দাবানলের মত অনলাইনে সংবাদ ছড়িয়ে পড়েছে যে, গাজায় সপ্তাহব্যাপী ধরে চলা সহংসিতা নিরসনে আজ রাতে [২০ নভেম্বর, ২০১২] কায়রোতে হামাস এবং ইজরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবে।
গাজা থেকে ইসমাইল মহসিন রিপোর্ট করেছেনঃ
@ইসমাইলফিদেলঃ প্রচেষ্টা: মিশরের মধ্যস্থতায় আজ রাতে কায়রোর একটি সংবাদ সম্মেলনে হামাস এবং ইসলামিক জিহাদি নেতারা একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন।
নিগার হাসিযেড আরও বলেছেনঃ
@এনহাসিযেডঃ ইসরাইলি চ্যানেল ১০ এবং আরবি আল জাজিরা উভয় রিপোর্ট করেছে যে শীঘ্রই (মধ্যরাত্রি শুরু, আজ রাতে) যুদ্ধবিরতি ঘোষণা করা হবে #গাজা
এবং বিবিসি গাজা এবং ওয়েস্ট ব্যাংক সংবাদদাতা জন ডনিনসন টুইট করেছেনঃ
@জনডনিনসনঃ কায়রোয় হামাসের মুখপাত্র আইমান তাহা বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতি ঘোষণা আসছে, যা আজ রাত থেকে কার্যকর থাকবে।
টুইটার প্রতিবেদনগুলি এরইমধ্যে আরও বিস্তারিত আলোচনা শুরু করেছে।
গত আধ ঘন্টায়, ওয়াশিংটন পোস্ট কায়রো ব্যুরোর চিফ এবিগেল হাউসলোহনার যিনি বর্তমানে গাজায় রয়েছেন, তিনি টুইট করেছেনঃ
@এহাউসলোহনারঃ আমরা শুরু করছি। উত্তর অংশে গত কয়েক মিনিটের মধ্যে ৪ বার হামলা হয়েছে # গাজা
সাবিহা মাহমুদ হতাশা প্রকাশ করেছেনঃ
@সাবিহামাহমুদঃ দৃশ্যত: আজরাত ৯টা থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি ডাকা হবে … ইতিমধ্যে ইসরায়েলকে প্রতিরোধ ছাড়াই আধিপত্য বিস্তারে একটি গণহত্যা সম্পূর্ণ করার সুযোগ দেওয়া হয়েছে #গাজা # আরোগ্য_গাজা
অ্যান্ডি কারভিন একটি প্রস্তাব দিয়েছেনঃ
@একারভিনঃ যুদ্ধবিরতি সম্পর্কে একটি কঠিন সত্য হচ্ছেঃ বাস্তবায়নের পূর্বে সহিংসতা প্রায়শ অধিক বাড়িয়ে দেয়। # গাজা
মাক্স ব্লুমেন্থাল জানতে চেয়েছেনঃ
@মাক্সব্লুমেন্থালঃ যেই সব সাংবাদিকরা গাজায় উড়ে এসেছেন তারা কি যুদ্ধবিরতির সময়ও থাকবে পাঠকদের ইজরায়েলী অবরোধে জীবন কিভাবে চলে তা জানাতে? সিসি: @অ্যান্ডাররসনকুপার