ইকুয়েডর: পরিবর্তনের ধারণা #লোক্সাএসমাস

অন্য কিছু বলা না হলে সমস্ত সংযোগ স্প্যানিশ ভাষার সাইটে

#লোক্সাএসমাস (“আরো লোক্সা”) হলো প্রযুক্তিকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইকুয়েডরের লোহার বিভিন্ন সমস্যা সম্পর্কে রিপোর্ট করার নতুন উপায় সৃষ্টির প্রচেষ্টার একটি উদ্যোগ। এছাড়াও এই উদ্যোগটি শহরটির উন্নয়নের আরো বাস্তবসম্মত সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করছে।

লোহা  [ইংরেজী ভাষায়]  ইকুয়েডরের দক্ষিণে লোহা প্রদেশের [ইংরেজী ভাষায়] প্রদেশের পূর্বে অবস্থিত।  এটা লোহা প্রদেশ এবং প্রাদেশিক অঞ্চলের [ইংরেজী ভাষায়] রাজধানী। প্রায় দুই লক্ষ জনসংখ্যা অধ্যূষিত এই শহরটির শিল্পকলায় সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। আর তাই এটা “ইকুয়েডরের সাংস্কৃতিক এবং সঙ্গীতের রাজধানী” হিসেবেও পরিচিত।

কর্তৃপক্ষগুলো পরিবর্তন আনতে ব্যর্থ হলে লোহা’র জনগণ বিরক্ত হয়ে #লোক্সাএসমাস তৈরী করেছে। তাছাড়াও এমন একটি সমতাভিত্তিক প্রতিষ্ঠানের যেখানে কোন অধীনস্ততা নেই। যার ফলে এই উদ্যোগে অংশ নিতে ইচ্ছুক প্রতিটি মানুষই এটা করতে পারেন।

এই ধারণাটির প্রবর্তক কার্লোস কোড়েয়া তার ব্যক্তিগত ব্লগে বলেছেন:

Ya venía sintiendo dolor por ver a la ciudad retroceder en muchos aspectos. A inicios de este año escribí un post “Piensa Loxa, piensa!” que tuvo un eco moderado en la web, quizá era necesario juntar las chispas aisladas hasta formar una fogata, entonces fue cuando vi en las Redes Sociales una herramienta para ello, para darle un uso más coherente y adecuado al Facebook o a Twitter que simplemente subir las fotos del gatito o de las cervezas de la noche anterior.

শহরটিকে অনেক ক্ষেত্রে পিছিয়ে যেতে দেখে আমি ব্যথিত। এই বছরের শুরুতে আমি একটি পোস্ট: (চিন্তা কর, লোক্সা, চিন্তা কর! লিখেছিলাম। এটির প্রতি পাঠকেরা মোটামুটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। একটি বিরাট ধাঁধা তৈরি করার জন্যে হয়তো সবগুলো টুকরোকে একসাথে করার দরকার ছিল। সেই মুহুর্তে আমি বুঝেছিলাম যে এটা অর্জন করার জন্যে সামাজিক নেটওয়ার্ক একটি শক্তিশালী অস্ত্র। ফেসবুক ও টুইটারকে সঠিকভাবে ব্যবহার করাটা শুধু কতগুলো সুন্দর সুন্দর ছবি আপলোড বা গত রাতে আমাদের পান করা বিয়ারের চেয়ে ভিন্ন কিছু।

“গণতন্ত্রকে হ্যাক করা” স্লোগান নিয়ে  জনগণ কেন্দ্রিক এই গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবিক বিকল্পের মাধ্যমে নাগরিক অংশগ্রহণ উন্নীত করা। এটা প্রতি চার বছর অন্তর অন্তর নির্বাচন ছাড়াও (জনগণের) সক্রিয় এবং স্বতস্ফূর্ত  অংশগ্রহণের গণতন্ত্রের ধারণাটিকে শক্তিশালী করতে চায়।

কয়েক বছর আগে একটি ধারণাকে কার্যে পরিণত, জনসমাবেশ বা বিজ্ঞাপন করা খুব কঠিন ছিল। তবে আজকাল – ইন্টারনেটকে ধন্যবাদ – যার জন্যে দ্রুত এবং স্বল্পখরচে সবকিছু করা সম্ভব।

এই গোষ্ঠীটির প্রতি মাসে একটি করে ভিন্ন বাস্তবিক কর্মকাণ্ড প্রবর্তন করা, যার মাধ্যমে এটি সামাজিক নেটওয়ার্ক অথবা ইন্টারনেটে অবস্থান করা ছাড়াও যারা প্রযুক্তি ব্যবহার করেন না তাদের স্বীকৃতিও অর্জন করবে।

“টুইট কাইয়েখেরো”

প্রথম লোক্সাএসমাস উদ্যোগটি হলো “টুইট কাইয়েখেরো” (রাস্তার টুইট), “আপনি কীভাবে ১৪০ শব্দের মধ্যে লোক্সার চিত্র তুলে ধরবেন?” এই ধারণাটির উদ্দেশ্য হলো লোহা’র উন্নতির জন্যে নাগরিকেরা যেন টুইট ব্যবহার করে তাদের মতামত ছড়িয়ে দেন।

লোক্সাএসমাস ওয়েবপেজে সবগুলো টুইটার মন্তব্যযুক্ত ভোটদানের একটি প্রক্রিয়া থাকবে। টুইটার ব্যবহারকারী “পছন্দ” বোতামের মাধ্যমে সেরা পাঁচটি টুইটের পক্ষে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। ২৯শে জুন ভোটদান শেষে সবচেয়ে বেশি ভোট পাওয়া টুইটটি ছেপে সারা শহরে লাগানো হবে। তাছাড়া লোহা’র মেয়র জর্জ বেইলন’কে অংশগ্রহণকারী সব টুইট দেখানোর জন্যে তার সঙ্গে একটি সাক্ষাতের ব্যবস্থা করা হচ্ছে।

এখানে এপর্যন্ত অংশগ্রহণ করা কতগুলো টুইট রয়েছে:

পাবলো আন্দ্রেস ডুকে (@পাবলোএডুকুয়েস)  লোহা অধিবাসীদের উদ্দেশ্যে বলেছেন:

Pierde el miedo de exigir a tus representantes [alcalde, concejales] que hagan lo que deben hacer: TRABAJAR. #LoxaEsMás

আপনার কর্তৃপক্ষকে (মেয়র বা কাউন্সিলরদেরকে) তাদের যে কাজ করার (দায়িত্ব) তাদেরকে দিয়ে তা করানোর দাবি করতে ভয় পাবেন না: কাজ করুন#লোক্সাএসমাস

সেজার জারামিলো  (@সেজারভোল্টার) লিখেছেন:

#LoxaEsMás cuando veo la mirada de mis hijos y quiero a travez [sic] del tiempo ver en sus ojos una ciudad digna y sobre todo Feliz

#লোক্সাএসমাস  আমি যখন আমার বাচ্চাদের চোখের দিকে তাকাই তখন আমি সেগুলোর মধ্যে সুন্দর এবং সর্বোপরি, সুখী একটি শহর দেখতে চাই।

জিয়ানেলা ক্যারিয়ন (@জিয়ানেক্যারিয়নএস) লোহা’এর গুণাবলীর স্বীকৃতি দিয়ে এই আলোচ্য বিষয়ে জনগণের মনোযোগ আকর্ষণ করেন

#LoxaEsMás ciudad cultural, riqueza de nuestro Ecuador, es hora de ponernos la camiseta y luchar por nuestra querida Loja.

#লোক্সাএসমাস সাংস্কৃতিক নগরী আমাদের ইকুয়েডরের একটি সম্পদ।  আমাদের দলের শার্ট পরে আমাদের প্রিয় লোহা’র জন্যে যুদ্ধ করার এখনি সময়।

এই উদ্যোগ এবং এই ধরনের বিভিন্ন টুইট সম্পর্কে আরো তথ্যের জন্যে আপনি টুইট কাইয়েখেরো (রাস্তা) ওয়েবসাইট দেখতে পারেন। এছাড়াও আপনি টুইটারে (@লোক্সাএসমাস) তাদের অনুসরণ করতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .