মহাশূন্য থেকে মধ্যপ্রাচ্যকে দেখা: কমান্ডার হ্যাডফিল্ড টুইটারে তার ছবি প্রদর্শন করেছেন

কানাডার নভোচারী Canadian astronaut ক্রিস হ্যাডফিল্ড , সম্প্রতি আন্তর্জাতিক মহাশূন্য স্টেশনে পরিভ্রমণে মহাশূন্যে অবস্থান করছেন, সেখান থেকে তিনি টুইটারে বিশ্বের বিভিন্ন প্রান্তের দুর্দান্ত সব দৃশ্যাবলির ছবি প্রদর্শন করছেন। মহাশূন্য থেকে মধ্যপ্রাচ্যের উপর তোলা তার কিছু ছবি এখানে প্রদর্শন করা হল।
আঙ্কারা:

যখন আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন তুরস্কের উপর দিয়ে যাচ্ছিল, তখন তিনি তুরস্কের রাজধানী আঙ্কারার এই ছবিটি প্রদর্শন করেন। তিনি টুইট করেন:

@সিএমডিআর_হ্যাডফিল্ড: আঙ্কারা, তুরস্কের রাজধানী, প্রাচীন এক শহর ,আমাদের মত ৫০ লক্ষ লোকের এক বসতি, আর এখানে আঙ্গোরা নামক উল পাওয়া যায়।

Ankara from space. Photograph by @comdr_hadfield

মহাশূন্য থেকে তোলা আঙ্কারার ছবি। এই ছবির ফটোগ্রাফার @সিএমডিআর_হ্যাডফিল্ড

তেলআবিব:

যখন মহাশূন্য স্টেশন ইজরায়েল-এর উপর দিয়ে যাচ্ছিল, তখন তিনি তেলআবিবের এই ছবিটি প্রদর্শন করে লেখেন:

@সিএমডিআর_হ্যাডফিল্ড: তেলআবিব, ইজরায়েল নামক রাষ্ট্রের ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী শহর, যেখানে ৪০ লক্ষ নাগরিকের বাস।

Tel Aviv from Space. Photograph shared by @Cmdr_Had field on Twitter

মহাশূন্য থেকে তোলা তেলআবিবের ছবি। টুইটারে ছবিটি প্রদর্শন করেছে @সিএমডিআর_হ্যাডফিল্ড

মিশর:

মিশরের রয়েছে দুটি ছবি, এর প্রথমটি হচ্ছে নীল নদের এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাণবন্ত রাজধানী কায়রোর।

নীল নদ:

@সিএমডিআর_হ্যাডফিল্ড: 

রাতের বেলায় কায়রোর পাশে বদ্বীপের মধ্যে দিয়ে প্রবাহিত নীল নদ যেন অনেক জীবন্ত।

The Nile from Space. Photograph shared by @Cmdr_Hadfield on Twitter

মহাশূন্য থেকে নীল নদ-এর ছবি। টুইটারে ছবিটি প্রদর্শন করেছে @সিএমডিআর_হ্যাডফিল্ড

কায়রো:

@সিএমডিআর_হ্যাডফিল্ড: রাতের বেলায় কায়রোর দৃশ্য। ছবিতে আপনারা এল গাবালাইয়া পার্কটি দেখতে পারছে। পিরামিডগুলো কি আলোকিত করা হয়েছে?

Cairo from Space. Photograph shared by @Cmdr_Hadfield on Twitter

মহাশূন্য থেকে কায়রোর ছবি। টুইটারে ছবিটি প্রদর্শন করেছে @সিএমডিআর_হ্যাডফিল্ড

মিশরীয় ব্লগার মোস্তাফা হুসেইন প্রশ্ন করেছে:

@মোফতাসা: গাবালাইয়ে পার্ক ছাড়া আর কি আছে?

দেখে মনে হচ্ছে মহাশূন্যের মানচিত্রটি আমাদের মাটির এই মানচিত্রের চেয়ে আলাদা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .