ইন্টারনেট প্রবেশাধিকারের পয়েন্ট বাড়ানোর জন্য কিউবায় ১১৮ টি ব্রাউজিং সেন্টার খুলে দেওয়া হয়েছে। নাউটা নামক সেবাটি কিউবায় এই কার্যক্রমে অংশ নেওয়া যেকোন টেলিকমিউনিকেশন কোম্পানির (ইটিইসিএসএ) বানিজ্যিক ইউনিট থেকে পাওয়া যাবে।
তথাপি গত ৪ জুন তারিখে ইন্টারনেট সংযোগের এই পাবলিক সেন্টারগুলোর উদ্বোধনও বিতর্ক থেকে বাদ যায়নি। অর্থ ও মূল্য মন্ত্রণালয়ের প্রস্তাব ১৮২/২০১৩ [স্প্যানীশ] অনুযায়ী সেবাটি ব্যবহার করতে জাতীয় ব্রাউজিং – এর ক্ষেত্রে প্রতি ঘন্টায় খরচ পরবে ০.৬০ পেসো, আন্তর্জাতিক ইমেইলের ক্ষেত্রে প্রতি ঘন্টায় খরচ পরবে ১.৫০ পেসো এবং ইন্টারনেট ও এর সবগুলো সেবা সম্পূর্ণরূপে পেতে প্রতি ঘন্টায় খরচ পরবে ৪.৫০ পেসো।
আলেজো৩৩৯৯ – এর মতো কিউবার আরও কয়েকজন ব্লগার মনে করেন, এগুলোর দাম খুব বেশী নির্ধারণ করা হয়েছে। তিনি লক্ষ করেছেন [স্প্যানীশ]:
Mientras 1 hora de conexión cueste casi 5 dólares, será el dinero quien diga quién se conecta y quién no. Y dudo que alguien, por nuevo rico y adinerado que sea, pueda hacer un uso recreativo de la nueva oportunidad.
যখন ১ ঘন্টা সংযোগের জন্য খরচ পরবে প্রায় ৫ ডলার, তখন টাকাই নির্ধারন করে দিবে কে সংযোগ নিতে পারবে আর কে নিতে পারবে না। নতুন ধনী এবং সম্পদশালী হওয়া সত্ত্বেও বিনোদনের জন্য ক'জন এই নতুন সুযোগটি ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে আমি সন্দিহান।
এই বিষয়ে আলেজো৩৩৯৯ আরও বলেছেন [স্প্যানীশ]:
Se aduce que las desmesuradas tarifas que tendrá el servicio (lo cual se reconoce autocríticamente como si eso resolviera algo) responden a la débil infraestructura de telecomunicaciones del país, y se sugiere con sutileza que esas tarifas privilegian a la navegación nacional para educar a la gente en el consumo de lo propio.
তাঁরা দাবি করেছে এই অতিরিক্ত ফি যা সেবাটির (যা আত্ন-সমালোচনা হিসেবে স্বীকার করে নেওয়া, যেন তা কোনকিছুর ব্যাখ্যা দিচ্ছে) জন্য নির্ধারন করা হয়েছে তা দেশটির দূর্বল টেলিকমিউনিকেশন অবকাঠামোর পরিচয় বহন করে। তাঁরা ধূর্ততার সাথে প্রস্তাব করেছে যে, এই ফি জনগণকে শিক্ষিত করে তুলতে জাতীয় ব্রাউজিংকে বিশেষ সুবিধা প্রদান করে।
যাহোক, প্রগ্রেসো সেমানালে প্রকাশিত অরেলিও পেদ্রোর একটি কলামে [স্প্যানীশ] বলা হয়েছেঃ
Internet ante la posibilidad de acceso al simple ciudadano era una cuenta pendiente, de amplio reclamo de la ciudadanía. Los responsables de esta operación reconocen lo elevado de las tarifas y han prometido que cuando las condiciones económicas lo propicien, bajarlas.
সাধারণ নাগরিকদের কাছে ইন্টারনেট প্রবেশের সম্ভাব্যতা ছিল একটি বিচারাধীন বিষয়, যদিও এটি একটি বড় নাগরিক চাহিদা। এই কাজের জন্য দায়ীরা স্বীকার করেছেন যে ফিগুলো কতোটা বর্ধিত। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থনৈতিক অবস্থা অনুমোদন দিলে তাঁরা এগুলো কমিয়ে দিবেন।
প্রথম নাউটা ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। মায়েলে গঞ্জালেজ তাঁর অভিজ্ঞতা সবিশেষ বর্ণনা [স্প্যানীশ] করে বলেছেনঃ
Subir 5 minutos de video en La Habana aunque seas un usuario Nauta puede llevarte 6 horas de trabajo…
হাভানাতে ৫ মিনিটের একটি ভিডিও আপলোড করতে, এমনকি আপনি যদি নাউটা ব্যবহারকারী হন তবুও আপনাকে ৬ ঘন্টা কাজের সমান অর্থ ব্যয় করতে হবে…
সিওমেল স্যাভিও অদ্রিওজোলার [স্প্যানীশ] মতে,
Usando una hora semanal de Internet se te van 18 cuc al mes casi el 75 % del salario promedio. Definitivamente la bolsa negra se convertirá en un “Hueco negro”. Contemos los meses o años que demorarán en bajar los precios como ha pasado paulatinamente con la telefonía celular…
প্রতি সপ্তাহে এক ঘন্টা ইন্টারনেট ব্যবহার করতে মাসে ১৮ পেসো খরচ হবে, যা গড় পারিশ্রমিকের শতকরা প্রায় ৭৫ ভাগ। কালো ব্যাগটি খুব তাড়াতাড়ি একটি “কৃষ্ণ গহ্বরে” পরিনত হবে। চলুন, এর দাম কমতে কতো মাস ও কতো বছর লাগবে তার হিসেব করি, খুব ধীরে ধীরে সেল ফোনের দাম কমতে যেমনটি লেগেছিল…
কিউবা এমন একটি সামাজিক ইন্টারনেট প্রবেশাধিকার নীতি অনুসরণ করে যা বেশীরভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ সংক্রান্ত এবং বৈজ্ঞানিক সেন্টারগুলো থেকে মুক্তভাবে ওয়েব সংযোগ প্রাপ্তি বাড়াতে কার্যরত। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী ২০১৩ সালের মে মাসে রাষ্ট্র-চালিত দৈনিক গ্রানমা তে ঘোষণা [স্প্যানীশ] করেছেন, “এটি একটি বাজারে পরিনত হবে না, যা জ্ঞানের প্রবেশাধিকার কে নিয়ন্ত্রণ করবে”। সেসময় থেকে বাকি একমাত্র করণীয় কাজটি হল আশাবাদি হওয়া যে ধীরে ধীরে ফিগুলো কমবে এবং ব্যক্তিগত বাসা-বাড়িতে সেবাটি পেতে অনুমোদন দেওয়া হবে।