বুলগেরিয়ার বুরগাস বিমানবন্দরে পর্যটক বাসে ইজরায়েলি যুবকদের উপর আক্রমণে কমপক্ষে সাত জন নিহত।
প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে সম্ভবত বাসের কাছে থাকা অথবা বাসে উঠে কোন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণটি পরিচালনা করেছিল। এনআরজি’র ভাষ্যমতে একজন মহিলা আত্মঘাতী বোমা হামলাকারী বাসের সামনে দাঁড়িয়ে বোমাটি সক্রিয় করেছিল।
সর্বশেষ:
@বারাকরাভিদ:
বুলগেরিয়ার পররাস্ট্রমন্ত্রী (ইজরায়েলি) পররাস্ট্রমন্ত্রী লিবারম্যানকে বলেছেন তদন্তে জানা গিয়েছে বাসের মধ্যে ট্রাংকে লুকানো একটি বোমা বিস্ফোরণটি ঘটিয়েছে।
ইস্রায়েলি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু বলেছেন যে “সমস্ত লক্ষণই ইরানকে নির্দেশ করে” এবং ইজরায়েল কড়াভাবে জবাব দিবে।
@রুসলানট্রাদ:
বিটিভি বুলগেরিয়াতে ইস্রায়েলি পর্যটকদের বিরুদ্ধে আক্রমণের ছবি দেখাচ্ছে
ঘটনাটির প্রত্যক্ষদর্শী ইস্রায়েলি (নাগরিক) শশী বলেছেন:
আমরা অভিবাসন পেরিয়ে বিমানবন্দরের বাইরে রাখা বাস #৪-এ উঠি। আমরা আমাদের ব্যাগগুলো রাখার দুই মিনিট পর বাস #২টি জ্বলে উঠে। আমাদেরকে খালি করে একটি নিরাপদ কক্ষে নিয়ে যাওয়া হয়।
তার ছেলে যোগ করেন:
যাত্রীদের মৃতদেহগুলো মাড়িয়ে না যাওয়ার জন্যে বেঁচে যাওয়া বাস থেকে লাফিয়ে নামতে হয়েছে। আমরা বাসটি দেখেছি, একজন ইজরায়েলি এর একটি ছবি নিয়েছে। আমরা এর ট্রাংকটি বিস্ফোরিত হতে দেখেছি। আমরা দ্রুত টার্মিনালের ভিতরে ছুটে গিয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান তার ফেসবুক পৃষ্ঠায় পোস্ট করেছেন:
আমি কেবলি বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নিকোলে মালদেনভের সঙ্গে বিস্ফোরণটি নিয়ে কথা বলেছি। মালদেনভ ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং সেখানে পৌঁছেই আমাকে সর্বশেষ জানাবেন।
@মকডসংবাদ থেকে টুইট দাবি করেছে:
বুলগেরিয়ার আক্রমণটিতে নিহতদের মধ্যে একজন বুলগেরীয় পর্যটিন গাইড ছিলেন যিনি বিস্ফোরণের সময় ইজরায়েলি পর্যটকদের সঙ্গে ছিলেন। (উৎস: বুলগেরীয় টিভি)
হারেৎজে হিব্রু ভাষায় (আরও ঘন ঘন আপডেটসহ) এবং ইংরেজী ভাষায় চমৎকার সরাসরি ব্লগ কাভারেজ।
সরাসরি আপডেট অনুসরণ করার জন্যে বিভিন্ন টুইপ:
@বারাকরাভিদ – কূটনৈতিক সংবাদদাতা, হারেৎজে সংবাদপত্র
@রুসলানট্রাদ – সিরিয়ান-বুলগেরিয়ান ব্লগার ও মেনা (মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা) বিশ্লেষক
@মকডসংবাদ – ইজরায়েলি সংবাদ যোগান