নতুন বছরের আগমন উদযাপন করার অনেকগুলো কারনের একটি তালিকা [স্প্যানিশ] তৈরি করেছেন উরুগুয়ের ব্লগার আনা ডোনার রাইবেক। যদিও অনেকের কাছেই তা “হাস্যকর” মনে হতে পারেঃ
অনেকেই বলেন যে তাঁরা সুখী লোকেদের বর্তমানকালের সান্তা ক্লজের ওপর বিরক্ত। একেকজন অবশ্য একেক কথা বলেন।
এটা খুব সস্তা হতে পারে, তবে সুখী লোকেদের দেখে আমি আনন্দিত। সুখের সেসব কিছু মুহূর্তগুলো নষ্ট করা আমাদের জীবনের জন্য খুব সহজ নয়। সবার জন্যই জীবন কঠিন। জীবন হচ্ছে আনন্দ ও বেদনার সাইন বক্র রেখার মতো।