তিউনিশিয়া: প্রধানমন্ত্রীর ইমেইল হ্যাক, মিশ্র প্রতিক্রিয়া

বেনামী তিউনিশিয়া হ্যাকিং গ্রুপ (বেনামীর সঙ্গে অন্তর্ভুক্ত দাবি করা) ৮ই এপ্রিল তারিখে তিউনিশীয় প্রধানমন্ত্রী হামাদি জেবালির ইমেইল হ্যাক করে। আন্দোলনটি এর নাম দিয়েছে “অপারেশন তুশে পাস আ মা টিউনিজ” (“আমার তিউনিশিয়া থেকে তোমার হাত গুটাও”), যা বৃহত্তর “অপারেশন তিউনিশিয়া উদ্ধার”-এর অংশ।

বেনামী তিউনিশিয়া’র লোগো

২০০১ সালে বিপ্লবের প্রাক্কালে বিশ্বব্যাপী বেনামী সদস্যেরা অপারেশন তিউনিশিয়া নামে পরিচিত কয়েকটি সরকারী ওয়েবসাইটকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। বেনামী সাম্প্রতিককালে আরো তিউনিশীয় ইসলামপন্থীদের বিরুদ্ধে অনলাইন আক্রমণ পরিচালনা করে। এখন এটি প্রধানমন্ত্রীর ইমেইলসহ তিউনিশিয়ার ক্ষমতাসীন এন্নাহাদা পার্টি অনলাইন২,৭২৫টি ইমেইল প্রকাশ করেছে।

তখন থেকে সরকারি কর্মকর্তাদের ফোন নাম্বারগুলো বিভিন্ন ফেসবুক পৃষ্ঠায় ঘুরে বেড়াচ্ছে। সরকার আশ্চর্যান্বিত হয়েছে এবং এখন পর্যন্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। এরই মধ্যে নেটনাগরিকেরা পদক্ষেপটির কার্যক্ষমতা সম্পর্কে বিভক্ত হয়ে গিয়েছে।

বাসেম মেদ্দেব হাজার হাজার ইমেইলের মধ্যে সন্ধানের ব্যাপারে উৎসাহের সাথে টুইট করেছেন:

@বিমেদ্দেব: Finalement #Anonymous nous a engagé comme détectives! #jbelileaks

অবশেষে #বেনামী আমাদের গোয়েন্দা হিসেবে ভাড়া করেছে! #জেবেলিলিকস

হমিদ বেন জেম্মা কৌতুক করে লিখেছেন:

@এইচবিজেটিএন: Après le #JbeliLeaks, le bureau politique d'Ennahdha décide de correspondre avec des… pigeons voyageurs.

#জেবেলিলিকস ঘটনার পর, এন্নাহাদা’র রাজনৈতিক ব্যুরো  যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছে… বাড়ি ফেরা কবুতরের মাধ্যমে

অপারেশন তিউনিশিয়া পুনরুদ্ধার লোগো

তবে কিছু কিছু টুইটার ব্যবহারকারী হ্যাকিং অপারেশনের বিরোধিতা করেছেন।

হমিদ বেন জেম্মা লিখেছেন যে তিনি হামলার নিন্দা করেন এবং যোগ করেছেন:

التدخّل الأجنبي في شؤوننا الدّاخلية خطّ أحمر
আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপ এমন একটা সীমারেখা যেটা অতিক্রম করা উচিৎ নয়

চিকিৎসাবিদ্যার ছাত্র এমাইন ঘ্রাবি বেনামী’র অপারেশন নিয়ে প্রশ্ন তুলে টুইট করেছেন:

@হেন্ড্রিক্সটিএন: Petite pensée à tous ceux qui ont gâché leur matinée dominicale à fouiller la boite mail d'un incompétent confirmé ! #JbeliLeaks

যারা তাদের রবিবার সকালটি নষ্ট করেছেন একটি নিশ্চিত কুকর্মকারীর ইনবক্স অনুসন্ধান করে, তাদের সবার জন্যে ছোট্ট একট চিন্তা! #জেবেলিলিকস

আলকিমিয়া টুইট করেছেন:

@আলকিমিয়া৫৫৫০: بجدكم توا معملين تلقاو كارثة في #JbeliLeaks
@আলকিমিয়া৫৫৫০: আপনি কি সত্যিকারভাবে #জেবেলিলিকস-এর ভিতরে একটি বিপর্যয় খূঁজে বের করতে চান?

আরো যোগ করেছেন:

@alkimia5550: Anonymous a menacé les Islamistes depuis qq mois.Il ne serait pas malin s'il n'a pas nettoyé

@আলকিমিয়া৫৫৫০: গত কয়েক মাস ধরে বেনামী ইসলামপন্থীদের হুমকি দিচ্ছে। তিনি [প্রধানমন্ত্রী] চালাক হতেন না, যদি তিনি পরিষ্কার না করতেন [তার ইনবক্স]

এন্নাহাদা্র সমর্থক ছাত্র ইমেদ লারিধ টুইট করেছেন যে তিনি পালটা আঘাত করতেন:

@ইমেদলারিধ: On est peut être parti pour un tour de piratage réciproque. On trouvera de quoi passer le temps.. #TnPolitics #JbeliLeaks

সম্ভবতঃ আমরা এক দফা পারস্পরিক হ্যাকিং শুরু করেছি। আমরা আমাদের সময় কাটানোর জন্যে কিছু খূঁজে নিবো… #টিএনপলিটিক্স #জেবেলিলিকস

নিচের ভিডিওটি [ফরাসী] বেনামী তিউনিশিয়ার। বেনামীর একজন  সদস্য প্রধানমন্ত্রীর প্রকাশিত ইমেইল এবং আরও নথিপত্রের আসন্ন প্রকাশ নিয়ে কথা বলেছেন:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .