এই পোস্টটি আদিবাসী অধিকার সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ।
গুয়াতেমালায় হাজার হাজার আদিবাসী এবং ক্যাম্পেসিনোস (গ্রামীণ জনগণ) তাদের জমি রক্ষা, জোরপূর্বক স্থানান্তরের প্রতিবাদ এবং গ্রামীণ কমিউনিটিগুলোকে প্রভাবিত করা অন্যান্য বিষয়্গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে একটি নয়-দিনব্যাপী মিছিলে অংশ নেয়। সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষা ব্লগ ব্যাখ্যা করেছেন:
কমিতে দে ইউনিদাদ ক্যাম্পেসিনো, (সিইউসি) [ক্যাম্পেসিনো ঐক্য পর্ষদ] আয়োজিত মিছিলটি দেশের অধিকাংশ গ্রামীণ আদিবাসী এবং ক্যাম্পেসিনোদের বিভিন্ন সমস্যার বিষয়ে গুয়াতেমালা রাষ্ট্র এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার মনোযোগ দাবি করে।
রিপোর্টটি জানাতে থাকে:
আন্দোলনের নেতাদের একটি প্রেস বিবৃতি “জমি এবং সংরক্ষিত অঞ্চলের জন্যে প্রতিরোধ এবং মর্যাদার মিছিলের ঘোষণা”-তে তাদের নিম্নলিখিত বিভিন্ন দাবি – আদিবাসী এবং কৃষকদের দীর্ঘদিন জমে থাকা পুনর্ব্যক্ত বিভিন্ন অনুযোগ – প্রকাশিত হয়েছে:
- চাষীদের উপর রাষ্ট্র আরোপিত কৃষি ঋণ বাতিল; অস্তিত্ব টিকিয়ে রাখার মতো ফসল পাওয়া যায় চাষীদের জন্য অন্তত এমন একখণ্ড জমির ব্যবস্থা করে জমির ন্যায্য পুনর্বণ্টন।
- জোর করে স্থানান্তর – বিশেষ করে ২০১১ সালের মার্চ মাসে আলতা ভেরাপেজের পোলোচিক উপত্যকায় আফ্রিকার পাম এবং চিনি চাষের জন্যে শত শত পরিবারকে নির্মমভাবে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের ফলে সৃষ্ট চলমান সমস্যা- রহিত করা।
- মারলিন খনির বিরুদ্ধে কথা বলার জন্যে গ্রেপ্তারের আদেশপ্রাপ্ত সান মিগুয়েল ইক্সাহুয়াকানের ৮জন আদিবাসী মহিলাসহ, অধিকারের জন্যে সংগ্রামরত আদিবাসী জনগণকে নিপীড়ন ও অপরাধিকীকরণ সমাপ্তি।
- খণিজ আহরণ, পেট্রোলিয়াম, জলবিদ্যুৎ এবং একচাষ কৃষির জন্যে সুবিধা দেয়া বাতিল।
- বিল ৪০৮৭ সহ, কংগ্রেসে দরিদ্র এবং আদিবাসী কমিউনিটির বিভিন্ন বিল, কমিউনিটি রেডিও বৈধ করার জন্যে কমিউনিটি মিডিয়া আইনের অনুমোদন।
২৬শে মার্চ, ২০১২ তারিখে গুয়াতেমালা সিটিতে মিছিলকারীদের আগমনে চিত্রগ্রাহক এবং ব্লগার জেমস রড্রিগেজ একটি ছবির নিবন্ধ [স্প্যানিশ] প্রকাশ করেছেন:
Después de 9 días y 212 kilómetros, la Marcha Indígena, Campesina y Popular por la defensa de la Madre Tierra, contra los desalojos, la criminalización y por el Desarrollo Rural Integral, llegó al centro de la Ciudad Capital. Según miembros del Comité de Unidad Campesina (CUC), se estima que alrededor de 15,000 personas participaron en esta novena y última jornada.
এখানে জেমসের কিছু ছবি রয়েছে যেগুলো তার অনুমতি নিয়ে প্রকাশিত:
গুয়াতেমালা সিটিতে আসা মিছিলটির আরো ছবি জেমসের ব্লগ মি মুণ্ডো [স্প্যানিশ]-তে দেখুন।
এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ আদিবাসী অধিকার-এর অংশ।