্র তার খোঁজ করতে পারে।

কং জিয়াওমিং নুডল লিখেছেনঃ

祝病魔早日战胜方校长!大家一起给方校长送个花圈吧!花圈上写满404。再刻一块墓碑,墓碑刻上:404 not found,无法找到此人信息。追悼会的主题是“连接超时,无法显示该网页”

আমি আশা করি রোগটি প্রেসিডেন্ট ফ্যাং কে গ্রাস করে নিক! দয়া করে সবাই প্রেসিডেন্ট ফ্যাং – এর জন্য গভীর ক্রোধের একটি ফুল রাখুন! এটিতে আমরা লিখি ৪০৪ শেষ, সমাধি প্রস্তরে আমরা খোঁদাই করে লিখিঃ ৪০৪ পাওয়া যাচ্ছে না, এই ব্যক্তিটির জন্য কোন তথ্য নেই। শবদাহ-কার্যাদির মূল বক্তব্য “সংযোগের সময় শেষ, পেজটিতে প্রবেশ করতে অপারগ”।

ট্রেস১৯৯৬ মন্তব্য করেছেনঃ

方校长修墙辛苦了,也该歇歇了。

প্রেসিডেন্ট ফ্যাং সেন্সরশিপ ওয়াল তৈরি করে আসলেই খুব ক্লান্ত হয়ে পরেছেন। এখন একটু বিশ্রাম নেয়ার সময় হয়েছে।

লিওনিডস সহজ ভাষায় লিখেছেনঃ

再见,404 Not Found之父

বিদায়, “৪০৪ নট ফাউন্ড” – এর জনক।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .