এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
সিরিয়ার শাসকরা তাদের জনতার প্রতি যে নিষ্ঠুরতা প্রদর্শন করছে সে বিষয়টির প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য প্রবাসী সিরীয় একটিভিস্ট এবং শিল্পীরা প্রায় দুই সপ্তাহ ধরে অনশন ধর্মঘট পালন করে আসছে।
সিরিয়ার বিখ্যাত কবি এবং লেখিকা লিনা তিবি সহ ছয় জন নারী কায়রোয় অবস্থিত আরব লীগের সদর দপ্তরের সামনে আজকের দিন [ ১০ সেপ্টেম্বর, ২০১২] সহ এক সপ্তাহ ধরে অবস্থান করে আছেন। তারা প্রতিজ্ঞা করেছেন যে যতক্ষণ না তাদের দাবী পুরণ করা হচ্ছে ততক্ষণ তারা তাদের অনশন ধর্মঘটের ইতি টানবেন না।
গতকাল তিবি টুইট করেছে [আরবী ভাষায়]:

এপ্রিল ২০১১, এ, দোউমাতে সিরীয় নারীরা বিক্ষোভ প্রদর্শন করছে। ছবি ফ্লিকারের সিরিয়ানা ২০১১-এর ফটোস্ট্রিম থেকে নেওয়া, (সিসি বাই ২.০) –এর অধীনে ব্যবহার করা হয়েছে।
এবং ভদ্রমহিলা তার ফেসবুকের পাতায় লিখেছেন:
أضرب لانه لم يعد بوسعه ان يجد قوت يومه ولان لا طعام في مدن عديدة في سوريا ولان الغلاء الفاحش صار بمنزلة الشرف الكبرى
لمن ينادينا بفك الاضراب نسأله اولا ان يفك الاضراب عن شعبنا
যারা অনশন ধর্মঘট পালন করছে তাদের লক্ষ্যের মধ্যে রয়েছে:
@মৌ২আমারা: #স্ট্রাইকফরসিরিয়া নামক সিরিয়ার জন্য #কায়রোতে আমাদের অনশন ধর্মঘটের উদ্দেশ্য হচ্ছে #সুয়েজক্যানাল নামক খালের মধ্যে ভেতরে দিয়ে #ইরান ও #রাশিয়ার জাহাজের মাধ্যমে #আসাদ সরকারের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা। #মিশর
কায়রো প্রতিবাদের একটি অংশ হচ্ছে একদল একটিভিস্টের খাবার গ্রহণ না করা, যার মধ্যে দিয়ে তারা সিরীয় নাগরিকদের দুর্দশার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করাতে চায়।
টুইটারে, সিরিয়ার প্রাক্তন এক বাসিন্দা টুইট করেছে :
@ডোনাটেল্লাডিআর: সিরীয় অনেক শিল্পী এবং একটিভিস্ট, যারা #মিশর #লেবানন # তুরস্ক # জার্মানী #স্পেন # জর্ডান #সৌদি আরবে বাস করে, তারা ২৬ আগস্ট থেকে অনশন ধর্মঘট পালন করে যাচ্ছে।
এদিকে, লোকাল কোওর্ডিনেশন কমিটি অফ সিরিয়া নামক সংগঠন তাদের ফেসবুকে পাতায় এই অনশন ধর্মঘট সম্বন্ধে একটি বিবৃতি প্রকাশ করেছে:
و قد وجه المضربون رسالة إلى السيد الأخضر الابراهيمي توضح مطالبهم، و هي مطالب الشعب السوري الثائر المنكوب بجرائم نظامه الدكتاتوري، طالبوا فيها بضرروة التحرك الفوري لاتخاذ اجراءات حقيقية لوقف المذابح في سوريا و عدم الاكتفاء بالتنديد و الشجب
এই বিক্ষোভকারীরা লাখদার ব্রাহিমীর [ সিরিয়ায় জাতিসংঘ এবং আরব লীগের শান্তিদূত] কাছে একটি বার্তা পাঠিয়েছে, যেখানে তারা তাদের দাবীর বিষয়টি উল্লেখ করেছে, যে সমস্ত দাবী সিরিয়ার বিপ্লবী জনগণের, যারা তাদের স্বৈরশাসকের সংঘঠিত অপরাধের শিকার। সিরিয়ায় গণহত্যা বন্ধের লক্ষ্যে অতি দ্রুত প্রকৃত ব্যবস্থা গ্রহণ করার এবং শাসকদের যেন সীমিত আকারে নিন্দা জানানো না হয়, তারা এর আহ্বান জানিয়েছে।
যারা অনশনে অংশ গ্রহণ করেছে এবং এই সব ঘটনা থামানোর আহ্বান জানাচ্ছে, এই বিবৃতিতে এই সমস্ত ব্যক্তির কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে:
و إذ توجه لجان التنسيق المحلية في سوريا التحية و تثمن موقف الأحرار
[….]
فإنها تتمنى على المضربين عن الطعام فك إضرابهم، باعتبار أن الرسالة وصلت، ويكفينا الموت القادم من كل صوب
على أيدي آلة حرب النظام ومرتزقته. فمعركة انتزاع الحرية لوطننا طويلة ومريرة و تحتاج جهود الجميع، و لاينبغي أن نخسر المزيد من الأرواح كيف يلتفت العالم إلى معاناتنا، التي باتت أوضح من الشمس الساطعة
[….]
একই সাথে তা আশা প্রকাশ করে যে অনশন ধর্মঘট পালনকারীরা তাদের এই অনশন বন্ধ করবে, কারণ যাদের উদ্দেশ্য এই বার্তা তুলে ধরা সেই সমস্ত ব্যক্তি কাছে তা পৌঁছে গেছে। সকল দিক থেকে আমাদের এখানে যথেষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে, শাসক এবং তার ভাড়াটে খুনীদের যুদ্ধ যন্ত্রের হাতে। আমাদের রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলছে এবং তা নির্মম এক যুদ্ধে পরিণত হয়েছে, আর এখন তা অর্জনের জন্য আমাদের সকল প্রচেষ্টার প্রয়োজন এবং আমাদের এই দুর্দশার প্রতি বিশ্বের মনোযোগ আকর্ষণের জন্য আমরা আর নিজেদের আত্মাকে ঝুঁকির মধ্যে ফেলব না, এখন এই বিষয়টি সবার দৃষ্টিতে পরিষ্কার হয়ে গেছে।
এই বিষয়ে টুইটারে আরো প্রতিক্রিয়া জানার জন্য ইংরেজিতে #স্ট্রাইকফরসিরিয়া এবং আরবিতে #مضربات_لاجل_سوريا নামক হ্যাশট্যাগ অনুসরণ করুন।
এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।