মিশরঃ কুয়েতি প্রতিবাদকারীদের জন্য উপদেশ

কুয়েতিরা নির্বাচন সংক্রান্ত আইন পরিবর্তনকে দোষারোপ করে, তাদের সর্বকালের সর্ববৃহৎ প্রতিবাদে অংশগ্রহণ করেছিলো। যখন সংসদ ভেঙ্গে যায় তখন দেশটির রাজতান্ত্রিক শাসক আইনটি পাস করে। কি করা উচিৎ এবং কি করা উচিৎ নয় সে বিষয়ে তাদেরকে উপদেশ দিতে মিশরীয়রা নিজেদেরকে টুইটারে ব্যস্ত রেখেছিল।

কুয়েতি পুরুষদের পোষাক কোড সমাধানে চেষ্টা করেছেন সামাহ আনোয়ার। কুয়েতিরা লম্বা ঢিলেঢালা গাউন পরিধান করে, যেটাকে থোব বলা হয়। তিনি টুইট করেছেন [আরবি]:

لبس الجلبيات ده مينفعش خالص ف الثورات

@সামাহআনোয়ারঃ বিপ্লবের জন্য থোব পরিধান করা উপযুক্ত নয়।

অন্য একটি টুইটে তিনি এর কারণ দেখিয়েছেনঃ

ماتجبوش الخراب لبلدكم انتو عايشين كويس واحمدو ربنا غيركم مش لاقي العيش

@সামাহআনোয়ারঃ আপনার দেশকে ধ্বংস করবেন না। আপনারা এখানে ভালোভাবে বসবাস করছেন। সৃষ্টিকর্তার দয়ার জন্য তাকে ধন্যবাদ। অন্য লোকেরা বেঁচে থাকতে পারছে না।

অনেক মিশরীয়র মধ্যে একই অনুভূতি প্রতিধ্বনিত হয়েছে। ইব্রাহিম ইলখাদম লিখেছেন [আরবি]:

#نصيحة_مصرية_للكوايته.. تبقوا ولاد مره لو سمعتوا كلامنا .. ده احنا اساسا معرفناش ننصح نفسنا بلا هبل

@ইব্রাহিমইলখাদমঃ যদি আমাদের কথা শোনেন তাহলে আপনারা সব হারাবেন। নিজেদের কীভাবে উপদেশ দিতে হয় তা আমরা নিজেরাই জানি না । বোকা হবেন না।

এলশাজলি বলেছেনঃ

ركزوا فى كل كلمة مكتوبة فى الهاشتاج دا واعملوا عكسها هتلاقوا ثورتكم نجحت

@এল_শাজলিঃ নিচের এই হ্যাশ ট্যাগটিতে যা লেখা আছে তার প্রতিটি শব্দ লক্ষ্য করুন এবং তার উলটো কাজটি করুন। আপনি আবিষ্কার করবেন যে আপনারদের বিপ্লব সফল হয়েছে।

Egyptians advise protesting Kuwaitis on Twitter

মিশরীয়রা টুইটারে প্রতিবাদী কুয়েতিদের উপদেশ দিয়েছেন। কুয়েতি নাসের আলমুফাররিজ টুইটারে এই স্ক্রিনশটটি শেয়ার করেছেন।

কুয়েতী নাসের আলমুফাররিজ একটি টুইটে এই স্ক্রিনশটটি শেয়ার করেন, যেটি আরবিতে লেখাঃ

আপনারা কেন বিপ্লব করছেন যখন আপনাদের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাটিও একজন মিশরীয় মন্ত্রীর চাইতেও বেশী ধনী?

অনেক মিশরীয় জেপরিল থুওয়াইবার মতো তাদের নিজেদের বিপ্লব সম্পর্কে কৌতুক করতে এই সুযোগটি ব্যবহার করেছেন, যিনি টুইট করেছেনঃ

قبل ما تتحركوا المره اللى جايه كل واحد يتفق مع صحابه ..بعد المسيره مفيش كلام ولا جدال والا الفراق

@জেপরিল১: পরবর্তীতে রাজপথে অবস্থান নেওয়ার আগে, আপনাদের প্রত্যেকের বন্ধুদের সাথে একমত হওয়া উচিৎ। একসাথে চলার পর, কথা বলবেন না, বিতর্কে জরাবেন না এবং ভিন্ন পথে চলে যাবেন না।( After the march, don't talk, argue and part ways)

তিনি আরও বলেছেনঃ

هما ثلاث خطابات لو حصل مبروك عليكوا متنسوناش بعد الفرحه الكبيره كام برميل كده ع الماشى احسن الحاله ضنك

@জেপরিল১: তিনটি মাত্র বক্তব্য রয়েছে [ক্ষমতা ত্যাগের পূর্বে মোবারকের তিনটি বক্তব্য উল্লেখ করে]। যদি তা ঘটে, তবে আপনাদের অভিনন্দন! আপনাদের এই আনন্দ উদযাপনের পর আমাদের ভুলে যাবেন না। যেহেতু আমাদের পরিস্থিতি ভয়ানক তাই কিছু ব্যারেল [তেল] দিয়ে আমাদের মনে রাখবেন।

কুয়েতে ঘটে যাওয়া ঘটনাকে কুয়েতীরাও খুব তাড়াতাড়ি শুধুমাত্র প্রতিবাদ হিসেবে নির্দেশ করে বলেছে যে – এটা প্রতিবাদ কিন্তু বিপ্লব নয়। বার্সেলোনিয়া ব্যাখ্যা করেছেনঃ

دي مش ثورة دا احتجاج يا اخوانا

@বার্সেলোনিয়াঃ এটি বিপ্লব নয়। এটি একটি প্রতিবাদ।

কিন্তু মোনা আবু ইলিয়াজিদ তার পরামর্শে অটল এবং একটি ধারণা শেয়ার করেছেনঃ

@মোনাআবুঃ কোন আপস নয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .