মিশরীয়দের মুরসিকে নির্বাচনের কারণ…

গত ২৪ জুন তারিখে মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে মোহাম্মদ মুরসির পক্ষে ভোট দেওয়া মিশরীয়রা টুইটারে অনুতপ্ত হয়েছেন – এবং তাদের খেদ একটি নতুন হ্যাশট্যাগে স্পষ্টঃ আমি মুরসিকে নির্বাচিত করেছি কারণ..

হ্যাশট্যাগটি [আরবি ভাষায়] – # _ انا انتخبت _ مرسي _ عشان (আমি মুরসিকে নির্বাচন করেছি কারন) এবং এটি হালকা চটুল এবং ব্যাঙ্গ-বিদ্রূপ উত্পন্ন করেছে। মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুরসি, আহমেদ শফিকের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন। আহমেদ শফিক ছিলেন হোসনি মুবারকের সর্বশেষ প্রধানমন্ত্রী, যিনি তার শাসনের বিরুদ্ধে দেশ ব্যাপী ১৮ দিন ধরে বিক্ষোভ চলায় ৩২ বছর পর পদত্যাগ করেন।

মুরসির শাসনের মাত্র কয়েক মাসের মধ্যে মিশরীয়রা তার প্রস্থানের দাবিতে রাস্তায় নেমেছেন। মুবারকের শাসনামলের মত, এবারের বিক্ষোভ সমাবেশও চূর্ণ করে দেওয়া হয় এবং প্রতিবাদকারী ও পুলিশের সংঘর্ষ তা সহিংসতায় রুপ নেয়।

সারা হাসান বলেছেন [আরবি ভাষায়]:

#انا_انتخبت_مرسي_عشان أموت شهيد

@সারাম৭আসান২০১০ঃ আমি মুরসিকে নির্বাচিত করেছি কারণ, আমি শহীদের মত মরতে পারি।

আহমেদ আরাফি নোট লিখেছেন:

#انا_انتخبت_مرسي_عشان انتخبوك يا #مرسي علشان يضربوا نفسهم بـ أجدع جزمة

@আহমেদআরাফিঃ মুরসি, আপনাকে তারা নির্বাচিত করেছে, যাতে তারা তাদের জুতা দিয়ে নিজেদের আঘাত করতে পারে।

মোহাম্মদ সালাহ আরও বলেছেনঃ

#انا_انتخبت_مرسي_عشان انا راجل ابن كلب

@৭আগগঃ আমি মুরসিকে নির্বাচিত করেছি কারণ, আমি একজন কুকুরের বাচ্চা।

এবং মোহাম্মদ ইউসুফ ব্যাঙ্গ করেছেন:

#انا_انتخبت_مرسي_عشان لأنه روش وستايل وبيتكلم انجليش لانجويتش كويس أوي ده غير انه الانسان الوحيد اللي شاف طائر النهضه المبارك !

@ইউসুফইয়ানঃ তিনি স্টাইলিশ এবং খুব ভাল ইংরেজী বলতে পারেন। তিনি স্বর্গবাসী রেনেসাঁস পাখির মতো দেখতে একমাত্র ব্যক্তি।

আলেয়া গাড মন্তব্য করেছেন:

#انا_انتخبت_مرسي_عشان يحل لنا مشكلة الانفجار السكاني عن طريق خطة خمسية لمضاعفة حوادث القطارات والطرق وانهيار العمارات وقطع خلف الجميع.

@আলেয়াগাডঃ আমি মুরসিকে নির্বাচিত করেছি কারণ, পাঁচ বছরের পরিকল্পনার অংশ হিসেবে তিনি ভবন ভেঙে, ট্রেন এবং রাস্তা বিপর্যয় বৃদ্ধির মাধ্যমে মিশরের জনসংখ্যা বিস্ফোরণ সমস্যার সমাধান করবেন। তিনি মিশরীয়দের অক্ষমও করে তুলবেন।

এদিকে, @সালামোন্টি_ মুরসিকে নির্বাচনে তাঁর দায়িত্ব অস্বীকার করেছেনঃ

#انا_انتخبت_مرسي_عشان والمصحف ما عملتها .. دانا ايدى تنقطع ولا يغطسوها فى بلاعة ولا انى انتخب البغل ده .. الحمد لله كنت #مبطلون

@সালামোন্টি_: আল্লাহর নামে শপথ করে বলছি, আমি মুরসিকে নির্বাচিত করিনি। আমি আমার হাত কেটে ফেলব, তবুও এমন গাধাকে ভোট দিব না। খোদাকে ধন্যবাদ যে, আমি মুবতিলুন (যারা অকার্যকর ব্যালট নিক্ষেপ করে) ছিলাম।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .