জর্ডানিয়ান রাজতন্ত্র দেশের জন্য কি করেছে তা সম্পর্কে জর্ডানিয়ান টুইটার ব্যবহারকারীরা ব্যাঙ্গাত্মকভাবে জানাতে হ্যাশট্যাগ #شكرا, অথবা “ধন্যবাদ” শব্দ ব্যবহার করে টুইটবার্তা পাঠাচ্ছেন।
জর্ডানে সংস্কারের কাজে ধীরগতির প্রতিক্রিয়াই হল এই টুইটবার্তাগুলো।
রাজা আবদুল্লাহ যখন জর্ডানে সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করলেন, তখন সংসদীয় সরকার পদ্ধতি গড়ে তোলার সময়সীমা না দেয়ার জন্য সমালোচিত হন। সম্প্রতি তিনি একটি নতুন সরকার গঠন করেছেন, কিন্তু তা অত্যন্ত রক্ষণশীল এবং সংসদ সদস্যগণ সত্যিকার সংস্কারের “দুর্বোধ্যতা” নিয়ে অভিযোগ করেন।
জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ৩০-সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য জর্ডানের আম্মানে রয়্যাল প্যালেসে পৌঁছান। ছবি নাদের দাউদের সৌজন্যে, কপিরাইট @ ডেমোটিক্স (২/৫/১২)।
মাহমুদ হোমসি হ্যাশট্যাগ দ্বারা টুইটবার্তা পাঠানো শুরু করেনঃ
অর্থনৈতিক স্বাধীনতার জন্য ধন্যবাদ
মনথের হাসাউনেহ যোগ করেনঃ
দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ধন্যবাদ
নাবিল বারাকি লিখেছেনঃ
বিক্রয়যোগ্য দ্রব্য বিক্রয়ের জন্য ধন্যবাদ
হাদিল মাইতাহ টুইটবার্তায় লিখেছেনঃ
খাওয়ার রুটিতে আমাদের অস্তিত্ব সংকোচনের জন্য ধন্যবাদ
সাইফ আবুহাজিম বলেছেনঃ
তাদেরকে ধন্যবাদ, যারা বলেছেন, “আমরা সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছি”, যেখানে আমরা এখনো কিছুই দেখিনি
মোহাম্মদ জিয়াদ লিখেছেনঃ
@mohaziad:#شكرا لجهاز الدرك العام على جهوده في قمع المطالبين بالإصلاح
পুলিশের অস্তিত্বের জন্য ধন্যবাদ যারা সংস্কারকামীদের দমন করে
আনাস এলায়ান বলেছেনঃ
@AnasElayyan #شكرا لمجلس النواب انهم بدهم رواتب مدى الحياة و الناس ما معها تآكل
সংসদের জন্য ধন্যবাদ যার সদস্যগণ জীবনের জন্য বেতন চেয়েছেন যেখানে মানুষের খাওয়ার জন্য খাবার নেই