ইয়েমেনঃ শেখের বরযাত্রার গাড়ী অতিক্রম করার কারণে দুই যুবককে হত্যা

ইয়েমেনের দুই যুবক, যারা মূলত দক্ষিণের শহর এডেনের বাসিন্দা, গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় এক শেখ পরিবারের বরযাত্রীদের অতিক্রম করার কারণে তাদের খুন করা হয়। বুধবার, ১৫ মে, ২০১৩ তারিখে খালিদ আল খাতিব এবং তার বন্ধু হাসান আমান যখন তাদের গাড়ি চালিয়ে আদিবাসি এক জনগোষ্ঠীর বারযাত্রীর গাড়িগুলোকে অতিক্রম করে, তখন তাদের গুলি করে হত্যা করা হয়। এই বরযাত্রা ছিল শেখ আলী আব্দে রাবোর পরিবারের, যে ইয়েমেনের ইসলাহ নামক রাজনৈতিক দল এবং জাতীয় আলোচনার এক সদস্য। পরিহাসের বিষয় হচ্ছে এই যে, যাদের নিয়ে দক্ষিণ বিষয়ক আলোচনা, তারা এর অন্যতম সদস্য। আরো বিপজ্জনক বিষয় হচ্ছে এই বরযাত্রীদের সাথে শেখের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একদল পুলিশও সে সময় সেখানে উপস্থিত ছিল। সংবাদ অনুসারে যখন শেখের দেহরক্ষীরা ঠাণ্ডা মাথায় এই দুই যুবককে গুলি করে, তখন সেখানে উপস্থিত পুলিশেরা তাদের থামানোর জন্য কিছুই করেনি। সর্বোপরি পুলিশ তার আইনগত দায়িত্ব পালন করা এবং হন্তারকদের গ্রেফতার করার বদলে, উক্ত বরযাত্রীর সাথে চলে যায়, আর পেছনে রেখে যায় খালিদ এবং হাসানের মৃতদেহ।

আলা ইসাম, এডেনের একজন একটিভিস্ট এবং ব্লগার, তিনি এই অপরাধ সম্বন্ধে টুইট করেছেন:

@আলাইসাম: ইসলাহ নামক দলের নেতা #আদিবাসী এক শেখের প্রহরীরা #এডেনের রাস্তায় দুই তরুণকে হত্যা করেছে। #স

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .