সৌদি আরব: হাসপাতাল দেয় এইচআইভি, মন্ত্রী দেয় আইপ্যাড

১৩ বছর বয়েসী দক্ষিণ সৌদি আরবের এক মেয়ে রেহাম আল-হাকামি। সেখানে জিজানের এক হাসপাতালে তাঁকে রক্ত দেওয়ার পর দেখা গেছে সে এইচআইভি’তে আক্রান্ত হয়েছে।

রিয়াদ ব্যুরোতে ব্লগার আহমেদ আল অমরান ব্যাখ্যা করেছেন:

এই ঘটনাটি সামাজিক মিডিয়া সাইটে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। অনেক ব্যবহারকারী স্বাস্থ্য মন্ত্রী আব্দুল্লাহ আল-রাবেয়াহ’র পদত্যাগ দাবি করেছেন। মন্ত্রী শনিবার কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও রিসার্চ সেন্টার রেহামকে দেখতে গেছেন এবং উপহার হিসাবে তাঁকে একটি আইপ্যাড দিয়েছেন বলে আল-শারক সংবাদপত্র রিপোর্ট করেছে। এটি নিয়ে টুইটারে অনেকেই মজা করেছেন।

প্রতিক্রিয়ার ঝড়, এই হ্যাশট্যাগের # الربيعة _ يهدي _ رهام _ ايبا [আরবি ভাষায়] অধীনে করা হয়েছে যেটিকে অনুবাদ করলে দাঁড়ায়, “আল-রাবেয়াহ রেহামকে একটি আইপ্যাড উপহার দিয়েছেন”। এই টুইটটি সামার দ্বারা চালিত এবং এ পর্যন্ত ১,৭১৫ বার পুনরায় টুইট হয়েছে এবং তা বেড়েই চলেছেঃ

@সামারঃ #الربيعة_يهدي_رهام_ايباد দুঃখিত, আপনি যখন মারা যাবার জন্য অপেক্ষা করছেন তখন এই আইপ্যাড গ্রহণ করে কিছু অ্যাপস ডাউনলোড করলে কি হবে ?

হেইফা আল-রাশেদ [আরবী ভাষায়] জিজ্ঞেস করেছেন:

#الربيعة_يهدي_رهام_ايباد لو ماتت وش بيصير؟ بيعطي اهلها اي ماك مثلا؟!

@হেইফাঃ এবং সে মারা গেলে কি হবে ? মন্ত্রী কি তাঁর পরিবারকে একটি আইম্যাক দিবে ?

অলফাত গুশগারি অনুরূপ ধারণা পোষণ করেছেন:

@অলফাতঃ এর পরে কি ? অস্ত্রোপচার ত্রুটির দ্বারা সৃষ্ট একটি পক্ষাঘাত রোগীর জন্য একটি আইম্যাক ? #অবিশ্বাস্য

এবং @৭ইয়াত_২০ বিস্ময় প্রকাশ করেছেন যে, এখনো কেন সেই মেয়েটিকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়নি:

#الربيعة_يهدي_رهام_ايباد ‏​ميزآنيہ‏​​​ وزآرة آلصحہ‏​​​ 86 مليآر وتعطيهآ آآيبآد ‘بدآآل مآترسِسلهآ تتعآلج بِمستشفيآت متخصصہ‏​​​ بهآلحآآلآت !!

@৭ইয়াত_২০: স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট ৮৬ বিলিয়ন (সৌদি রিয়াল) এবং আপনি তাঁকে চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে না পাঠিয়ে তার পরিবর্তে শুধু একটি আইপ্যাড দিয়েছেন ?

বাসাম আলতামিমি নোট লিখেছেনঃ

#الربيعة_يهدي_رهام_ايباد خطة وزارة الصحة ف المستقبل صرف جهاز آيبادلكل من يقع عليه خطأ طبي إذا كان ع قيد الحياة وإذا توفي يعطى الأيباد للاهل

@বাসামিঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে যদি কেউ চিকিৎসায় অসদাচরণের শিকার হয় তবে তাঁদের সবাইকে এবং মারা গেলে তাদের আত্মীয়দের একটি আইপ্যাড উপহার দিবে।

সুলেইমান আয়লসামি বলেছেন যে, আইপাড উৎপাদনকারি কোম্পানী অ্যাপেলের মুনাফা বাড়বেঃ

#الربيعة_يهدي_رهام_ايباد عاجل الاسواق الامريكيه تتوقع ارتفاع ضخم في مبيعات شركة ابل وتتوقع ارباح خياليه بسبب الاخطاء الطبيه في السعوديه

@বিফারেস_৫৫ঃ আমেরিকান বাজার ভবিষ্যদ্বাণী করেছে যে, সৌদি আরবে চিকিৎসা অসদাচরণের কারণে অ্যাপল পণ্য বিক্রয় থেকে লাভ বিপুল বৃদ্ধি পাবে।

এবং খালেদ আল-ধাহারি আরও বলেছেনঃ

أتمنى أن تكون شرارة توقظ الشعب من السبات #الربيعة_يهدي_رهام_ايباد

@৫আলেদ_দিএইচঃ আমি এই তন্দ্রা থেকে জাতির জেগে উঠার স্ফুলিঙ্গ আশা করি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .