মেক্সিকোঃ নিখোঁজ কর্মী আলেফ জিমেনেজ জীবিত উদ্ধার

#ইওসয়১৩২ কর্মী আলেফ জিমেনেজ, যিনি গত সপ্তাহে নিখোঁজ হয়েছিলেন, তাকে তার বাসভূমি এনসেনাডা থেকে ৮০০ মাইলেরও বেশি দূরে মেক্সিকান সিটির লাপাজে নিরাপদ ও জীবিত উদ্ধার করা হয়েছে।

লুকানো থেকে বেরিয়ে এসে জিমেনেজ মেক্সিকো সিটিতে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে বিবৃতি দেয়ার জন্য গেছেন। আজ তার প্রথম সংবাদ সম্মেলনে [es]। জিমেনেজ বলেছেন যে সম্প্রতি একটি অজ্ঞাত গাড়ির আঘাতে তার দুই সহকর্মীর মৃত্যু এবং তার ও তার সহকর্মীদের ফোনে আড়িপাতার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে তিনি স্বেচ্ছায় লুকিয়ে ছিলেন।

জিমেনেজ কাউকে কিছু না বলেই শহর ছেড়ে যান এবং অবস্থান না জানানোর জন্য তার পরিবার ও বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন। পরে তার এই ব্যাপার গুরুত্ব পাওয়ার পরে তার পরিচিত একজন তাকে খুঁজে পান এবং তিনি তা প্রকাশের সিদ্ধান্ত নেন। তিনি কয়েকদিনের জন্য তার বাসভবন বাজা ক্যালিফোর্নিয়ায় ফিরবেন না বলে ঠিক করেছেন।

টুইটারে মেক্সিকান নেট নাগরিকগণ এই খবরে মিশ্র প্রতিক্রিয়া [es] দেখিয়েছেন, কয়েকজন জিমেনেজের বক্তব্য ও উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যেখানে অন্যরা জিমেনেজকে সমর্থন দিয়েছেন। উদাহরণস্বরূপ, @আরমান্ডোনিউন [es] লিখেছেনঃ

Aleph Jiménez

জিমেনেজ, টুইটার ব্যবহারকারী @ফ্যামিলিয়াআলেফজে-এর সৌজন্যে

@armandonune: La desaparicion de aleph jimenez no me cuadra, la version de aleph es infantil o lo obligaron a decir eso o quiere protagonismo

@আরমান্ডোনিউন: আলেফে জিমেনেজের অদৃশ্য হওয়া যৌক্তিক নয়, আলেফের অজুহাত শিশুসুলভ বা তাকে বলার জন্য জোর করা হয়েছিল বা তিনি পরিচিতি লাভ করতে চাচ্ছেন।

একইভাবে, গুস্তাভো আন্দ্রেদ (@স্যারডনগুস্তাভো) [es] লিখেছেনঃ

@SrDonGustavo: Aleph Jiménez temía por su seguridad e integridad física, pero se para en una carretera a pedir un aventón? ¿Cómo? Que alguien me explique..

@স্যারডনগুস্তাভো: আলেফ জিমেনেজ তাদের নিরাপত্তা ও শারীরিক সুরক্ষা নিয়ে ভীত ছিলেন, কিন্তু তিনি রাস্তায় বিনা ভাড়ায় ভ্রমণের জন্য দাঁড়িয়ে ছিলেন? কি? আমাকে কেউ একজন এটি ব্যাখ্যা করুন…

অন্যদিকে, জেসিকা (@@জেসিকা_অ্যাম) [es] উল্লেখ করেনঃ

@jessica_am: Me aterra que “periodistas” insistan en la irresponsabilidad de Aleph Jiménez y omitan que el chico estaba verdaderamente aterrado.

@জেসিকা_অ্যাম: আমি আতঙ্কিত যে “সাংবাদিকরা” আলেফ জিমেনেজের উদাসীনতার উপর জোর দিয়েছেন এবং লোকটি যে সত্যি আতঙ্কিত হয়েছিল তা উল্লেখ করতে উপেক্ষা করছেন।

এরকম ভাবে, সিসিলিয়া সিসনেরস সি. (@সিসিসিসিসিলিয়া) [es] বলেনঃ

@CCCCecilia: Cuando tengas miedo, te sientas acosado, vigilado, amenzado… solo así creo, puedes juzgar el actuar de Aleph Jimenez. No me ha pasado aun

@সিসিসিসিসিলিয়া: যখন আপনি ভয় পাবেন, আপনাকে বিব্রত, অনুসরণ, হুমকি দেয়া হবে…আমার মনে হয় শুধুমাত্র তখনই আপনি আলেফ জিমেনেজের পদক্ষেপ বিবেচনা করতে পারবেন। আমার এখনো এরকম কিছু হয় নি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .