কুয়েতঃ স্বাধীনতার জন্য বেদুইনদের মোমবাতি প্রজ্বলন

রাষ্ট্রের বৈষম্য এবং বাছবিচারহীন গ্রেফতারের ঘটনার প্রতিবাদে, কুয়েতের রাষ্ট্রহীন সম্প্রদায় (বেদুইন)-এর নাগরিকরা তাদের গৃহে মোমবাতি জ্বালানোর এবং টুইটারে সে সবের ছবি পোস্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৭আন্থালা আল বেদুইন নামে এক ব্লগার এই ধারণা প্রদান করেছেন, যিনি ভেবেছেন এটা কর্তৃপক্ষের কাছে একটা বার্তা হিসেবে পৌঁছবে যে ‘লড়াই’ এখনো জারি আছে, এবং তারা তাদের অধিকার অর্জন না করা পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাবে।

বুধবার, ৪ এপ্রিল-এ, টুইটার ছবিতে ভরে যায়, কারণ #شمعة_حرية_وأمل নামক হ্যাশ ট্যাগ, আরবী ভাষায় যার মানে হচ্ছে “ স্বাধীনতার এবং আশার জন্য মোমবাতি প্রজ্বলন”,-এর মাধ্যমে নিজেদের মোমবাতি প্রজ্বলনের ছবি সেখানে প্রকাশ করে।

টুইটারে যে সমস্ত ছবি প্রকাশ করা হয়েছে, তার কয়েকটি এখানে তুলে ধরা হলঃ

এই ছবিটি পোস্ট করেছে @ এম_ মুবেহের, যার সাথে ফিলিস্তিনি কবি মাহমুদ দরবেশের কবিতার একটি লাইন যুক্ত করা হয়েছে: বন্দী এবং বেকাররা যা করে, আমরা তাই করছি; আমরা আশাকে বড় করছি।

জর্দানের দুই বেদুইন ছাত্র আলো (মোমবাতি না ব্যবহার করে) জ্বালিয়ে “বেদুইন” শব্দটি লিখেছে, (ছবি পোস্ট করেছে @এ্যালিনাজি৯০)

ছবি পোস্ট করেছে @মোহাম্মদাআলাউদা

গ্রুপ২৯; কুয়েতের একদল একটিভিস্ট, যারা বেদুইনদের অধিকারের উপর মনোযোগ প্রদান করে, তারা এই কাজের সমর্থনে এই ছবি তুলেছে। (ছবি পোস্ট করেছে@ ১২৯এলা)

তিনটি বালিকা একটি শ্লোগান ধরে আছে; আর কতদিন আমরা রাষ্ট্রহীন হয়ে থাকব?; (ছবি পোস্ট করেছে @৭এমওডিকিউ৮)

এক বেদুইন নারী @মায়ার ১১৪ এই ছবি পোস্ট করেছেন, এবং বলছেন, “আমাকে আমার স্বাধীনতা দাও”

ব্লগার ৭আনথালাকে নীচের দুটি ছবি পাঠানো হয়েছে:

ছবিতে মোমবাতি সহ প্রবন্ধের যে অংশ তুলে ধরা হয়েছে, তা কুয়েতের সংবিধানের সাম্যের অংশ,

নীচে সমুদ্র সৈকতে মোমবাতি প্রজ্বলনের একটি ভিডিও। এটি আপলোড করেছে আরজাজি১:

এখানে প্রথমে একটি মোমবাতি প্রজ্বলন ও প্রতীকের ভিডিও রয়েছে, যার নীচে একটি ভিডিও রয়েছে, যেখানে মোবাইলে বেদুইনদের প্রতিবাদের দৃশ্য প্রদর্শিত হচ্ছে। এই ভিডিওটি আপলোড করেছে ফালা৩ঞ্জ:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .