তাইওয়ান-ভিত্তিক মিডিয়া কোম্পানী ওয়ান্ট ওয়ান্ট চায়না টাইমস গ্রুপ এই জুলাই মাসে দেশটির দ্বিতীয় বৃহত্তম কেবল টিভি পরিষেবার ৬০% অর্জন করার পরে নভেম্বরে এটি হংকং-ভিত্তিক নেক্সট মিডিয়া লিমিটডের কাছ থেকে দেশের সবচেয়ে বেশি বিক্রিত সংবাদপত্র দৈনিক আপেল [চীনা ভাষায়]-এর ৩২% কিনে নিয়ে তার বিস্তৃত অব্যাহত রেখেছে।
এটা স্পষ্ট যে চীনপন্থী ওয়ান্ট ওয়ান্ট চায়না টাইমস গ্রুপের চেয়ারম্যান ৎসাই এঙ-মেঙ তাইওয়ানে তার প্রভাব বিস্তার করতে চান এবং মিডিয়াতে এর একচেটিয়াত্ব তাইওয়ানের রাজনীতিতে চীনা সরকারী হস্তক্ষেপের নিয়ে চিন্তিত স্থানীয় তাইওয়ানিদের মধ্যে অনেক উদ্বেগ সৃষ্টি করেছে।
তাইওয়ানে সর্বশেষ অধিগ্রহণের পরে মিডিয়া একাধিপত্যের বিরুদ্ধে গণছাত্র বিক্ষোভ স্বত্ত্বেও সরকার তাদের উদ্বেগ এবং দাবি উপেক্ষা করেছে। প্রবাসী তাইওয়ানিরা এখন বিশ্বজুড়ে একটি অনলাইন বিক্ষোভ সংগঠিত করেছে।
অর্থনীতিবিদ ইউ-সি লিউ লিউ কেন তিনি এই বিক্ষোভকে সমর্থন করেন সেটা ব্যাখ্যা করেছেন:
আমি জানি ব্যক্তিস্বাধীনতা পন্থীরা একচেটিয়া অধিকার বিরোধী আইন সমর্থন করে না। কিন্তু তাইওয়ানে একাধিপত্য বিরোধী প্রসঙ্গটি ভিন্ন: আমরা আমাদের মুক্ত বাজার এবং স্বাধীনতা বিপন্নকারী একটি বহিরাগত শক্তির মখোমুখি। এর একচেটিয়া ক্ষমতা বাজারের স্বাভাবিক প্রক্রিয়া থেকে আসেনি; এটা এসেছে ভাড়া-অন্বেষণকারী [ক্ষমতাসীন দল] কেএমটি (কুওমিনটাং) এবং সিসিপি [চীনা কমিউনিস্ট পার্টি] থেকে। এই কারণে আমরা মিডিয়া বাজারে একাধিপত্যের বিরোধিতা করছি।
এছাড়াও মিশরে একদল তাইওয়ানি ছাত্র-ছাত্রী [চীনা ভাষায়] ব্যাখ্যা করেছে মিডিয়া একাধিপত্য দর্শক-শ্রোতার দৃষ্টিকোণকে কিভাবে একদেশদর্শী করে ফেলবে:
兩周前加薩砲火再起,西方主流媒體大多單方面的報導以色列政府所發出的聲明,而輕描淡寫報導以色列軍隊造成慘烈的平民死傷……各大西方媒體的不平衡報導是背後有無數政治和資金操作導致。……再反觀台灣,當我們的媒體被中國資金控制,為財團利益屈服,我們該如何能看見真相?
চীনে নাগরিক ক্ষোভ এবং রাজনৈতিক নিপীড়নের প্রতীকী স্থান তিয়েনআনমেন স্কোয়ারে চীনা সরকারের প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে একজন তাইওয়ানি বিক্ষোভ করেছে।
জার্মানী থেকে জমা দেওয়া একজন অনলাইন বিক্ষোভকারীর নোট [চীনা ভাষায়] বিশ্বব্যাপী এই সমস্ত সমর্থকদের চিন্তাকে হয়তো সংক্ষেপে তুলে ধরেছে:
趁我現在還能夠說話,言論發表不會被莫名其妙撤掉,趁你現在抓不到我,趁你現在封不住我的嘴,我要大聲說:「不管你是錢賺得不夠多,還是手上握有更多更黑暗的政治利益,長遠來看,這麼做就是出賣了國家的安全,我不願意被你們控制,我不想當個愚民,我只是一個大學生,但我堅持抗議到底。」