মালাউইর ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় আইনজীবীর সঙ্গে

ফেসবুক মালাউই সর্বশেষ খবর এবং সামাজিক-রাজনৈতিক আলোচনার অন্যতম একটি প্রধান মঞ্চে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ ফেব্রুয়ারি ২০১২-তে মালাউইর প্রখ্যাত আইনজীবী এবং এক্টিভিস্ট র‌্যালফ কাসাম্বারা‘র গ্রেপ্তার ফেসবুকে বিশাল মনযোগ আকর্ষন করেছে। তার সহকর্মী এবং আইনজীবী ওয়াপোনা কিতা সংবাদটি তার ফেসবুক পাতায় প্রকাশ করার পর প্রধান ধারার মিডিয়াগুলোকে তাদের পাঠক, শ্রোতা এবং দর্শকদের তথ্য জানাতে তার ফেসবুকের সর্বশেষ বার্তাগুলো অনুসরণ করতে হচ্ছে।

ফেসবুক ব্যবহারে এত আগ্রহের বিষয়ে গ্লোবাল ভয়েসেস অনলাইনের একটি বিশেষ সাক্ষাৎকারে কিতা বলেছেন ফেসবুক তাকে জাতিকে প্রভাবিত করা গুরুত্বপুর্ণ বিষয়গুলোতে যতটা সম্ভব বেশি মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করে:

সামাজিক নেটওয়ার্কে থাকা এখনকার দিনে কোনো বিশেষ কিছু নয়। সর্বশেষ বার্তার জন্যে দিনের পর দিন বা মাসের পর মাস লাগলেও এখন তা মুহূর্তেই পাওয়া যায়। সুতরাং আমি যেমন অন্যদেরটি জেনে সুবিধা পাচ্ছি তেমনিভাবে আমার বন্ধুদের সর্বশেষ জানাতে দায় বোধ করি। আর আপনি যদি সহজভাবে তথ্য পাওয়ার মতো একটা সুবিধাজনক অবস্থানে থাকেন তাহলে আপনি তা কেনো এটা ভাগাভাগি করবেন না, তা যদি জনসাধা্রণের ভোগের জন্যে ভাল হয়!

ওয়াপোনা কিতা ফেসবুকে সবচেয়ে বেশি অনুসৃত মালাউইর আইনজীবী। ছবির উৎস: কিতা’র ফেসবুক পাতা।

কিতা আরো বলেছেন যে তিনি ফেসবুকের সর্বোচ্চ বন্ধুসংখ্যা ৫,০০০-এ পৌঁছেছেন, অথচ এখনো আরো ২,০০০ বন্ধুত্বের অনুরোধ তার অনুমোদনের অপেক্ষা করছে।

গ্রহণযোগ্যভাবে তথ্য ভাগাভাগির মাধ্যমে তারা যা দেয় এবং আমি তাদেরকে যা দিতে পারি, তার জন্যে আমি এসব বন্ধুদের মূল্য দিই

ম্বাশি জয়েস ঙ্গমা’র মতো ব্লগার কাসাম্বারার সমর্থনে বিভিন্ন বার্তা পোস্ট করেছেন। জনগণের – যাদের তিনি তাকে আক্রমণ এবং তার অফিসে পেট্রল বোমা মারার জন্যে মালাউই সরকারের ভাড়া করা লোক বলে অভিহিত করেছেন – সাথে আইনচর্চার করার সময় একটি তর্কের পর প্রাক্তন এটর্নি জেনারেল র‌্যালফ কাসাম্বারার গ্রেপ্তার ও আটক করা হয়।

লিলংওয়ে’র র‌্যালফ এন্ড আর্ণল্ডস এসোসিয়েটের স্থায়ী অংশীদার কিতা মালাউইর প্রেসিডেন্ট কামুজু বান্দা’র পুত্র দাবি করা জিম জুমানি যোহানসনের মামলাটি নেয়ার পর খ্যাতি অর্জন করেছেন। গত বছর পাম্পের চেয়ে শতকরা ২০ ভাগের বেশি বাড়িয়ে দাম সমন্বয় করার পর জ্বালানীর দাম বেড়ে গেলে তিনি মালাবির জ্বালানী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করেন।

৩১শে ডিসেম্বর, ২০১১ তারিখের ইন্টারনেটের বিশ্ব পরিসংখ্যান অনুসারে মালাউইতে ৭,১৬,৪০০জন ইন্টারনেট ব্যবহারকারী। মালাউইতে ফেসবুক ব্যবহারকারী ১,২৭,৭৪০ জনদেশ অনুযায়ী ফেসবুক পরিসংখ্যান-এ মালাউইর অবস্থান ১৩৪তম।

মালাউইতে জ্বালানী স্বল্পতাজনিত সংকটের পর পর এক নেটনাগরিক ফ্রেডারিক ভালানি পাম্পগুলোতে সর্বশেষ জ্বালানী সরবরাহ পরিস্থিতি সম্পর্কে একে অপরকে জানাতে একটি ফেসবুক গ্রুপ তৈরী করেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .