মিশরের দ্যা এসোসিয়েশন অব ফ্রিডম অব থট এন্ড এক্সপ্রেশন তাঁদের ডিজিটাল স্বাধীনতা কর্মসূচির অংশ হিসাবে একটি “ডিজিটাল নিরাপত্তার জন্য আইনি গাইড” জারি করেছে। গাইডটি ডিজিটাল মত প্রকাশের স্বাধীনতায় আগ্রহী ক্যম্পেইনার, মানবাধিকার কর্মী ও আইনজীবীদের জন্য তৈরি করা হয়েছে। এছাড়া মোবাইল ফোন, কম্পিউটার বা ডাটা (তথ্য) সংরক্ষণ বা বিতরণ করার জন্য ব্যবহৃত অন্য যেকোনো ডিভাইসের মধ্যে সংরক্ষিত যোগাযোগ এবং তথ্যের গোপনীয়তা রক্ষার জন্যও এটি ব্যবহৃত হবে। তারা যুক্তি দেখান, নিরাপত্তা সমস্যা ব্যবহারকারী এবং অন্যদের উভয়ের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে, মত প্রকাশের স্বাধীনতা সীমিত এবং গোপনীয়তার অধিকার নেই এমন নিপীড়ন শাসনের অধীনে থাকা ব্যবহারকারীদের ক্ষেত্রে ব্যাপক সমস্যা তৈরি করে। সেখানে ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল সেবা ব্যবহার করে কর্মীরা প্রায়ই “যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার” অথবা “ডিজিটাল প্রকাশনার মাধ্যমে ব্যক্তি ও সংগঠনকে অপমান করা”র মত অস্পষ্ট অভিযোগের সম্মুখীন হোন।
ডিজিটাল নিরাপত্তা আইনি গাইডটি দুটি ভাগে ভাগ করা হয়েছে: প্রথমটি হল প্রযুক্তিগত ম্যানুয়াল, যেটি ডাটা এবং তথ্য নিরাপদে রাখবে এবং অন্যের ব্যাপারে নাক গলানো অথবা অনুপ্রবেশ বন্ধ করবে। দ্বিতীয়টি হচ্ছে, অবৈধভাবে ডিজিটাল বিষয়বস্তু প্রকাশে অভিযুক্তদের আইনি পরামর্শের জন্য একটি সংকলন।
দ্যা এসোসিয়েশন অব ফ্রিডম অব থট এন্ড এক্সপ্রেশনস এর ডিজিটাল স্বাধীনতা কর্মসূচির অংশ হিসেবে প্রকাশিত গাইডটি ডিজিটাল নিরাপত্তার আইনগত দিকের গুরুত্তের উপর প্রতিষ্ঠিত। ডিজিটাল প্রকাশনার অপরাধের সাথে সম্পর্কিত তদন্ত এবং বিচারের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এটি ব্যাখ্যা করার চেষ্টা করে। এসব অপরাধীরা প্রায়ই অন্যান্য অপরাধীর তুলনায় অনেক বেশী গোপনীয়তা ভোগ করেন। গাইডটির প্রযুক্তিগত অংশ ব্রাউজিং, ফাইল সম্পাদনা, ডাটা স্টোরেজ, হারিয়ে ফেলা ফাইল পুনরূদ্ধার, ভাইরাস থেকে সুরক্ষা এবং অনুপ্রবেশের প্রচেষ্টা রহিত করার মত আরও বিভিন্ন ধরণের ডিজিটাল নিরাপত্তার জন্য অনেক ধরণের সরঞ্জাম সরবরাহ করে।
কাগজটি দেখতে এখানে ক্লিক করুন [আরবি ভাষায়]।