কুর্দী জনগণ তুরস্কের জনসংখ্যার শতকরা ২০ ভাগ, প্রায় দুই কোটি, সবচেয়ে বড় জাতিগোষ্ঠী। তারা রাষ্ট্র-আরোপিত বৈষম্য ও মানবাধিকার লংঘনের শিকার। আজ তুরস্কের হাক্কারি প্রদেশের ইউকসেকোভায় কুর্দী জনগণ কুর্দী নববর্ষ- নওরোজ উদযাপনের জন্যে একত্রিত হওয়ার কারণে আক্রান্ত হয়।
আহমেদ তুর্ক নামের এক তুর্কি রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ব্যাটম্যানে ৩২-বছর-বয়েসী আলাত্তিন ওকান নামে একজন কাঁদানে গ্যাসের খোলের আঘাত পায়। দু’টি বিখ্যাত কুর্দী ওয়েবসাইট নামিয়ে ফেলা হলে তারা সংঘর্ষ সম্পর্কে কোনো আপডেট পাঠাতে পারেনি। তাছাড়াও প্রধান ধারার সংবাদ সাইটগুলোও খুব ধীর গতিতে ঘটনাটি কভার করলে, কুর্দী এক্টিভিস্টরা সচেতনতা বাড়াতে সামাজিক মিডিয়ার সাইটগুলো ব্যবহার করেছে।
বিয়ানেট-এ কর্মরত এক সাংবাদিক ফারুক আরহাম একটি ছবি টুইট করেন। এতে তুর্কী দাঙ্গা পুলিশকে একজন কুর্দী মহিলাকে আক্রমণ করতে দেখা যাচ্ছে।
ইয়েকবুন আল্প টুইটারে জানান তুর্কি দাঙ্গা পুলিশ এবং নওরোজ উদযাপন করতে চাওয়া কুর্দীদের সংঘর্ষের মাঝেই কুর্দী এমপিকে গ্রেপ্তার করা হয়।
@ইয়েকবুনআল্প: এমপি ওজদাল উসার সিজারের একটি পরিবারের অতিথি ছিলেন এবং সে সময় পুলিশ পরিবারটিকে গ্রেপ্তার করে।
আরেকজন কুর্দী এক্টিভিস্ট এই ছবিটি টুইট করেছেন, যাতে তুর্কী দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে এবং আক্রান্ত না হয়ে কুর্দী নববর্ষটিও পালন করতে না পারায় ক্ষোভ ও হতাশায় কুর্দী যুবকদের পাল্টা পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে।
কুর্দীদের নওরোজ উদযাপনে তুর্কি সরকারের বর্বরতায় বিক্ষুব্ধ শত শত কুর্দী এক্টিভিস্টদের একজন সুইডেনের হাওর্তি তোফিক। তিনি টুইট করেছেন:
@ইইরওয়াহ আমি বুঝতে পারিনা কেন নওরোজ উদযাপন করা অপরাধ? আরো কত কুর্দী আহত/নিহত হবে?
জিয়ান আজাদী এই ছবিটি টুইটারে পাঠিয়ে জানিয়েছেন, ইউকসেকোভায় হাজার হাজার মানুষ জড়ো হওয়ার পর পুলিশ তাদের আক্রমণ করে:
ইতোমধ্যে মেলটেমএওয়াই লন্ডন থেকে টুইট করেছেন:
@জিন_জিয়ান_আজাদী: তুরস্ক কেমন বেআক্কেল! স্বৈরাচারী ও নিপীড়ন পদ্ধতি শুধু কুর্দী জনগণকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে মাত্র!
ইউকসেকোভায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্যে তুর্কি দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস ও জল-কামান ব্যবহার করতে দেখা যাচ্ছে এরকম কয়েকটি ছবি আপলোড করেছে কুর্দী অধিকারের জন্যে জোট।