জর্ডানিয়ান রাজতন্ত্র দেশের জন্য কি করেছে তা সম্পর্কে জর্ডানিয়ান টুইটার ব্যবহারকারীরা ব্যাঙ্গাত্মকভাবে জানাতে হ্যাশট্যাগ #شكرا, অথবা “ধন্যবাদ” শব্দ ব্যবহার করে টুইটবার্তা পাঠাচ্ছেন।
জর্ডানে সংস্কারের কাজে ধীরগতির প্রতিক্রিয়াই হল এই টুইটবার্তাগুলো।
রাজা আবদুল্লাহ যখন জর্ডানে সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করলেন, তখন সংসদীয় সরকার পদ্ধতি গড়ে তোলার সময়সীমা না দেয়ার জন্য সমালোচিত হন। সম্প্রতি তিনি একটি নতুন সরকার গঠন করেছেন, কিন্তু তা অত্যন্ত রক্ষণশীল এবং সংসদ সদস্যগণ সত্যিকার সংস্কারের “দুর্বোধ্যতা” নিয়ে অভিযোগ করেন।

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ৩০-সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য জর্ডানের আম্মানে রয়্যাল প্যালেসে পৌঁছান। ছবি নাদের দাউদের সৌজন্যে, কপিরাইট @ ডেমোটিক্স (২/৫/১২)।
মাহমুদ হোমসি হ্যাশট্যাগ দ্বারা টুইটবার্তা পাঠানো শুরু করেনঃ
মনথের হাসাউনেহ যোগ করেনঃ
নাবিল বারাকি লিখেছেনঃ
হাদিল মাইতাহ টুইটবার্তায় লিখেছেনঃ
সাইফ আবুহাজিম বলেছেনঃ
মোহাম্মদ জিয়াদ লিখেছেনঃ
আনাস এলায়ান বলেছেনঃ