পেরুর সংসদ সদস্যদের বেতন বৃদ্ধি বিষয়ক কেলেঙ্কারি [স্প্যানিশ ভাষায়], যাক কিনা ব্যায় বৃদ্ধির আবরণে করা হয়েছে, সেশিওন ডে কন্ট্রোল-এ, সাংবাদিক মার্টিন হিডেলগো ল্যাটিন আমেরিকার সংসদ সদস্যদের বেতনের এক তুলনামূলক বিশ্লেষণ করেছে [স্প্যানিশ ভাষায়]। “এতে দেখা যাচ্ছে এই এলাকায় চিলির সাংসদরা সবচেয়ে বেশী বেতন পান, যারা প্রায় ৩০,৬০২ ডলার সম পরিমাণ বেতন পান […]।” এ বছরের নভেম্বর পর্যন্ত, পেরু এই তালিকার ষষ্ট [স্থানে] ছিল, কিন্তু “বেতন বৃদ্ধির কারণে দেশটি এখন কলম্বিয়ার উপরে অবস্থান করছে”। মার্টিন উপসংহার টেনেছে এভাবে: পেরুতে সংসদের উপর অনাস্থা অনেক তীব্র, যা ৬৩ শতাংশ। যদি আমরা তা বিবেচনায় রাখি, তাহলে সবকিছু অনেক বেশী আশঙ্কাজনক। প্রোটিকার সংবাদ অনুসারে , দেশটির ৮৬ শতাংশ নাগরিক বিশ্বাস করে যে সংসদে দূর্নীতি হচ্ছে”।