পুয়ের্টো রিকো: অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধে অনলাইনে প্রচারণা

পুয়ের্টো রিকোতে মার্চ মাসের প্রথম সপ্তাহে অপ্রয়োজনীয় সিজারিয়ান এই নামে প্রচারণার কাজ শুরু হয়, উদ্দেশ্য অধিক সংখ্যক সিজারিয়ান জন্ম বন্ধ করা: তাদের সিজারিয়ান অপারেশন অধিকাংশ পূর্ব নির্ধারিত যা চিকিৎসা শাস্ত্রের বিবেচনায় অপ্রয়োজনীয়।

woman with red fingernailed hands over pregnant belly
ছবি ইউজিন লুকিনিন সিসিবাই

এই প্রচারণায় হিপ হপ গানের ভিডিওতে মা দের কাছে আহবান জানানো হয়েছে সিজারিয়ান অপারেশনের করার সিদ্ধান্ত নেবার আগে প্রয়োজনীয় তথ্য জানতে হবে। প্রচারণার পাতা অনুসারে, পুয়ের্টো রিকোতে অর্ধেক সংখ্যক শিশু সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় যেখানে প্রসব পথ দিয়ে জন্মানোর পরিবর্তে মা দের তলপেট কেটে শিশুদের ভূমিষ্ঠ করানো হয়। জটিলতার কারণে মা অথবা শিশু যখন ঝুঁকির মধ্যে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে, বেশীর ভাগ সময়ই জীবন বাঁচানোর জন্য সিজারিয়ান অপারেশন কার্যকরী, ঐচ্ছিক সিজারিয়ান অপারেশন স্বাভাবিক প্রসবের চেয়ে মা ও শিশুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ ।

হিপ-হপ ভিডিও প্রচারণায়, কিছু ডাক্তারকে দেখানো হয়েছে যে স্বাস্থ্যের চেয়ে সুবিধার জন্য স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষার চেয়ে সিজারিয়ান অপারেশন দ্বারা শিশুর জন্মের মাধ্যমে অধিক সংখ্যক মহিলাকে সেবা দিতে পারে। প্রস্তাবিত সমাধান [স্প্যানিশ ভাষায়] হিসাবে, অপ্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি যা প্রত্যাশিত মাকে রোগীতে পরিণত করে, তা দূর করার জন্য তারা অধিক সংখ্যক মানুষকে ধাত্রী হিসাবে প্রশিক্ষণের আহবান জানিয়েছে ।

El compromiso principal de inne-CESÁREA es, promover el apoderamiento de las mujeres puertorriqueñas para atender el serio problema de salud pública que representan la alta tasa de cesáreas y las intervenciones innecesarias durante el parto para la madre y el bebé, a través de una campaña de prevención validada, actualizada y atractiva sobre la humanización del parto.

সিজারিয়ান বিরোধী আন্দোলনের প্রধান অঙ্গীকার হচ্ছে বৈধ ও আকর্ষণীয় মানবীয় প্রসব এর জন্য যুক্তিগ্রাহ্য প্রতিরোধ প্রচারণার মাধ্যমে পুয়ের্টেো রিকোর মহিলাদের ক্ষমতায়ন করা – যেখানে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার মুখোমুখি উচ্চ মাত্রার সিজারিয়ান অপারেশন এবং মা ও শিশুর অপ্রয়োজনীয় চিকিৎসার হস্তক্ষেপ।

ভিডিও নির্মাণে দেখা যাচ্ছে যে, গর্ভবতী মহিলা, মা, শিশু, পিতামাতা, ছাত্রছাত্রী, স্বাস্থ্যকর্মী এবং আরও অনেকে ভিডিও প্রচারণার কাজে অংশ নেওয়ায় মাধ্যমে ৫০ জনেরও বেশী মানুষ এই প্রক্রিয়ার মাধ্যমে একত্রিত হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .