এই পোস্টটি লন্ডন ২০১২ অলিম্পিক সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।
অলিম্পিক খেলার অনেক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সবচেয়ে বিখ্যাতটি ইথিওপিয়া এবং কেনিয়ার প্রতিযোগীদের মধ্যে। ইথিওপিয়ার দীর্ঘ দূরত্বের দৌড়বিদ তিরুনেশ দিবাবা নিশ্চিত করেছেন যে লন্ডন আসরটি তার কোন ব্যতিক্রম নয়। ৪ঠা আগস্ট, ২০১২ তারিখ শনিবার মহিলাদের ১০,০০০ মিটার দীর্ঘ দৌড়ে চূড়ান্ত চক্রে এগিয়ে থাকা দু’জন কেনীয়র মধ্যে দিবাবা স্বর্ণ জয় করে নিলেন।
এখানে আমরা উদাহরণস্বরূপ টুইটারের (হ্যাশট্যাগ #দিবাবা) কিছু মন্তব্য প্রদর্শন করবো:
@ল্লুসিলিও: এটা আফ্রিকার মহিলাদের শক্তির প্রদর্শন করে
@জাস্টআয়লাক: “দিবাবা সর্বকালের শ্রেষ্ঠ দীর্ঘ দূরত্বের মহিলা দৌড়বিদ”! মহিলাদের #বোল্ট। ইথিওপিয়া সেটাতেও যাও!
@ইদ্দসালিম: ঔপনিবেশিক গণ্ডির বাইরে একবার বেরুলেই আমরা বুঝতে পারি যে #দিবাবা’র বিজয় আফ্রিকারই একটি জয়। #একআফ্রিকা
সতীর্থ ইথিওপিয়ার দীর্ঘ দূরত্বের দৌড়ের বর্তমান কিংবদন্তী কেনেসিয়া বেকেলে বলেছেন:
@কেনেসিয়াবেকেলে: যোগ্য এবং প্রস্তুত হয়ে #লন্ডন২০১২তে ১০হাজারের স্বর্ণ রক্ষা কর। নিজ দলের #তিরুনেশ #দিবাবা’র গতকালকের আশ্চর্যজনক সমাপনীতে অনুপ্রাণিত (হয়ে)
দিবাবা’র অলিম্পিক কীর্তি সম্পর্কে ব্লগারদের এটাই বলার ছিল:
প্যানা-টিভি ব্লগ করেছে:
…এবং (দীর্ঘ) দৌড় শুরু হয়েছে। ১০,০০০ মিটারে আফ্রিকার তিনজন নারী পদক নিয়েছে। ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা কেনীয় জেপকোসগেই কিপিয়েগো এবং ভিভিয়ান জেপকেময় চেরুইয়তের জন্যে যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক রেখে দিয়ে তার অলিম্পিক খেতাব এবং স্বর্ণ পদক জিতেছেন।
ড. আদেউসি মনে করেন তার নিখাদ কর্মদক্ষতার প্রশংসা করেছেন:
ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা আজ রাতে অলিম্পিক স্টেডিয়ামে নাটকীয় ভঙ্গিতে তার অলিম্পিক ১০,০০ মিটার খেতাব রক্ষা করেছেন। বেইজিং ২০০৮সহ এই দূরত্ব দুইবার জেতা এই ২৭-বছর বয়সী চূড়ান্ত চক্রে কেনীয় স্যালি কিপিয়েগো এবং ভিভিয়ান চেরুইয়তকে ৫ সেকেন্ডের বেশি ব্যবধানে উড়িয়ে দিয়ে জয়লাভ করেছেন। দিবাবার সময় ছিল এবারের সেরা ৩০:২০:৭৫ আর ৩০:২৬:৩৭ সময়ে স্যালি কিপিয়েগো রৌপ্য এবং ৩০:৩০:৪৪ সময়ে ভিভিয়ান চেরুইয়ত ব্রোঞ্জ জিতেছেন।
ইথিওখেলা.কম দীর্ঘ দূরত্বের দৌড়ের এই রাণীর প্রতি উজ্জ্ব্বল শ্রদ্ধা প্রদর্শন করেছে:
ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা শুক্রবারে লন্ডন আসরে তার তৃতীয় অলিম্পিক স্বর্ণ পদক জয়লাভ করে সহজে তার মহিলাদের ১০,০০০ মিটার খেতাব ধরে রেখেছেন। এই (দীর্ঘ) দূরত্বের দৌড়টি অলিম্পিক স্টেডিয়ামে দৌড়-ঝাঁপের প্রথম দিনের কর্মকাণ্ডের অবসান ঘটিয়েছে এবং দিবাবা রাতটি শেষ করেছেন আপন শৈলীতে
যাও, ঠিক হও, খেলো…মিশর রিপোর্ট করেছেন:
ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা তার প্রতিযোগিতাকে উড়িয়ে দিয়ে শেষ চক্রে একটি নাটকীয় সমাপ্তির মাধ্যমে ১০,০০০ মিটারে তার স্বর্ণ পদক ধরে রাখলেন। বাস্তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতাহীন করে দিয়ে এই ২৭-বছর বয়েসী লন্ডন ২০১২-এর দৌড়ের প্রথম পদকটি দখল করে নিলেন।
এই পোস্টটি লন্ডন ২০১২ অলিম্পিক সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।