তিউনিশিয়া: বিপ্লবে আহতরা অবহেলিত

তিউনিশীয় বিপ্লবে আহতদের দুর্বল চিকিৎসার ব্যাপারে সরকারের প্রতি তিউনিশীয়রা তাদের অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করছে। প্রেসিডেন্ট জাইন এল আবেদীন বেন আলী উৎখাত হওয়ার আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ আহত হয়েছিলেন যারা তখন থেকেই উপেক্ষিত। অনেকের শরীরের এখনো বুলেট আছে যেগুলো তাদের দেহ থেকে বের করতে হবে এবং অন্যান্যদের অঙ্গ-প্রত্যঙ্গ কর্তিত তারা এগুলো নিয়ে কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গের জন্যে এখনো অপেক্ষা করছেন । অনেকে তাদের ক্ষেত্রে জটিলতার কারণে সঠিক চিকিৎসা পাননি।

বিশিষ্ট ব্লগার এবং এক্টিভিস্ট লিনা বেন মেহেন্নি একটি ব্লগপোস্টে “বিপ্লবে আহতরা যার জন্যে অপেক্ষা করছে তা আসবে না” [আরবী] শিরোনামে লিখেছেন:

منذ أكثر من سنة و جرحى الثورة التونسية يعانون من اهمال و لا مبالاة أولئك الذين توالوا على دفّة الحكم من مسؤولي حكومات مؤقّتة. فتعدّدت المبرّرات و تنوّعت و كأنّ العلاج و حلّ المشاكل الصحية لمن ضحّوا في سبيل الوطن و يحتمل الانتظار , فتذرّعت كلّ حكومة باسباب واهية فمن الحكومات من تعلّلت بأنّها وقتيّة و لا تملك الصلوحيّات الكاملة لاتخاذ التدابير اللازمة لعلاج هؤلاء الأبطال الذين واجهوا عنف البوليس و عرّضوا أجسادهم للرصاص الحيّ حالمين بتغيير أحوال البلاد فلجأ بعض الجرحى الأبطال الى النضال بأجسادهم مرّة أخرى ليضمنوا حقّهم الشرعيّ في العلاج و هو أبسط ما يمكن أن نقدّمه لهم فدخلوا في اضراب مفتوح عن الطعام قبيل الانتخابات بفترة قصيرة و ذلك بعد أن طرقوا جميع الأبواب التي أوصدت في وجوهم مرات و مرات.
এক বছরের বেশি সময় ধরে তিউনিশীয় বিপ্লবে আহতরা ক্ষমতায় আরোহণকারী অস্থায়ী সরকারের কর্মকর্তাদের অবহেলা এবং অযত্নের শিকার। যারা জাতির জন্যে নিজেদের উৎসর্গ করেছেন তাদের চিকিৎসা করার এবং স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্যে অপেক্ষা করার যুক্তি বিভিন্ন রকম এবং গুণিতক হারে বেড়েই চলছে। প্রতিটি সরকার তুচ্ছ সব কারণ দেখাচ্ছে; সরকারগুলোর একটি বলেছে, তারা অস্থায়ী বলে তাদের দেশের পরিস্থিতির পরিবর্তনের স্বপ্ন দেখতে গিয়ে পুলিশের সহিংসতার শিকার এবং দেহে জীবন্ত বুলেটের আঘাত পাওয়া বীরদের চিকিৎসার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা নেই। একারণে অনেক আহত বীরেরা তাদের চিকিৎসার বৈধ অধিকারের নিশ্চয়তা পেতে আবারো যুদ্ধে ফিরে গিয়েছেন আরো একবার তাদের দেহকে ব্যবহার করছেন, সহজ যে সুযোগটি আমরা তাদের দিতে পেরেছি। তাদের মুখের উপর বারবার বন্ধ হয়ে যাওয়া প্রত্যেকটি দরজার কড়া নেড়ে নির্বাচনের প্রাক্কালে তারা একটি প্রকাশ্য অনশন-ধর্মঘট শুরু করেন [আরবী]।
বিপ্লবের সময় আহত মানুষদের পরিবারের অবস্থান-ধর্মঘট।

বিপ্লবের সময় আহত মানুষদের পরিবারের অবস্থান-ধর্মঘট। মাছহাদ.কম -এর ছবি (সিসি-বাই-এনসি-এনডি ৩.০)।

১৮ই এপ্রিল তারেক জিরি এবং মুসলিম বিন ফ্রাজ কাসাদাল্লাহ উন্নত চিকিৎসার জন্যে সরকার তাদের বিদেশে পাঠানোর সিদ্ধান্ত না নিলে জাতীয় গণপরিষদের সামনে তারা আত্ম-বলিদানের হুমকি দিয়েছেন। মাছহাদ.কম -এর ছবি (সিসি-বাই-এনসি-এনডি ৩.০)।

ব্লগার হাদা আনা একটি ঘটণা সম্পর্কে লিখেছেন:

في تونس ما بعد الثورة, يموت جرحى ثورتنا في المستشفيات الغير مجهزة بمعدات قادرة على شفائهم .
اليوم في تونس ما بعد الثورة, و بعد صراع دام 8 أشهر قضها مقعد في فراشه و لا يجد من يتذكره ولا يواسيه في محنته, توفي جريح ثورتنا حسونة بن عمر
বিপ্লবোত্তর তিউনিশিয়াতে আমাদের বিপ্লবে আহতরা হাসপাতালগুলোতে চিকিৎসার সরঞ্জাম নেই বলে মারা যাচ্ছেন। আজকে বিপ্লবোত্তর তিউনিশিয়াতে আট মাস যুদ্ধ করার পর বিছানায় শুয়ে থেকে তাকে স্মরণ করার এবং তার দূঃখের সাথে সমবেদনা জানানোর কাউকে না পেয়ে হাসুনা বেন ওমর মৃত্যুবরণ করেছেন।

মোহাম্মদ বিন তিজানি এল-হানশিরের শরীরের ভিতরে একটি বুলেট রয়েছে। মাছহাদ.কম -এর ছবি (সিসি-বাই-এনসি-এনডি ৩.০)।

রাশাদ এল-আরবি

ইয়াসিন আয়ারি ক্ষমতাসীন এন্নাহাদা পার্টি সম্পর্কে ঘৃণাভরে টুইট করেছেন:

@ইয়াসাইয়ারি: نواب النهضة بش يداويو جرحى الثورة بالقرأن و النشيد الوطني..
এন্নাহাদার ডেপুটিরা কোরান আর জাতীয় সংগীত দিয়ে বিপ্লবে আহতদের চিকিৎসা করবে…

ব্লগার আব্দেল্কাদের হাম্মামি গল্পটির এক ভিন্ন দিকের উল্লেখ করেছেন:

وتنشر الصفحات القريبة من النهضة معلومات مثيرة لم نقدر على إثبات مصدرها جاء في بعضها: «من غرائب الثورة التونسية وجود 7 آلاف مطلب فوق مكتب سمير ديلو وزير حقوق الإنسان يدعي أصحابها أنهم جرحوا خلال الثورة، كثير منهم جرحوا في أحداث عنف لا علاقة لها بالثورة، ويجب أن تلاحقهم الدولة من أجل التحيل والابتزاز».
এন্নাহাদার সাথে সংযুক্ত [ফেসবুক] পাতাগুলো আকর্ষণীয় তথ্য প্রকাশ করেছে আমরা যার উৎস যাচাই করতে পারিনি। এটি বলছে, “তিউনিশীয় বিপ্লবের একটি অস্বাভাবিকত্ব হলো মানবাধিকার মন্ত্রী সামির দিলু’র টেবিলে সাত হাজার দরখাস্তের উপস্থিতি। এগুলোর দাবিদাররা বলছেন যে তারা বিপ্লবের সময় আহত হয়েছেন, অথচ তাদের অধিকাংশই বিচ্ছিন্ন সহিংস ঘটনায় আহত হয়েছেন, এবং সরকারের জালিয়াতি এবং চাঁদাবাজির জন্যে তাদের বিচার করা উচিৎ।”

মেলোমাঙ্কস–এর তৈরী নিচের ভিডিওটিতে [আরবী] ২৬শে মার্চ, ২০১২ তারিখে মানবাধিকার এবং অন্তর্বর্তীকালীন বিচার মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘটকারী বিপ্লবে আহতদের দেখানো হচ্ছে:

তিউনিশিয়া টকস–এর এই ভিডিওটি [আরবী] বিপ্লবে আহতদের কষ্ট দেখাচ্ছে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .