রাষ্ট্রের বৈষম্য এবং বাছবিচারহীন গ্রেফতারের ঘটনার প্রতিবাদে, কুয়েতের রাষ্ট্রহীন সম্প্রদায় (বেদুইন)-এর নাগরিকরা তাদের গৃহে মোমবাতি জ্বালানোর এবং টুইটারে সে সবের ছবি পোস্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৭আন্থালা আল বেদুইন নামে এক ব্লগার এই ধারণা প্রদান করেছেন, যিনি ভেবেছেন এটা কর্তৃপক্ষের কাছে একটা বার্তা হিসেবে পৌঁছবে যে ‘লড়াই’ এখনো জারি আছে, এবং তারা তাদের অধিকার অর্জন না করা পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাবে।
বুধবার, ৪ এপ্রিল-এ, টুইটার ছবিতে ভরে যায়, কারণ #شمعة_حرية_وأمل নামক হ্যাশ ট্যাগ, আরবী ভাষায় যার মানে হচ্ছে “ স্বাধীনতার এবং আশার জন্য মোমবাতি প্রজ্বলন”,-এর মাধ্যমে নিজেদের মোমবাতি প্রজ্বলনের ছবি সেখানে প্রকাশ করে।
টুইটারে যে সমস্ত ছবি প্রকাশ করা হয়েছে, তার কয়েকটি এখানে তুলে ধরা হলঃ
ব্লগার ৭আনথালাকে নীচের দুটি ছবি পাঠানো হয়েছে:
নীচে সমুদ্র সৈকতে মোমবাতি প্রজ্বলনের একটি ভিডিও। এটি আপলোড করেছে আরজাজি১:
এখানে প্রথমে একটি মোমবাতি প্রজ্বলন ও প্রতীকের ভিডিও রয়েছে, যার নীচে একটি ভিডিও রয়েছে, যেখানে মোবাইলে বেদুইনদের প্রতিবাদের দৃশ্য প্রদর্শিত হচ্ছে। এই ভিডিওটি আপলোড করেছে ফালা৩ঞ্জ: