বাহরাইনে নববর্ষ ও পুরোনো অভ্যাস

 এ পোস্ট টি আমাদের বাহরাইন প্রতিবাদ ২০১১/২০১২ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

আতসবাজী আর উৎসবের মধ্য দিয়ে সারা দুনিয়া যখন নববর্ষকে উদযাপন করছে তখন কর্তৃপক্ষের বিশেষ ধরণের নির্যাতন পরিষেবার জন্য বাহরাইনী বিক্ষোভকারীরা অপেক্ষা করছেন।

নূতন বছরের প্রারম্ভকে স্মরণীয় করতে বাহরাইন নিউজ এজেন্সি গত বছরের অর্জন উদযাপন করার জন্য বিবৃতি প্রদান করে, সেখানে বলা হয়ঃ

এ রাজ্যের অপাপবিদ্ধ মানবাধিকারের রেকর্ড ও উজ্জ্বল ভাবমূর্তি এখনো অক্ষুন্ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুচ্ছ ও মিথ্যা অভিযোগের প্রচারণাও রাজ্যের সুনামকে ক্ষুন্ন করতে পারে নি।

একই সময়ে বিভিন্ন দোলাচলের মধ্য দিয়ে বাহরাইনী জনগণ নববর্ষের অভিজ্ঞতা অর্জন করে। সৌভাগ্যবশতঃ নেট নাগরিকেরা কিছু জিনিস ডকুমেন্ট করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ছড়িয়ে দেন। তাঁরা বিশ্বকে দেখান যে সরকার কথিত “অপাপবিদ্ধ মানবাধিকার রেকর্ড” এবং “মিথ্যা অভিযোগের” প্রকৃতি কেমন।

ব্লগার @চানাদবিএইচ একটি ভিডিও লিঙ্ক টুইট করেন এবং মজার মন্তব্য করেনঃ

@চানাদবিএইচঃ #বাহরাইন পুলিশ কর্মকর্তা ইট দিয়ে থেমে থাকা গাড়িতে আক্রমণ করছেন। অবশ্যই আত্ম রক্ষার প্রয়োজনে http://www.youtube.com/watch?v=HraRTyuvpOY …

 

ভিডিওটিতে জুরদাব গ্রামে একজন দাঙ্গা পুলিশকে পার্ক করা গাড়িতে ইট নিক্ষেপ করতে দেখা যাচ্ছে।

সম্প্রতি বাহরাইনী জাতীয়তা পরিত্যাগকারী একাডেমিক অধ্যাপক ডঃ আব্দুলহাদি খালাফ আরেকটি ভিডিও শেয়ার করেন এবং মন্তব্য করেনঃ

 بلطجية الداخلية تحاول كسرأحد أالأبواب****ألهذا السبب تكثر الإصابات بين البلطجية؟

@ আব্দুলহাদিখালাফঃ স্বরাস্ট্র মন্ত্রণালয়ের গুণ্ডারা দরজা***ভেঙ্গে প্রবেশের চেষ্টা করছে একারনেই কি গুণ্ডাদের মধ্যে হতাহতের সংখ্যা বেশি?

@আহরার_মুরকুবান, সিত্রা গ্রামের সংবাদ প্রদানে নিবেদিত একজন টুইটার ব্যবহারকারী একই ঘটনার বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। পুলিশ বাহিনীকে এ ভিডিওটিতে সম্ভবতঃ উর্দু ভাষায় কথা বলতে দেখা যাচ্ছেঃ

 فيديو : المرتزقة وهم يخططون لأقتحام منزل – سترة – ميادين اللؤلؤhttp://youtu.be/sqQp3BJpy7s  http://fb.me/2rcPUyfkP

@ আহরার_মুরকুবানঃ ভাড়াটে সৈন্যরা একটি বাড়িতে হানা দেওয়ার পরিকল্পনা করছে- সিত্রা

ভিডিওর ঘোলাটে ভাব কুয়াশার জন্য নয় – গ্রামগুলোতে প্রতিদিন যে ভারি কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় তার কারনে।

মানবাধিকার কর্মী মারিয়াম আলখাজা একটি ভিডিও শেয়ার করেন। ঐ ভিডিওটিতে দেখা যায়  আপাতঃ কোন কারন ছাড়াই পুলিশ বাহিনী মহিলাদের বিরক্ত করছেঃ

@ মারিয়ামআলখাজা: কোন কারন ছাড়াই নিরাপত্তা বাহিনী মহিলাদের উপর মরিচের গুড়া স্প্রে করছে। আরটি @: 1-1-13 http://youtu.be/0wokYBRrxpM  

টুইটার ব্যবহারকারী মাহমুদ আলশেখ আরেকটি ভিডিও টুইট করেন। ঐ ভিডিওটিতে দেখানো হয়েছে বাহরাইনে সব ভালো কাজেই শাস্তি পেতে হয়ঃ

#البحرين – سترة: مطاردة الشباب بعد محاولتهم انقاذ عائلة مختنقة 1 1 2013:http://youtu.be/0sTkwcQxxD0 

@এম_আলশেখ: বাহরাইন- সিত্রা [ বাহরাইনের পূর্ব দিকের একটি দ্বীপ]: ধোঁয়ায় দম বন্ধ হওয়া থেকে একটি পরিবারকে রক্ষার জন্য তরুণেরা চেষ্টা চালাচ্ছে ২০১৩ ১ ১

গত বছর ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস [@পি৪এইচআর] তাঁদের প্রতিবেদনে বলে

পিএইচআর তদন্তকারীরা যে সব আহত বিক্ষোভকারীকে পরীক্ষা করেছেন তাঁরা সবাই ভোতা অস্ত্রের আঘাত এবং মাথা ঘাড় ও হাত-পায়ে ফোলা জখমে ভুগছেন, আর এ সব কিছু আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে থেকে ছোড়া ধাতব ক্যানিস্তারার কারনেই ঘটেছে।

বাহরাইন বিষয়ক সংবাদ পরিবেশনে অভিজ্ঞ ১৪ ফেব মিডিয়া নেটওয়ার্ক নববর্ষের দিন বাহরাইনে কি ঘটেছিল সে বিষয়ে পরিষ্কার উদাহরণ টুইট করেনঃ

#المنامة: طلقة مباشرة تصيب أحد الثوار #ميادين_اللؤلؤ 01 01 2013:http://youtu.be/_I-HhhSz87s 

@ফেব১৪মিডিয়াঃ বাহরাইন| মানামাঃ সরাসরি আসা একটি গুলি একজন বিক্ষোভকারীর গায়ে লাগে

একই নেটওয়ার্ক আরেকটি একই ধরণের পরিষ্কার ভিডিও পোস্ট করেঃ

#سترة #سفالة : طلقة مباشرة تصيب رأس أحد المتظاهرين 1/1/2013#البحرين

@ ফেব১৪মিডিয়াঃ সিত্রা- সুফালা [ সিত্রা দ্বীপের একটি গ্রাম]: একজন বিক্ষোভকারীর মাথায় সরাসরি গুলি ১/১/২০১৩

বৈষম্য না করার জন্য পুলিশ বাহিনীকে অবশ্যই প্রশিক্ষিত করা উচিত। বয়সের ক্ষেত্রেও ভেদাভেদ করা উচিত না। যেমন এই ছোট শিশু (মন্তব্যে জানা যায় সে চার বছর বয়সী) টি বাহরাইনী ধারায় নববর্ষ উদযাপনের আনন্দ থেকেও বঞ্চিত হয় নি। মোয়াওয়েন ব্যখ্যা করেনঃ

@ মোয়াওয়েনঃ দাঙ্গা পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে ছোট শিশু আক্রান্ত http://youtu.be/4eQmT_M7 এটা ক্রমাগতভাবে শিশু অধিকার লংঘনঃ

সাংবাদিক দিমা খাতিবের শেয়ার করা ছবিগুলোতে ঘটনা স্পষ্টভাবে দেখা যায়ঃ

@ দিমা_খাতিব ঃ বাহরাইন… আবার! আরটি @মোহদআসুরঃ গতকাল থেকে তোমাকে দেখার কোন সুযোগ আছে? ৪ বছর বয়সী কাঁদানে গ্যাসে আক্রান্ত pic.twitter.com/DW7lD5Gl

ছবিতে দেখা যাচ্ছে কিভাবে একটা ছোট শিশু কাঁদানে গ্যাসে আক্রান্ত, ছবি @১৪ ফেবঅনলাইন

স্বরাস্ট্র মন্ত্রণালয়ের টুইটার একাউন্ট ব্যবহার করে নববর্ষের দিনের ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক উত্তর দেয়, বলা হয়ঃ

@এমওআই_বাহরাইনঃ আইন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারীঃ ওয়েব সাইটে বলেন বাহরাইনের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ৩ঃ৩০ মিনিটের জমায়েত অবৈধ

@এমওআই_বাহরাইনঃ মত প্রকাশের স্বাধীনতা ও গণ জমায়েত সংবিধান কর্তৃক সংরক্ষিত, এবং যারা এ ধরণের অধিকার থেকে উপকার লাভ করতে চান তাঁদের উচিত আইন মেনে চলা

@এমওআই_বাহরাইনঃ নিরাপত্তা রক্ষার্থে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত

এ প্রতিবেদনের শুরুতে বাহরাইন নিউজ এজেন্সির বিবৃতির শেষে বলা হয়েছেঃ

বাহরাইন রাজ্য দৃঢ়ভাবে ও নিশ্চিতভাবে ২০১৩ সালে উজ্জ্বলতম ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

ব্যক্তিগতভাবে আমি আশা করি এটা সত্যি হবে।

এ পোস্ট টি আমাদের বাহরাইন প্রতিবাদ ২০১১/২০১২ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .