ইন্দোনেশিয়া : জনপ্রিয় মন্ত্রী তার টুইটার একাউন্ট চালু করেছেন

ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রী, দাহলান ইসকান, ভার্চুয়াল বিশ্বে বিশেষ করে ইন্দোনেশিয়ার টুইটার ব্যবহারকারীদের মাঝে আরেকটি উত্তেজনার কারণ হয়ে উঠেছেন।

গত ১৯ মার্চে, একটি লম্বা লাইন তাঁর রাস্তা বন্ধ করে দিলে, দাহলান হতাশ হয়ে জাকার্তার একটি টোলগেটে হৈচৈ বাধিয়ে দেন। এর আগে দাহলানকে জানানো হয়েছিল যে প্রতিটি টিকিট কাউন্টারে মাত্র পাঁচটি করে গাড়ি থাকে। গাড়ির দীর্ঘ লাইনে চারটির বদলে মাত্র দুটি টোল আদায়কারী বুথ চালু আছে দেখে ঐদিন সকালে তিনি ক্ষুব্ধ হন। সে সময় দাহলান তার গাড়ি থেকে নেমে পড়েন এবং এবং রাস্তার প্রতিবন্ধক সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেন। আর এই ঘটনায় অন্তত ১০০টি গাড়ি টোল না দিয়েই চলে যায়।

তাঁর এই কাণ্ডকে বাড়াবাড়ি বলে মনে হতে পারে, কিন্তু সপ্তাহান্তে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা এখনো রাজধানীর প্রধান সমস্যা। সত্যিকার ভাবেই জাকার্তার জন্য একটি সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনার প্রয়োজন। তাঁর এই কাণ্ড বিশেষ করে সামাজিক প্রচার মাধ্যমে গুঞ্জনের সৃষ্টি করেছে।

গত সপ্তাহেও তিনি সেই একই কাণ্ড ঘটান, কিন্তু এবার তিনি ভুল টোল বুথকে বাছাই করেন, এই টোল বুথটি একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত। এবারের ঘটনার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু তারপরেও তিনি জনতার সহানুভূতি লাভ করেন। এই টোল কাণ্ডের আগেও দাহলান আরেকবার সবার মনোযোগ আকর্ষণ করেন, যখন গত ডিসেম্বরে তিনি ট্রেন এবং ওজেক-এ (ভাড়া করা মোটর সাইকেল) চড়ে বোগর-এ (জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দুরে) এক মন্ত্রিসভার আলোচনা অনুষ্ঠানে হাজির হন। এমনকি গত মাসে তিনি মধ্য জাভার এক কৃষককে ডিম একত্রিত করার কাজে সাহায্য করার পর, ওই কৃষকের ঘরে এক রাত কাটান।

কয়েকদিন আগে দাহলান তাঁর নিজস্ব টুইটার একাউন্ট @ ইসকান_ দাহলান চালু করেন। চালু করার ছয় ঘন্টার মধ্যে তিনি দুটি লেখা টুইট করেন। বর্তমানে দাহলানকে ১৮,০০০ নেটনাগরিক অনুসরণ করা শুরু করেছে।

এখানে টুইটারের কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল

@TE8270: @iskan_dahlan selamat pa atas resminya akun twitternya, berarti sdh ada tempat kami rakyat utk langsung mengadu tentang pelayanan BUMN.

@ টিই৮২৭০ : @ ইসকান_ দাহলান, আপনার নিজস্ব টুইটার একাউন্ট চালু করার জন্য আপনাকে ধন্যবাদ। তার মানে হচ্ছে আমরা সাধারণ মানুষেরা সরকারি পরিষেবার কথা আপনাকে সরাসরি জানাতে পারি”

@aforasri: Selamat datang di Twitter,pak @iskan_dahlan! 🙂 Sudah banyak warga Twitterland yg menunggu kehadiran Bapak. *bahagia*

@আফারোসারি:টুইটারে আপনাকে স্বাগতম। টুইটারের অনেক বাসিন্দা, ইতোমধ্যে আপনার জন্য অপেক্ষা করছে, স্যার। খুশি।

@NajwaShihab: Pak @iskan_dahlan lagi buka akun twitter di @MataNajwa 😀 lockerz.com/s/200631892

@নাজাওয়া_শিহাব(মেট্রো টিভির উপস্থাপক): @ ইসকান_ দাহালান তার টুইটার একাউন্ট চালু করেছে।”

@jetsilvers ayo pak Dahlan kuatkan stamina, lawan terus , gunakan media > people untuk lawan @iskan_dahlan #janganmenyerah aturan ga bagus ganti sj

@জেটসিলভার জনাব দয়া করে, দৃঢ় থাকুন, লড়াই করতে থাকুন, অন্যায় শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রচার মাধ্যমের লোকেদের ব্যবহার করুন।

@mamanyamilo: Pak @iskan_dahlan sekali2 naek commuter saat jam sibuk dong pak,biar ngerasain gmn padat n panasnya krn ac sering mati plus gangguan sinyal

@মামানইয়ামালিও : “জনাব দয়া করে, ব্যস্ত সময়ে কমিউটার ট্রেনে যাতায়াতের চেষ্টা করুন, যাতে আপনি সেখানকার সমস্যাসমূহের অভিজ্ঞতা লাভ করতে পারেন, কারণ সেখানে তাপানুকুল যন্ত্র  কাজ করে না, আর মোবাইল ফোনের ঠিক মত নেটওয়ার্ক পাওয়া যায় না।”

টুইটারে এক সপ্তাহ কাটানো দাহলান, তাঁর এই নতুন একাউন্ট ব্যবহারে এখনো খানিকটা অস্বচ্ছন্দ। তিনি মাত্র ২৫ টি টুইট করেছেন, কিন্তু ইতোমধ্যে তিনি ৫০,০০০ অনুসারী লাভ করেছেন। বিষয়টি বোধগম্য যে, একজন মন্ত্রী হিসেবে সারাদিনের কর্মব্যস্ততার কারণে তার পক্ষে বেশী বেশী টুইট করা সম্ভব নয়, তবে তিনি সংসদীয় প্রতিনিধিদের (ডিপিএর) সংসদীয় অধিকার ব্যবহারের অধিকার- বিষয়ক তাঁর নীতি নিয়ে প্রসঙ্গে এক সংবাদের বিষয়ে উত্তর প্রদান করার মত সময় বের করেছেন।

@iskan_dahlan (replying to his follower's mention) “@rizalcalvary: Nih Dia ‘Dosa-Dosa’ Dahlan Iskan Versi DPR: http://suarapengusaha.com/2012/04/13/nih-dia-dosa-dosa-dahlan-iskan-versi-dpr/” Tambah satu lagi: interpelasi!

@ ইসকান_ দাহলান “@রিজালকালাভারি: [প্রবন্ধের শিরোনামা], সংসদীয় প্রতিনিধিদের সংস্করণে এটা দাহলান ইসকানের পাপ, “এর সাথে আরেকটি বিষয় যোগ করতে হবে: সংসদের প্রশ্ন করার অধিকার!

সংসদীয় অধিকার বিষয়ে দাহলানের নীতিকে অনেক নেটনাগরিক সমর্থন প্রদান করেছে

@DyanMeti: @iskan_dahlan saya salut sama Bapak yg membuat gelisah para oportunis d DPR yg kayak taman kanak-kanak ..hehehe

@দায়ানমেতি : জনাব দাহলানকে অভিবাদন, যিনি সংসদীয় প্রতিনিধিদের সভায় সুযোগ সন্ধানীদের শিশুর মত আচরণ করতে বাধ্য করেছে।

@Sugito_btm: @DahlanIskanNote @iskan_dahlan interpelasi ini justru akan semakin menaikan pamor pak dahlan…lanjutkan dah interpelasinyahahahha

সুগিতো_বিটিএম: “সরকারের কর্মকাণ্ড নিয়ে সংসদদের প্রশ্ন করার অধিকার কেবল দাহালানের সুনাম বৃদ্ধি করবে। আপনারা কেবল আপনাদের প্রশ্ন উত্থাপন করার প্রচেষ্টা জারি রাখবেন [ডিপিআর-কে উল্লেখ করে]।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .