উল্লেখ্য: কাতালান-ভাষায় #টুইটারইনকাতালান হ্যাশট্যাগ হলো #টুইটারএনকাতালা
৬ই জুলাই, ২০১২ তারিখে কাতালান-ভাষী হাজার হাজার নেটনাগরিক উদযাপন করছে এজন্যে যে অবশেষে টুইটার তাদের ভাষায় কথা বলছে। স্পেনে হ্যাশট্যাগ #টুইটারএনকাতালা দ্রুত আলোচিত বিষয় হয়ে ওঠে এবং ডাটা’এন’প্রেস একাউন্ট কাতালানে পরিবর্তন করা ব্যবহারকারীদের সংখ্যা নিরীক্ষণ করার জন্যে টুইটারএনকাতালা.অর্গ চালু করে। প্রথম ২৪ ঘন্টার মধ্যে দশ হাজারের বেশি এটা ব্যবহৃত হয়েছে।
অনেক টুইটার ব্যবহারকারী ওয়েবসাইটটির নতুন ভাষা সংস্করণে আনন্দ প্রকাশ করলেও অনেকে এই ঘোষণায় কাতালান ভাষা এবং জনগণ সম্পর্কে অশ্রদ্ধাজনক মন্তব্য করে টুইট করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
একটি ইতিবাচক দিক হলো কাতালান টুইটারের জন্যে গণআবেদনটি সংগঠিত করার জন্যে অনেকে সরাসরি আলবের্ত কুয়েস্তাকে এবং সেইসাথে যারা এতে স্বাক্ষর করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন:
@csolaniubo: Avui és el dia que hem de felicitar l’ @albertcuesta per ser tant tossut i fer que entre tots hàgim aconseguit el #twitterencatala Gràcies!
@jordiipa: El meu #FF és per als 7.383 signants de la petició i els 5.000 voluntaris que han traduït #twitterencatala < i el meu x @albertcuesta grcs!
ক্যাটালোনিয়ার বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে কাতালান পরিচয়ের বিজয় হিসেবে কাতালান টুইটার চালুকে উদযাপন করার জন্যে প্রচুর টুইট করা হয়েছিল:
@sonrisadecolor: M'encanta tenir el #Twitter de l'ordinador en #català. Només una mica més i ja tindrem la #IndepedènciaperCatalunya! #twitterencatala
@quimtorra: Això del #twitterencatala és com ens passarà l'endemà de la independència: semblarà mentida que no hagués estat sempre així.
এতসব বলা হলেও কাতালান টুইটারের প্রবর্তন আবার ক্ষোভের অনেক ক্ষেত্রে কাতালান ভাষা এবং জনগণের প্রতি বর্ণবিদ্বেষের ঝড় এবং বিপরীতক্রমে শ্লেষ তীব্র ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে::
@xaviconde: Los que están detrás de #twitterencatala quieren partir España. Además de ducharse poco, claro.
@juanjo_R_G: #twitterencatala Eso, eso, y yo quiero la versión en panocho, bable, andaluz y latín antiguo.
@somosloslocos: Ahora Twitter parecerá un huerto, todos hablando como si tuvieran un nabo en la boca. #twitterencatala
@mapumo21: La ràbia dels espanyols és directament proporcional a les meues ganes de parlar, escriure i pensar en català! #twitterencatala #adeuespanya
@el_bocazas: Que los catalanes tengan #twitterencatala m parece tan reprobable como que los rusos tengan #twitterenruso o los franceses #twitterenfrancés
@Maltlatadol: tt #twitterencatala y la peña rajando. Jajajajaja maldita envidia. A min só me molesta que non hai #twitterengalego
ইন্টারনেটে কাতালানবিরোধী বর্ণবিদ্বেষের সমালোচনা করার জন্যে নিবেদিত ওয়েবসাইট আপুন্তে.ক্যাট খুব হিংস্র কিছু টুইট সংগ্রহ করেছে (উল্লেখ্য: স্প্যানিশ ভাষায় কাতালানদের কলংক আরোপ করতে “ক্যাটালুফো” ব্যবহৃত হয়):
@আদ্রিয়ানভিক০৪: কাতালান, আমি কামনা করি তোমাদের নিকৃষ্ট অসুস্থতা ও দুর্দশা, এবং মৃত্যু যেন সারাজীবন তোমাদের তাড়িয়ে বেড়ায়, আপনি স্পেনের যৌন বিষ্ঠা।
@মানুয়েলরড্রিগে১: শুনুন, এখন তারা #টুইটারএনকাতালা প্রত্যাশী, কবে এই বিষ্ঠার টুকরো বিচ্ছিন্নতাবাদী ক্যাটালুফোগুলো ক্ষান্ত দিবে? একেবারে জঘন্য এরা
@এন্ডার৮৯জেজিজে: আমার কাছে এই ক্যাটালুফোগুলো জঘন্য লাগে। আমরা কী এদের একেবারে নিঃশ্চিহ্ন করে দিতে পারি না?
কাতালান-বিরোধী টুইটগুলো নেটনাগরিকদের সাংঘাতিকভাবে উদ্বিগ্ন করেছে। এই বিবৃতিগুলো “ঘৃণার বীজ বহণ করে” [কাতালান] বলে বাক স্বাধীনতা হিসেবে এদের সুরক্ষা দেয়া উচিৎ নয় – এই যুক্তিতে দেখিয়ে ইউরোপীয় সাংসদ র্যামন ত্রেমোসা এসব উদ্বেগ ইউরোপীয় কমিশনের সামনে উপস্থাপন করেছেন।
আগামীকালকেই একটি গণভোট অনুষ্ঠিত হলে ৫১% এর বেশি কাতালান নির্বাচকমণ্ডলী স্বাধীনতার পক্ষে ভোট দিবেন – সেন্টার দে’স্তুদিস দ’পিনিঅ’র সর্বশেষ গণমত বিচারে [কাতালান] এটা জোরালোভাবে প্রতিভাত হওয়ার এক সপ্তাহেরও কম সময় পরে কাতালান টুইটার চালু করা হয়েছে।