জার্মানি: “সাপলুডু খেলতে খেলতে ঈশ্বর একঘেয়েমিতে আক্রান্ত”

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জার্মান দৈনিক হান্ডেলসব্লাট গ্রিসের প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাসকে বছরের সেরা রাজনীতিবিদ নির্বাচিত করেছে , আরেকদফা কৃচ্ছতা সাধন, গ্রিসের জন্য আরেকটি অর্থনৈতিক উদ্ধার পরিকল্পনা, ইউরোপিয়ান কমিশনের আরেকটি সতর্কতা , আগামীতে যা আরো আসছে, এবং বিরামহীন ‘জিরেক্সিট ধারণায় ( গ্রিস কি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবে কিনা এবং ঋণ পরিশোধে তার ব্যর্থতা)। অর্থনৈতিক ব্লগার এ্যালবার্ট জন -এর একটা ব্যাখ্যা প্রদান করেছে :

এমন কোন বিশ্ব নেই যেখানে সামারাস বছরের সেরা রাজনীতিবিদ বিবেচিত হতে পারে। সাপলুডু খেলতে খেলতে স্রষ্টা একঘেয়েমিতে আক্রান্ত হয়েছেন। পৃথিবীর ইতি ঘটেছে। আপনি যা দেখছেন তা বিশ্বাস করবেন না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .