২৮শে আগস্ট, ২০১২ তারিখে বলিভিয় কর্তৃপক্ষ কয়েকটি কূটনৈতিক অফিসের কাছাকাছি লা পাজের কেন্দ্রীয় এলাকার একটি সম্পত্তি থেকে কোন রকম নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছাড়াই দুই টন কঠিন উপাদান – সম্ভবতঃ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় খনিজ পদার্থ – স্থানান্তর করার সময় আটক করে।
পুলিশের বিশেষ ইউনিটের পরিচালিত অভিযানটির নেতৃত্ব দেন সরকারের মন্ত্রী কার্লোস রোমেরো। পরবর্তীতে জনাব রোমেরো জানিয়েছেন [স্প্যানিশ ভাষায়] যে ল্যাবরেটরি পরীক্ষা এবং বিশ্লেষণে উপাদানটি “তেজস্ক্রিয় নয়। এটা কোনো [স্বাস্থ্য] ঝুঁকি সৃষ্টি করবে না” প্রমাণিত হয়।
তবে রোমেরো ভূতত্ত্ব ও খনিবিদ্যা পরিষেবা সের্ঘিওটেকমিন [স্প্যানিশ ভাষায়] এবং বলিভিয় বিজ্ঞান ও নিউক্লিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানে আরো তদন্তের কথাও ঘোষণা করেছেন [স্প্যানিশ ভাষায়]। উপাদানগুলোর সম্ভাব্য তেজস্ক্রিয়তার বিষয়টি এখনো অস্পষ্ট।
মূলধারার মিডিয়া বিষয়টি সম্পর্কে তৎক্ষণাৎ প্রতিবেদন প্রদান করে এবং সেটা সারাদিন ধরে প্রচার করে। #ইউরেনিও হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মিডিয়া সাইটে উদ্বেগ এবং বিদ্রূপাত্মক সহ নানা ধরনের মতামত প্রকাশিত হয়।

২৮শে আগস্ট তারিখে পুলিশ লা পাজের সোপোকাচিতে ২টন ইউরেনিয়াম বাজেয়াপ্ত করেছে। টুইটার ব্যবহারকারী @পাহিনা _সিয়েতে’র টুইটপিকের মাধ্যমে ছবিটি ভাগাভাগি করা হয়েছে
ব্লগার এবং সাংবাদিক আন্দ্রেজ গোমেজ ভেলা তার টুইটার অ্যাকাউন্টের (@আন্দ্রেসগোমেজউভে) মাধ্যমে মন্তব্য [স্প্যানিশ ভাষায়] করেছেন:
@andrsgomezv: Ojo, Bolivia no produce #uranio, ¿de dónde apareció este cargamento? Quizás Estaba en tránsito hacia a otro país, dice Viceministro Pérez
তাছাড়া, নেটাগরিকরা প্রথমতঃ অনিরাপদভাবে এধরনের সম্ভাব্য তেজস্ক্রিয় পদার্থ নাড়াচাড়া করা নিয়ে সমালোচনা করেছে।
সমস্যাটির ব্যাপারে প্রথমদিকে ফের্ণান্দা সান মার্টিন (@ফের_সানমার্তিন) [স্প্যানিশ ভাষায়] এর মন্তব্য করা একটি টুইট ব্লগার ও টুইটার ব্যবহারকারী মারিও দুরানের (@এমেদুরাঞ্চ) [স্প্যানিশ ভাষায়] একটি তাৎক্ষণিক জবাব উস্কে দিয়েছে:
@mrduranch: @Fer_SanMartin ¿fuente? #uranio ? ese material debe manejarse cubierto en recipiente de plomo es peligroso
এছাড়াও আন্দ্রেজ গোমেজ ভেলা (@আন্দ্রেসগোমেজউভে) [স্প্যানিশ ভাষায়] উল্লেখ করেছেন:
@AndrsGomezV: Algunas dudas #uranio: hasta ahora ningún experto lo vio ni certificó y si era tan radiactivo ¿por que transportaron como si fuera arena?
রেনান হুস্টিনিয়ানো (@রেনানহুস্টিনিয়ানো) [স্প্যানিশ ভাষায়] উপসংহার টেনেছেন:
@renanjustiniano: Si el mineral encontrado ayer es #uranio lo primero que deberia haber hecho era ver si era radiactivo no llamar a la prensa! #bolivia
লা পাজে আটককৃত খনিজ পদার্থের প্রকৃতি এবং তেজস্ক্রিয়তার তদন্ত এখনো চলছে।